ফের কানাডীয় এক নাগরিককে আটক করল চীন

মাদক সংশ্লিষ্ট মামলায় কানাডার এক নাগরিককে আটক করেছে চীনের পুলিশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বিস্তারিত পরিচয় প্রকাশ ছাড়াই চীনের ইয়ানতাই শহরে আটোয়ার এক নাগরিক আটক হওয়ার কথা জানায় কানাডা কর্তৃপক্ষ। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এ আটকের ঘটনা ঘটলো। রয়টার্স।

গত বছরের ডিসেম্বরে কানাডার ভ্যানকুভার শহর থেকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝোকে আটক করা হলে দুই দেশের সম্পর্কে অবনতি শুরু হয়। যুক্তরাষ্ট্রের জারি করা এক গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটকের কথা জানায় কানাডা।

বেইজিং তাকে প্রত্যর্পণের দাবি করে। পরে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগ এনে কানাডার দুই নাগরিককে আটক করে চীন। গত শুক্রবার (১২ জুলাই) কানাডার সরকারের তরফে জানানো হয়, চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ইয়ানতাই শহর থেকে এক নাগরিককে আটক করেছে চীন। তবে ওই আটকের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটি। গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং জানান, শানডং পুলিশ সম্প্রতি মাদক সংশ্লিষ্টতায় বিদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ততা খুঁজে পায়।

এদের একজন কানাডার নাগরিক। মামলাটি এখনও তদন্ত হচ্ছে বলে জানিয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি। চীনা মুখপাত্র বলেন, জিয়াংশু প্রদেশের মাদকের মামলার মতো এটিও আরেকটি মামলা। গত সপ্তাহে চীনের ব্রিটিশ দূতাবাস জিয়াংশু প্রদেশ থেকে চার ব্রিটিশ নাগরিককে আটকের কথা জানায়।

মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ , ২ শ্রাবন ১৪২৫, ১২ জিলকদ ১৪৪০

ফের কানাডীয় এক নাগরিককে আটক করল চীন

সংবাদ ডেস্ক

মাদক সংশ্লিষ্ট মামলায় কানাডার এক নাগরিককে আটক করেছে চীনের পুলিশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বিস্তারিত পরিচয় প্রকাশ ছাড়াই চীনের ইয়ানতাই শহরে আটোয়ার এক নাগরিক আটক হওয়ার কথা জানায় কানাডা কর্তৃপক্ষ। দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এ আটকের ঘটনা ঘটলো। রয়টার্স।

গত বছরের ডিসেম্বরে কানাডার ভ্যানকুভার শহর থেকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝোকে আটক করা হলে দুই দেশের সম্পর্কে অবনতি শুরু হয়। যুক্তরাষ্ট্রের জারি করা এক গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটকের কথা জানায় কানাডা।

বেইজিং তাকে প্রত্যর্পণের দাবি করে। পরে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগ এনে কানাডার দুই নাগরিককে আটক করে চীন। গত শুক্রবার (১২ জুলাই) কানাডার সরকারের তরফে জানানো হয়, চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ইয়ানতাই শহর থেকে এক নাগরিককে আটক করেছে চীন। তবে ওই আটকের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটি। গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং জানান, শানডং পুলিশ সম্প্রতি মাদক সংশ্লিষ্টতায় বিদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ততা খুঁজে পায়।

এদের একজন কানাডার নাগরিক। মামলাটি এখনও তদন্ত হচ্ছে বলে জানিয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি। চীনা মুখপাত্র বলেন, জিয়াংশু প্রদেশের মাদকের মামলার মতো এটিও আরেকটি মামলা। গত সপ্তাহে চীনের ব্রিটিশ দূতাবাস জিয়াংশু প্রদেশ থেকে চার ব্রিটিশ নাগরিককে আটকের কথা জানায়।