নতুন অর্থবছরের শুরুতেই শেয়ারবাজারে সূচকে পতন

গতকাল ছিল ২০১৯-২০ অর্থবছরের প্রথম কার্যদিবস। এদিন পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের সবধরনের সূচক। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কিছুটা বেড়েছে। কিন্তু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে যথাক্রমে ১২৩৫ ও ১৯১২ পয়েন্টে।

গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে ১৩ কোটি টাকা। এদিন ৪৮২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১৪৩টির বা ৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৪টি বা ৪৯ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি বা ১০ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রানার অটোমোবাইলের। কোম্পানিটির ১৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। ডিএসইর লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বসুন্ধরা পেপার, এস্কয়ার নিট কম্পোজিট, জেনেক্স ইনফোসিস, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, সিনো বাংলা এবং নিউ লাইন ক্লোথিংস।

ডিএসই মঙ্গলবার দরপতনের শীর্ষস্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪০ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৫০১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৫ হাজার টাকা। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২০ লাখ ৭৮ হাজার ১৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকা।

ইন্টারন্যাশনাল লিজিং তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯০ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ১৫ লাখ ৪২ হাজার ৫৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা। দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং, প্রাইম ব্যাংক, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেস লাইফ ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মেঘনা পিইটি ও এমারেল্ড অয়েল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৬টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর। গতকাল সিএসইতে ৫৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেদেন হয়েছিল ১১২ কোটি ৯৭ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ৫৮ কোটি ৮১ লাখ টাকা।

গতকাল বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো-ওরিয়ন ইনফিউশন, মিথুন নিটিং, রানার অটোমোবাইল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিডিএমএল, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, এসিএফএল এবং পাইওনিয়র ইন্স্যুরেন্স।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

নতুন অর্থবছরের শুরুতেই শেয়ারবাজারে সূচকে পতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গতকাল ছিল ২০১৯-২০ অর্থবছরের প্রথম কার্যদিবস। এদিন পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের সবধরনের সূচক। একইসঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কিছুটা বেড়েছে। কিন্তু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে যথাক্রমে ১২৩৫ ও ১৯১২ পয়েন্টে।

গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে ১৩ কোটি টাকা। এদিন ৪৮২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি টাকার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১৪৩টির বা ৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৪টি বা ৪৯ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি বা ১০ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রানার অটোমোবাইলের। কোম্পানিটির ১৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমারের ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। ডিএসইর লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বসুন্ধরা পেপার, এস্কয়ার নিট কম্পোজিট, জেনেক্স ইনফোসিস, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, সিনো বাংলা এবং নিউ লাইন ক্লোথিংস।

ডিএসই মঙ্গলবার দরপতনের শীর্ষস্থানে রয়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪০ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৫০১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৫ হাজার টাকা। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২০ লাখ ৭৮ হাজার ১৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকা।

ইন্টারন্যাশনাল লিজিং তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯০ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ১৫ লাখ ৪২ হাজার ৫৯টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ২৩ হাজার টাকা। দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং, প্রাইম ব্যাংক, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেস লাইফ ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মেঘনা পিইটি ও এমারেল্ড অয়েল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ১২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৬টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর। গতকাল সিএসইতে ৫৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেদেন হয়েছিল ১১২ কোটি ৯৭ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ৫৮ কোটি ৮১ লাখ টাকা।

গতকাল বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো-ওরিয়ন ইনফিউশন, মিথুন নিটিং, রানার অটোমোবাইল, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বিডিএমএল, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, এসিএফএল এবং পাইওনিয়র ইন্স্যুরেন্স।