কানপুর টেস্ট ড্র করলো নিউজিল্যান্ড

শেষ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৫২ বল খেলে ভারতকে কানপুর টেস্টে জয় বঞ্চিত করেছেন নিউজিল্যান্ডের দুই লোয়ার-অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্র ও আজাজ প্যাটেল। ফলে রোমাঞ্চকর ড্র’য়ে শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

জয়ের জন্য ২৮৪ রানের টার্গেটে খেলতে নেমে নিউজিল্যান্ড দল চতুর্থ দিনেই হারিয়েছিলো উইল ইয়ংককে। পঞ্চম ও শেষ দিনে ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট বারবার কিউই ব্যাটারদের ওপর হামলে পড়লেও শেষ পর্যন্ত আর দলকে জয় এনে দিতে পারেননি। পঞ্চম নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৬৫ রান করলে টান-টান উত্তেজনাপূর্ণ টেস্টটি ড্র’তে শেষ হয়।

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪ রান করেছিলো নিউজিল্যান্ড। ফলে টেস্টটি জিততে পঞ্চম ও শেষ দিনে ভারতের দরকার ছিলো ৯ উইকেট,  নিউজিল্যান্ডের প্রয়োজন ছিলো ২৮০ রান।

ওপেনার টম লাথাম ২ রানে অপরাজিত থেকে ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল পঞ্চম দিনের খেলা শুরু করেন। দিনের প্রথম সেশন ভালোভাবেই শেষ করেন লাথাম ও সমারভিল।

দ্বিতীয় সেশনের প্রথম বলেই লাথাম ও সমারভিলের জুটি ভাঙ্গেন পেসার উমেশ যাদব। ৩৬ রান করে ফেরেন সমারভিল। এরপর চা-বিরতির আগে নিউজিল্যান্ডের আরও দুটো উইকেটের পতন ঘটান অশি^ন-জাদেজা। ৫২ রান করা লাথামকে বিদায় দেন অশি^ন। আর অভিজ্ঞ রস টেইলরকে শিকার করেন জাদেজা। ফলে ৪ উইকেটে ১২৫ রানে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। এ অবস্থায় ম্যাচ ড্র করায় মনোযোগী হয় নিউজিল্যান্ড। তবে জয়ের জন্য আক্রমনাত্মক কৌশল গ্রহন করে ভারত।

শেষ সেশনে জাদেজা-অশি^ন ও প্যাটেলের ঘুর্ণিতে ৯০তম ওভারে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। জাদেজার ঘূর্নিতে একে একে ফেরেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (২৪), কাইল জেমিসন (৫) ও টিম সাউদি (৪)। টম ব্লান্ডেলকে (২) ফেরান অশি^ন এবং হেনরি নিকোলস (১) অক্ষর প্যাটেলের শিকারে পরিণত হন।

একটা পর্যায়ে জয় পেতে ভারতের প্রয়োজন পড়ে মাত্র ১ উইকেট। তবে শেষ উইকেটে ৫২ বল খেলে অবিচ্ছিন্ন থেকে ভারতকে জয় বঞ্চিত করেন রাচিন রবীন্দ্র ও শেষ ব্যাটার আজাজ প্যাটেল। রবীন্দ্র ৯১ বলে ১৮ ও প্যাটেল ২৩ বলে ২ রানে অপরাজিত থাকেন।

ভারতের জাদেজা ৪টি ও অশি^ন ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা শ্রেয়াস আইয়ার।

আগামী ৩ ডিসেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৩৪৫ ও ২৩৪/৭ ডিক্লে:। নিউজিল্যান্ড : ২৯৬ ও ১৬৫/৯ (লাথাম ৫২, সমারভিল ৩৬, সমারভিল ২৪, রাচিন ১৮*, আজাজ ২*; অশ্বিন ৩/৩৫, জাদেজা ২৮-৪/৪০)। ম্যাচ সেরা: শ্রেয়াস আইয়ার। ক্রিকইনফো।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ , ১৫ অগ্রহায়ণ ১৪২৮ ২৪ রবিউস সানি ১৪৪৩

