আবারও বড় পতন উভয় শেয়ারবাজারে

নানামুখী উদ্যোগের পরও দেশের শেয়ারবাজার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে না। গতকালও শেয়ারবাজারে অস্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে। উভয় শেয়ারবাজারের লেনদেন গতকাল ব্যাপক পতনে শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০, সূচক ১২ পয়েন্ট ও শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২১ ও ১৮৯০ পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ডিএসইতে গতকাল ৪১৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি টাকার। অর্থাৎ গতকাল ডিএসইতে লেনদেন ৭২ কোটি টাকা কম হয়েছে। ডিএসইতে গতকাল ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির বা ২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার ও ইউনিট দর কমেছে ২৩৯টির বা ৬৮ শতাংশের এবং ২৭টি বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর লেনদেন শেষে অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেএমআই সিরিঞ্জের। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১২ কোটি ৭৭ লাখ টাকার এবং ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে রানার অটোমোবাইলস। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস, সিনোবাংলা, সিলকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল ও ন্যাশনাল পলিমার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। গতকাল ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি শেয়ার। কোম্পানিটির মোট ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আরএসআরএম স্টিল। কোম্পানির ১ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ইবনে সিনা ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৪৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫ লাখ ২২ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশন ১৯ লাখ ৯৬ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৩ লাখ ৪০ হাজার, সায়হাম কটন ১২ লঅখ ৫০ হাজার, সিলকো ফার্মা ৫ লাখ ২৬ হাজার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৯ লাখ ৩৮ হাজার ও ভিএফএস থ্রেড ২৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ২৪ আষাঢ় ১৪২৫, ৪ জ্বিলকদ ১৪৪০

আবারও বড় পতন উভয় শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

নানামুখী উদ্যোগের পরও দেশের শেয়ারবাজার স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে না। গতকালও শেয়ারবাজারে অস্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে। উভয় শেয়ারবাজারের লেনদেন গতকাল ব্যাপক পতনে শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০, সূচক ১২ পয়েন্ট ও শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২১ ও ১৮৯০ পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ডিএসইতে গতকাল ৪১৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি টাকার। অর্থাৎ গতকাল ডিএসইতে লেনদেন ৭২ কোটি টাকা কম হয়েছে। ডিএসইতে গতকাল ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির বা ২৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার ও ইউনিট দর কমেছে ২৩৯টির বা ৬৮ শতাংশের এবং ২৭টি বা ৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর লেনদেন শেষে অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেএমআই সিরিঞ্জের। এদিন কোম্পানিটির ১৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১২ কোটি ৭৭ লাখ টাকার এবং ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে রানার অটোমোবাইলস। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস, সিনোবাংলা, সিলকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল ও ন্যাশনাল পলিমার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। গতকাল ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি শেয়ার। কোম্পানিটির মোট ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে আরএসআরএম স্টিল। কোম্পানির ১ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ইবনে সিনা ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৪৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫ লাখ ২২ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশন ১৯ লাখ ৯৬ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৩ লাখ ৪০ হাজার, সায়হাম কটন ১২ লঅখ ৫০ হাজার, সিলকো ফার্মা ৫ লাখ ২৬ হাজার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৯ লাখ ৩৮ হাজার ও ভিএফএস থ্রেড ২৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।