বালু সন্ত্রাস রুখতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

মেঘনা নদীর ভাঙনের গ্রাস থেকে চাঁদপুরকে রক্ষা করতে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের নেতারা। চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন নদী ভাঙনের কবলে বিলীন হয়ে যাচ্ছে। গত শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নেতারা এসব কথা বলেন। ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান ও বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। সমিতির আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিকের সভাপতিত্বে সভায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে বিভিন্ন সমস্যা তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শওকত ওসমান বলেন, জেলা প্রশাসন চায় না অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করুক। তাই জলা প্রশাসন থেকে বালু উত্তোলনের ইজারা বন্ধ ছিল। তারা হাইকোর্টে রিট করে সাময়িক আদেশ নিয়ে বালু উত্তোলন করছে। তারপরও আপনাদের এমন আবেদনে বিষয়টি আমি আমলে নিয়েছি। এডিসির (রাজস্ব) সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে বলব। সমস্যাগুলো দেখিয়ে দিলে তা সমাধানে সহজ হয়। আর জাতীয় পর্যায়ে তা প্রকাশিত হলে তাতে জনমত সৃষ্টি হয় এবং নীতি নির্ধারকদের নজরে আসে। তাতে সমস্যা সমাধানে কাজ করা সহজ হয়। তবে শুধু সমস্যাই নয়; অন্যদের উৎসাহিত করতে চাঁদপুরের সফলতাগুলোও তুলে ধরার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আবু কাওসার (বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল), মাজহারুল হক মান্না (বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই), আজিজুর রহমান রিপন (বিশেষ প্রতিনিধি, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), রাশেদ শাহরিয়ার পলাশ (মফস্বল সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান, ইউএনবি), জসিম উদ্দিন (শিফট ইনচার্জ, দৈনিক যুগান্তর), জাকির মজুমদার (সিনিয়র সাংবাদিক), সাঈদ আল হাসান শিমুল (সাব-এডিটর, দৈনিক যুগান্তর), শাহাদাত হোসেন (সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন), কাজী ফয়সাল (ক্রাইম রিপোর্টার, দৈনিক আজকের পত্রিকা), এস এম জাকির হোসাইন (স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ), আল আমিন (স্টাফ রিপোর্টার, বাংলা টিভি), ইবনে নূর শাওন (স্টাফ রিপোর্টার, একুশে টিভি), ফরিদ উদ্দিন (দৈনিক জনতা), মহসিন হোসেন (বিডি সমাচার), সামছুজ্জামান নাঈম (৭১ টেলিভিশন)।

মতবিনিময় শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ ও গ্রামবাসীর মাঝে চারা বিতরণ করা হয়। এর পর চাঁদপুর প্রেসক্লাবে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়। সেখানেও একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এবং চাঁদপুর প্রেসক্লাব মিলে ভবিষ্যতে একযোগে কাজ করার এবং জেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

রবিবার, ২৮ জুলাই ২০১৯ , ১৩ শ্রাবন ১৪২৫, ২৪ জিলকদ ১৪৪০

মেঘনার ভাঙন থেকে চাঁদপুর রক্ষায়

বালু সন্ত্রাস রুখতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

নিজস্ব বার্তা পরিবেশক

মেঘনা নদীর ভাঙনের গ্রাস থেকে চাঁদপুরকে রক্ষা করতে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের নেতারা। চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন নদী ভাঙনের কবলে বিলীন হয়ে যাচ্ছে। গত শুক্রবার চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নেতারা এসব কথা বলেন। ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান ও বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। সমিতির আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিকের সভাপতিত্বে সভায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে বিভিন্ন সমস্যা তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শওকত ওসমান বলেন, জেলা প্রশাসন চায় না অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করুক। তাই জলা প্রশাসন থেকে বালু উত্তোলনের ইজারা বন্ধ ছিল। তারা হাইকোর্টে রিট করে সাময়িক আদেশ নিয়ে বালু উত্তোলন করছে। তারপরও আপনাদের এমন আবেদনে বিষয়টি আমি আমলে নিয়েছি। এডিসির (রাজস্ব) সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে বলব। সমস্যাগুলো দেখিয়ে দিলে তা সমাধানে সহজ হয়। আর জাতীয় পর্যায়ে তা প্রকাশিত হলে তাতে জনমত সৃষ্টি হয় এবং নীতি নির্ধারকদের নজরে আসে। তাতে সমস্যা সমাধানে কাজ করা সহজ হয়। তবে শুধু সমস্যাই নয়; অন্যদের উৎসাহিত করতে চাঁদপুরের সফলতাগুলোও তুলে ধরার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আবু কাওসার (বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল), মাজহারুল হক মান্না (বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই), আজিজুর রহমান রিপন (বিশেষ প্রতিনিধি, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), রাশেদ শাহরিয়ার পলাশ (মফস্বল সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান, ইউএনবি), জসিম উদ্দিন (শিফট ইনচার্জ, দৈনিক যুগান্তর), জাকির মজুমদার (সিনিয়র সাংবাদিক), সাঈদ আল হাসান শিমুল (সাব-এডিটর, দৈনিক যুগান্তর), শাহাদাত হোসেন (সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন), কাজী ফয়সাল (ক্রাইম রিপোর্টার, দৈনিক আজকের পত্রিকা), এস এম জাকির হোসাইন (স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ), আল আমিন (স্টাফ রিপোর্টার, বাংলা টিভি), ইবনে নূর শাওন (স্টাফ রিপোর্টার, একুশে টিভি), ফরিদ উদ্দিন (দৈনিক জনতা), মহসিন হোসেন (বিডি সমাচার), সামছুজ্জামান নাঈম (৭১ টেলিভিশন)।

মতবিনিময় শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ ও গ্রামবাসীর মাঝে চারা বিতরণ করা হয়। এর পর চাