ডিএমডি পদে পদোন্নতিতে ১৪ মহাব্যবস্থাপকের সাক্ষাৎকার

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিতে ২৭ মহাব্যবস্থাপকের সাক্ষাৎকার গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত বাছাই কমিটি সাক্ষাৎকারের জন্য তাদের চূড়ান্ত করেছেন। তারা সবাই দেশের রাষ্ট্রীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের দফতরে আগামী বুধবার এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওই সাক্ষাৎকারে প্রার্থীদের মোবাইল ফাইন্যান্সিং সর্ভিস বা ডিজিটাল ব্যাংকিং, প্রকল্প ঋণ ব্যবস্থাপনা, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ইত্যাদির যেকোন একটি বিষয়ের ওপর পাওয়ারপয়েন্টে উপস্থাপন করতে হবে। সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া ২৭ মহাব্যবস্থাপকের মধ্যে ১৪ জন হলেন- জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জসীম উদ্দীন, খন্দকার আতাউর রহমান, মো. জামিনুর রহমান, মো. জাকির হোসেন, আবদুল আওয়াল, মো. আবদুল জব্বার, শেখর চন্দ্র বিশ্বাস, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ ইদ্রিছ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ওয়ালি উল্লাহ, মো. গোলাম কবির, সুকান্তি বিকাশ স্যানাল, শিরীন আখতার এবং সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার সাহা।

উল্লেখ্য, ডাক পাওয়া ২৭ মহাব্যবস্থাপকের মধ্যে ১৩ জনের সাক্ষাৎকারের গতকাল বিকেল ৩টায় বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের দফতরে অনুষ্ঠিত হয়।

সোমবার, ০৮ জুলাই ২০১৯ , ২৪ আষাঢ় ১৪২৫, ৪ জ্বিলকদ ১৪৪০

ডিএমডি পদে পদোন্নতিতে ১৪ মহাব্যবস্থাপকের সাক্ষাৎকার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিতে ২৭ মহাব্যবস্থাপকের সাক্ষাৎকার গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত বাছাই কমিটি সাক্ষাৎকারের জন্য তাদের চূড়ান্ত করেছেন। তারা সবাই দেশের রাষ্ট্রীয় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের দফতরে আগামী বুধবার এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওই সাক্ষাৎকারে প্রার্থীদের মোবাইল ফাইন্যান্সিং সর্ভিস বা ডিজিটাল ব্যাংকিং, প্রকল্প ঋণ ব্যবস্থাপনা, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ইত্যাদির যেকোন একটি বিষয়ের ওপর পাওয়ারপয়েন্টে উপস্থাপন করতে হবে। সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া ২৭ মহাব্যবস্থাপকের মধ্যে ১৪ জন হলেন- জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জসীম উদ্দীন, খন্দকার আতাউর রহমান, মো. জামিনুর রহমান, মো. জাকির হোসেন, আবদুল আওয়াল, মো. আবদুল জব্বার, শেখর চন্দ্র বিশ্বাস, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ ইদ্রিছ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ওয়ালি উল্লাহ, মো. গোলাম কবির, সুকান্তি বিকাশ স্যানাল, শিরীন আখতার এবং সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার সাহা।

উল্লেখ্য, ডাক পাওয়া ২৭ মহাব্যবস্থাপকের মধ্যে ১৩ জনের সাক্ষাৎকারের গতকাল বিকেল ৩টায় বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের দফতরে অনুষ্ঠিত হয়।