বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে এফবিসিসিআই’র সেমিনার

চীন সফরের দ্বিতীয় দিনে গতকাল ‘বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন বিষয়ক এক সেমিনারে অংশ নিয়েছেন এফবিসিসিআই নেতারা। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)-এর ডালিয়ানের এক হোটেলে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সিসিপিআইটি নেতারা ছাড়াও চীনের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন এবং সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। শেখ ফাহিম জানান, গত অর্থবছরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য ১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এরমধ্যে বাংলাদেশ ০.৬৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ১১.৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

এফবিসিসিআইয়ের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল গত সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চীন গেছে। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ৫৯ সদস্য বিশিষ্ট এই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এফবিসিসিআই নেতারা আগামীকাল বাংলাদেশ ও চীনের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠেয় একটি বিজনেস রাউন্ড টেবিলে যোগ দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বেইজিং-এ আগামী বৃহস্পতিবার এফবিসিসিআই নেতারা এবং সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স (এসআরসিআইসি)-এর মধ্যে এক বিজনেস মিটিং অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই সভাপতি, সহ-সভাপতি এবং পরিচালকরা এ অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশের বৃহত্তম বিনিয়োগ ও বাণিজ্য অংশীদার চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণে এফবিসিসিআই নেতারা তাদের বর্তমান সফরে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। বর্তমানে ৪’শরও বেশি চীনা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। মূলত বিদ্যুৎ, টেক্সটাইল, চামড়া, প্রকৌশল এবং অবকাঠামো নির্মাণ খাতে চীনের বিনিয়োগকারীরা কাজ করছে। বাংলাদেশ সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে চীনের আরও বিনিয়োগ সম্প্রসারণে এফবিসিসিআই নেতারা তাদের এ সফরকালে কার্যকর উদ্যোগ নিচ্ছেন।

এছাড়াও এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদলে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি, মিসেস রুবানা হক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওসামা তাসের, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি, নুরুল কাইয়ুম খান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, খন্দকার মশিউজ্জামান। চীন সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী শনিবার ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে। এফবিসিসিআই সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতির অনুপস্থিতিতে সংগঠনের সহ-সভাপতি নিজামুদ্দিন রাজেশ সভাপতির দায়িত্ব পালন করছেন। এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন : এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, এফবিসিসিআই সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, মি. দিলিপ কুমার আগরওয়ালা, সিদ্দিকুর রহমান ও মীর নিজাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, কাজী আমিনুল হক, মি. প্রবীর কুমার সাহা, মি. সুজিব রঞ্জন দাস, মো. আবু নাসের, মো. নিজাম উদ্দিন, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, কাজী বেলায়েত হোসেন, মো. আতাউর রহমান ভূইয়া, মোহাম্মদ রিয়াদ আলী, বেনজীর আহমেদ, সৈয়দ সাদাত আলমাস কবির, মেহেদী আলী, মো. মুনির হোসেন, সৈয়দ নুরুল ইসলাম, মো. হাসানুজ্জামান, মোহাম্মদ মনজুর রহমান পিটার এবং সামিউল হক শাফা।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে এফবিসিসিআই’র সেমিনার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

চীন সফরের দ্বিতীয় দিনে গতকাল ‘বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন বিষয়ক এক সেমিনারে অংশ নিয়েছেন এফবিসিসিআই নেতারা। চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)-এর ডালিয়ানের এক হোটেলে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সিসিপিআইটি নেতারা ছাড়াও চীনের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন এবং সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। শেখ ফাহিম জানান, গত অর্থবছরে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য ১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এরমধ্যে বাংলাদেশ ০.৬৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ১১.৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

এফবিসিসিআইয়ের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল গত সোমবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চীন গেছে। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ৫৯ সদস্য বিশিষ্ট এই ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এফবিসিসিআই নেতারা আগামীকাল বাংলাদেশ ও চীনের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠেয় একটি বিজনেস রাউন্ড টেবিলে যোগ দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বেইজিং-এ আগামী বৃহস্পতিবার এফবিসিসিআই নেতারা এবং সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স (এসআরসিআইসি)-এর মধ্যে এক বিজনেস মিটিং অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই সভাপতি, সহ-সভাপতি এবং পরিচালকরা এ অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশের বৃহত্তম বিনিয়োগ ও বাণিজ্য অংশীদার চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণে এফবিসিসিআই নেতারা তাদের বর্তমান সফরে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। বর্তমানে ৪’শরও বেশি চীনা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। মূলত বিদ্যুৎ, টেক্সটাইল, চামড়া, প্রকৌশল এবং অবকাঠামো নির্মাণ খাতে চীনের বিনিয়োগকারীরা কাজ করছে। বাংলাদেশ সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে চীনের আরও বিনিয়োগ সম্প্রসারণে এফবিসিসিআই নেতারা তাদের এ সফরকালে কার্যকর উদ্যোগ নিচ্ছেন।

এছাড়াও এফবিসিসিআই বাণিজ্য প্রতিনিধিদলে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি, মিসেস রুবানা হক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওসামা তাসের, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের সভাপতি, নুরুল কাইয়ুম খান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, খন্দকার মশিউজ্জামান। চীন সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী শনিবার ঢাকায় ফিরবে বলে আশা করা হচ্ছে। এফবিসিসিআই সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতির অনুপস্থিতিতে সংগঠনের সহ-সভাপতি নিজামুদ্দিন রাজেশ সভাপতির দায়িত্ব পালন করছেন। এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন : এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, এফবিসিসিআই সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, মি. দিলিপ কুমার আগরওয়ালা, সিদ্দিকুর রহমান ও মীর নিজাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, কাজী আমিনুল হক, মি. প্রবীর কুমার সাহা, মি. সুজিব রঞ্জন দাস, মো. আবু নাসের, মো. নিজাম উদ্দিন, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, কাজী বেলায়েত হোসেন, মো. আতাউর রহমান ভূইয়া, মোহাম্মদ রিয়াদ আলী, বেনজীর আহমেদ, সৈয়দ সাদাত আলমাস কবির, মেহেদী আলী, মো. মুনির হোসেন, সৈয়দ নুরুল ইসলাম, মো. হাসানুজ্জামান, মোহাম্মদ মনজুর রহমান পিটার এবং সামিউল হক শাফা।