স্রেব্রেনিৎসা গণহত্যায় ডাচ্ সেনারা ১০ ভাগ দায়ী : আদালত

বসনিয়ার স্রেব্রেনিৎসায় ১৯৯৫ সালের গণহত্যার ঘটনায় নেদারল্যান্ডস ৩৫০ জনের মৃত্যুর জন্য আংশিকভাবে দায়ী বলে রায় দিয়েছে ডাচ্ সুপ্রিমকোর্ট। আদালত বলেছেন, ওই গণহত্যায় ডাচ্-সেনারা ১০ শতাংশ দায়ী, কারণ সেনাদের পক্ষে ওই মানুষগুলোকে বাঁচানো সম্ভব ছিল। গত শুক্রবার আদালতের দেয়া এ রায় ডাচ্ সরকার মেনে নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বসনিয়ার সার্ব বাহিনী ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় মোট ৮ হাজার মুসলিমকে হত্যা করে। ডাচ্ সেনারা তখন জাতিসংঘের একটি নিরাপদ এলাকায় শান্তিরক্ষী হিসাবে নিয়োজিত ছিল। সে সময় তারা ৩৫০ জন মুসলামানকে আশ্রয় দিতে অস্বীকার করে। পরে সার্ব বাহিনীর হাতে পড়ে ওই সাড়ে ৩০০ মানুষের মৃত্যু হয়। আদালতের রায়ে বলা হয়, ডাচ্ সেনারা ওই মানুষগুলোকে তাদের কম্পাউন্ডে থাকতে দিলে তাদের সার্ব বাহিনীর হাতে পড়ার সম্ভাবনা থাকত ১০ শতাংশ। সে হিসাবে তাদের থাকতে না দেয়ার জন্য ডাচ্ সেনাদের ১০ শতাংশ দায়ী করা যায়। ডাচ্ সুপ্রিমকোর্টের এ রায়ের মধ্যে দিয়ে হত্যাকা-ের শিকার মানুষগুলোর স্বজনদের সংগঠন ‘মাদারস অব স্রেব্রেনিৎসা ’ এবং নেদারল্যান্ডস সরকারের মধ্যে চলা কয়েক বছরের আইনি লড়াইয়ের অবসান হলো। স্রেব্রেনিৎসায় ৮ হাজার মানুষের মৃত্যু এবং শান্তিরক্ষায় ব্যর্থতার জন্য ডাচ্ সেনাদের জবাবদিহি চেয়েছিল ‘মাদারস অব স্রেব্রেনিৎসা ’। অন্যদিকে নেদারল্যান্ডস চাইছিল এ দায় থেকে মুক্ত হতে। এ নিয়ে দুপক্ষের আইনি লড়াই শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এর আগে একটি আদালতের রায়ে ডাচ সেনাদের ৩০ শতাংশ দায়ী করা হয়েছিল। কিন্তু সুপ্রিমকোর্ট সেনাদের এ দায় অনেকখানিই কমিয়ে দিল। ফলে সুপ্রিমকোর্টের রায়ে হতাশা প্রকাশ করেছেন ‘মাদারস অব স্রেব্রেনিৎসা’ গ্রুপের প্রেসিডেন্ট মুনিরা সুবাসিক।

রবিবার, ২১ জুলাই ২০১৯ , ৬ শ্রাবন ১৪২৫, ১৭ জিলকদ ১৪৪০

স্রেব্রেনিৎসা গণহত্যায় ডাচ্ সেনারা ১০ ভাগ দায়ী : আদালত

সংবাদ ডেস্ক

image

বসনিয়ার স্রেব্রেনিৎসায় ১৯৯৫ সালের গণহত্যার ঘটনায় নেদারল্যান্ডস ৩৫০ জনের মৃত্যুর জন্য আংশিকভাবে দায়ী বলে রায় দিয়েছে ডাচ্ সুপ্রিমকোর্ট। আদালত বলেছেন, ওই গণহত্যায় ডাচ্-সেনারা ১০ শতাংশ দায়ী, কারণ সেনাদের পক্ষে ওই মানুষগুলোকে বাঁচানো সম্ভব ছিল। গত শুক্রবার আদালতের দেয়া এ রায় ডাচ্ সরকার মেনে নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বসনিয়ার সার্ব বাহিনী ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় মোট ৮ হাজার মুসলিমকে হত্যা করে। ডাচ্ সেনারা তখন জাতিসংঘের একটি নিরাপদ এলাকায় শান্তিরক্ষী হিসাবে নিয়োজিত ছিল। সে সময় তারা ৩৫০ জন মুসলামানকে আশ্রয় দিতে অস্বীকার করে। পরে সার্ব বাহিনীর হাতে পড়ে ওই সাড়ে ৩০০ মানুষের মৃত্যু হয়। আদালতের রায়ে বলা হয়, ডাচ্ সেনারা ওই মানুষগুলোকে তাদের কম্পাউন্ডে থাকতে দিলে তাদের সার্ব বাহিনীর হাতে পড়ার সম্ভাবনা থাকত ১০ শতাংশ। সে হিসাবে তাদের থাকতে না দেয়ার জন্য ডাচ্ সেনাদের ১০ শতাংশ দায়ী করা যায়। ডাচ্ সুপ্রিমকোর্টের এ রায়ের মধ্যে দিয়ে হত্যাকা-ের শিকার মানুষগুলোর স্বজনদের সংগঠন ‘মাদারস অব স্রেব্রেনিৎসা ’ এবং নেদারল্যান্ডস সরকারের মধ্যে চলা কয়েক বছরের আইনি লড়াইয়ের অবসান হলো। স্রেব্রেনিৎসায় ৮ হাজার মানুষের মৃত্যু এবং শান্তিরক্ষায় ব্যর্থতার জন্য ডাচ্ সেনাদের জবাবদিহি চেয়েছিল ‘মাদারস অব স্রেব্রেনিৎসা ’। অন্যদিকে নেদারল্যান্ডস চাইছিল এ দায় থেকে মুক্ত হতে। এ নিয়ে দুপক্ষের আইনি লড়াই শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এর আগে একটি আদালতের রায়ে ডাচ সেনাদের ৩০ শতাংশ দায়ী করা হয়েছিল। কিন্তু সুপ্রিমকোর্ট সেনাদের এ দায় অনেকখানিই কমিয়ে দিল। ফলে সুপ্রিমকোর্টের রায়ে হতাশা প্রকাশ করেছেন ‘মাদারস অব স্রেব্রেনিৎসা’ গ্রুপের প্রেসিডেন্ট মুনিরা সুবাসিক।