কানপুর টেস্ট ড্র করলো নিউজিল্যান্ড

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

শেষ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৫২ বল খেলে ভারতকে কানপুর টেস্টে জয় বঞ্চিত করেছেন নিউজিল্যান্ডের দুই লোয়ার-অর্ডার ব্যাটার রাচিন রবীন্দ্র ও আজাজ প্যাটেল। ফলে রোমাঞ্চকর ড্র’য়ে শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

জয়ের জন্য ২৮৪ রানের টার্গেটে খেলতে নেমে নিউজিল্যান্ড দল চতুর্থ দিনেই হারিয়েছিলো উইল ইয়ংককে। পঞ্চম ও শেষ দিনে ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট বারবার কিউই ব্যাটারদের ওপর হামলে পড়লেও শেষ পর্যন্ত আর দলকে জয় এনে দিতে পারেননি। পঞ্চম নিউজিল্যান্ড ৯ উইকেটে ১৬৫ রান করলে টান-টান উত্তেজনাপূর্ণ টেস্টটি ড্র’তে শেষ হয়।

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪ রান করেছিলো নিউজিল্যান্ড। ফলে টেস্টটি জিততে পঞ্চম ও শেষ দিনে ভারতের দরকার ছিলো ৯ উইকেট,  নিউজিল্যান্ডের প্রয়োজন ছিলো ২৮০ রান।

ওপেনার টম লাথাম ২ রানে অপরাজিত থেকে ও নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিল পঞ্চম দিনের খেলা শুরু করেন। দিনের প্রথম সেশন ভালোভাবেই শেষ করেন লাথাম ও সমারভিল।

দ্বিতীয় সেশনের প্রথম বলেই লাথাম ও সমারভিলের জুটি ভাঙ্গেন পেসার উমেশ যাদব। ৩৬ রান করে ফেরেন সমারভিল। এরপর চা-বিরতির আগে নিউজিল্যান্ডের আরও দুটো উইকেটের পতন ঘটান অশি^ন-জাদেজা। ৫২ রান করা লাথামকে বিদায় দেন অশি^ন। আর অভিজ্ঞ রস টেইলরকে শিকার করেন জাদেজা। ফলে ৪ উইকেটে ১২৫ রানে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। এ অবস্থায় ম্যাচ ড্র করায় মনোযোগী হয় নিউজিল্যান্ড। তবে জয়ের জন্য আক্রমনাত্মক কৌশল গ্রহন করে ভারত।

শেষ সেশনে জাদেজা-অশি^ন ও প্যাটেলের ঘুর্ণিতে ৯০তম ওভারে নবম উইকেট হারায় নিউজিল্যান্ড। জাদেজার ঘূর্নিতে একে একে ফেরেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (২৪), কাইল জেমিসন (৫) ও টিম সাউদি (৪)। টম ব্লান্ডেলকে (২) ফেরান অশি^ন এবং হেনরি নিকোলস (১) অক্ষর প্যাটেলের শিকারে পরিণত হন।

একটা পর্যায়ে জয় পেতে ভারতের প্রয়োজন পড়ে মাত্র ১ উইকেট। তবে শেষ উইকেটে ৫২ বল খেলে অবিচ্ছিন্ন থেকে ভারতকে জয় বঞ্চিত করেন রাচিন রবীন্দ্র ও শেষ ব্যাটার আজাজ প্যাটেল। রবীন্দ্র ৯১ বলে ১৮ ও প্যাটেল ২৩ বলে ২ রানে অপরাজিত থাকেন।

ভারতের জাদেজা ৪টি ও অশি^ন ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা শ্রেয়াস আইয়ার।

আগামী ৩ ডিসেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৩৪৫ ও ২৩৪/৭ ডিক্লে:। নিউজিল্যান্ড : ২৯৬ ও ১৬৫/৯ (লাথাম ৫২, সমারভিল ৩৬, সমারভিল ২৪, রাচিন ১৮*, আজাজ ২*; অশ্বিন ৩/৩৫, জাদেজা ২৮-৪/৪০)। ম্যাচ সেরা: শ্রেয়াস আইয়ার। ক্রিকইনফো।