পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে আটক করেছে দেশটির ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলিটি। গতকাল ইসলামাবাদে নিজস্ব বাসভবন থেকে জারদারিকে আটক করা হয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয় জারদারির বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলার অভিযোগ আনা হয়েছে। এর আগে তিনি এই মামলায় হাইকোর্টের কাছে আগাম জামিন আবেদন করেন। ইসলামাবাদ হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দেন। আদালতের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরেই গ্রেফতার করা হয় জারদারিকে। তাকে গ্রেফতারের পরই বিক্ষোভ শুরু করেছে পিপিপির নেতাকর্মীরা। আসিফ জারদারির ছেলে ও পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর ১৫ সদস্যের একটি দল ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য আসিফ জারদারিকে গ্রেফতার করতে তার বাসভবনে যায়। গ্রেফতার অভিযানের আগে ওই বাসভবনের আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়া হয়। গ্রেফতারের পর তাকে একটি ল্যান্ডক্রুজারে উঠিয়ে রাওয়ালপিন্ডির দিকে নিয়ে যাওয়া হয়। রাওয়ালপিন্ডির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আসিফ জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পিপিপি দেশটির বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্ষমতায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জারদারি। তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী।

image
আরও খবর
কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধিসহ অগ্রাধিকার পাচ্ছে পাঁচ বিষয়
বাজেট অধিবেশন আজ শুরু
বৃষ্টির শঙ্কা নিয়ে ব্রিস্টলে আজ বাংলা-লঙ্কা মুখোমুখি
ব্রিস্টলে সূর্যের হাসিতে টাইগারদের অনুশীলন
ব্রিস্টলই কি স্বরূপে ফেরাবে মাশরাফিকে!
রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ
দুদক পরিচালক বাছির সাময়িক বরখাস্ত
সড়ক দুর্ঘটনায় ১৪২ জন নিহত
এবার সড়কে দুর্ঘটনা কম মৃত্যু বেশি
১৮ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ আরব আমিরাতের
অভিযোগপত্র আদালতে গ্রহণ : শুনানি ২০ জুন
একদিনে সড়কে ঝরল আরও ৭ প্রাণ
বন্দুকযুদ্ধে নিহত সাইফুল বিতর্কিত বদির ভাইদের কথাও বলে গেছে
প্রথম পর্যায়ে মনোনীত ১৩ লাখ ১৮,৮৬৬ শিক্ষার্থী

মঙ্গলবার, ১১ জুন ২০১৯ , ২৮ জৈষ্ঠ্য ১৪২৫, ৭ শাওয়াল ১৪৪০

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার

সংবাদ ডেস্ক

image

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে আটক করেছে দেশটির ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলিটি। গতকাল ইসলামাবাদে নিজস্ব বাসভবন থেকে জারদারিকে আটক করা হয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয় জারদারির বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলার অভিযোগ আনা হয়েছে। এর আগে তিনি এই মামলায় হাইকোর্টের কাছে আগাম জামিন আবেদন করেন। ইসলামাবাদ হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দেন। আদালতের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরেই গ্রেফতার করা হয় জারদারিকে। তাকে গ্রেফতারের পরই বিক্ষোভ শুরু করেছে পিপিপির নেতাকর্মীরা। আসিফ জারদারির ছেলে ও পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর ১৫ সদস্যের একটি দল ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য আসিফ জারদারিকে গ্রেফতার করতে তার বাসভবনে যায়। গ্রেফতার অভিযানের আগে ওই বাসভবনের আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়া হয়। গ্রেফতারের পর তাকে একটি ল্যান্ডক্রুজারে উঠিয়ে রাওয়ালপিন্ডির দিকে নিয়ে যাওয়া হয়। রাওয়ালপিন্ডির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আসিফ জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পিপিপি দেশটির বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্ষমতায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জারদারি। তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী।