একদিনে সড়কে ঝরল আরও ৭ প্রাণ

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল তিন জেলায় ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এরমধ্যে বগুড়ার পৃথক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত ও ৯ জন আহত হয়। নীলফামারীতে ২ জন নিহত ও ১ জন আহত এবং ফেনীতে এক পথচারী নারী নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় বগুড়ার নন্দীগ্রামে পদ্মপুকুর নামক স্থানে শ্যালো চালিত ভটভটি উল্টে দুই সহোদর নিহত হয়েছে। অপর দিকে ভোর সোয়া ৫টার দিকে শেরপুরের দশ মাইল এলাকায় বাস-ট্রাকের মুখোমখি সংঘর্ষে দুলালী বেগম (৩০) নামের এক নারী নিহত ও ৯ জন যাত্রী আহত হয়েছে। নিহত দুলালী লালমনিরহাটের কাজির চওড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে বেলা ১১টায় শেরপুরের ছোনকা বাজার এলাকায় বাসের চাপায় মহাসড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক ফরিদ (৩০) নিহত হয়। এ ঘটনায় ট্রাক চালকসহ ২ জন আহত হয়। অন্যদিকে বেলা ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা বাজার এলাকা বাসের চাপায় ফরিদ (৩০) নামের মহাসড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক নিহত হয়। শেরপুর থানার ওসি হুমায়ুন করিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ২ জন নিহত হয়েছে। এছাড়া প্রায় ৯ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শজিমেকে পাঠানো হয়েছে।

নীলফামারী : সৈয়দপুরে এক সড়ক দুর্ঘটনার দুইজন ব্যাটারিচালিত রিকশাভ্যান আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাত সোয়া ১২টায় সৈয়দপুর-নীলফামারী সড়কের ঢেলাপীর ও ওয়াপদা মোড়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রিকশাযাত্রীরা হলেন ঢেলাপীর উত্তরা আবাসনের মো. নান্নুর ছেলে মো. মোহন (১৬) ও নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীর মৃত হেবরু মামুদের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০)। এদের মধ্যে মোহন দুর্ঘটনাস্থলে এবং শফিকুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে রিকশাচালক মো. পারভেজ (২৮) গুরুতর আহত হন।

ফেনী : এদিকে গতকাল দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদরের পাঁচগাছিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় তাসলিমা আক্তার রুমি (২৫) নামে এক পথচারী গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার ফুড অ্যান্ড ফান রেস্টুরেন্টের সামনে রাস্তা পারাপারের সময় ফেনী থেকে নোয়াখালীগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তাসলিমা আক্তার রুমি।

আরও খবর
কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধিসহ অগ্রাধিকার পাচ্ছে পাঁচ বিষয়
বাজেট অধিবেশন আজ শুরু
বৃষ্টির শঙ্কা নিয়ে ব্রিস্টলে আজ বাংলা-লঙ্কা মুখোমুখি
ব্রিস্টলে সূর্যের হাসিতে টাইগারদের অনুশীলন
ব্রিস্টলই কি স্বরূপে ফেরাবে মাশরাফিকে!
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার
রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ
দুদক পরিচালক বাছির সাময়িক বরখাস্ত
সড়ক দুর্ঘটনায় ১৪২ জন নিহত
এবার সড়কে দুর্ঘটনা কম মৃত্যু বেশি
১৮ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ আরব আমিরাতের
অভিযোগপত্র আদালতে গ্রহণ : শুনানি ২০ জুন
বন্দুকযুদ্ধে নিহত সাইফুল বিতর্কিত বদির ভাইদের কথাও বলে গেছে
প্রথম পর্যায়ে মনোনীত ১৩ লাখ ১৮,৮৬৬ শিক্ষার্থী

মঙ্গলবার, ১১ জুন ২০১৯ , ২৮ জৈষ্ঠ্য ১৪২৫, ৭ শাওয়াল ১৪৪০

একদিনে সড়কে ঝরল আরও ৭ প্রাণ

সংবাদ ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল তিন জেলায় ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। এরমধ্যে বগুড়ার পৃথক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত ও ৯ জন আহত হয়। নীলফামারীতে ২ জন নিহত ও ১ জন আহত এবং ফেনীতে এক পথচারী নারী নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম ও শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় বগুড়ার নন্দীগ্রামে পদ্মপুকুর নামক স্থানে শ্যালো চালিত ভটভটি উল্টে দুই সহোদর নিহত হয়েছে। অপর দিকে ভোর সোয়া ৫টার দিকে শেরপুরের দশ মাইল এলাকায় বাস-ট্রাকের মুখোমখি সংঘর্ষে দুলালী বেগম (৩০) নামের এক নারী নিহত ও ৯ জন যাত্রী আহত হয়েছে। নিহত দুলালী লালমনিরহাটের কাজির চওড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে বেলা ১১টায় শেরপুরের ছোনকা বাজার এলাকায় বাসের চাপায় মহাসড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক ফরিদ (৩০) নিহত হয়। এ ঘটনায় ট্রাক চালকসহ ২ জন আহত হয়। অন্যদিকে বেলা ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা বাজার এলাকা বাসের চাপায় ফরিদ (৩০) নামের মহাসড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক নিহত হয়। শেরপুর থানার ওসি হুমায়ুন করিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ২ জন নিহত হয়েছে। এছাড়া প্রায় ৯ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শজিমেকে পাঠানো হয়েছে।

নীলফামারী : সৈয়দপুরে এক সড়ক দুর্ঘটনার দুইজন ব্যাটারিচালিত রিকশাভ্যান আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাত সোয়া ১২টায় সৈয়দপুর-নীলফামারী সড়কের ঢেলাপীর ও ওয়াপদা মোড়ের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রিকশাযাত্রীরা হলেন ঢেলাপীর উত্তরা আবাসনের মো. নান্নুর ছেলে মো. মোহন (১৬) ও নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের শিমুলতলীর মৃত হেবরু মামুদের ছেলে মো. শফিকুল ইসলাম (৩০)। এদের মধ্যে মোহন দুর্ঘটনাস্থলে এবং শফিকুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে রিকশাচালক মো. পারভেজ (২৮) গুরুতর আহত হন।

ফেনী : এদিকে গতকাল দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদরের পাঁচগাছিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় তাসলিমা আক্তার রুমি (২৫) নামে এক পথচারী গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার ফুড অ্যান্ড ফান রেস্টুরেন্টের সামনে রাস্তা পারাপারের সময় ফেনী থেকে নোয়াখালীগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তাসলিমা আক্তার রুমি।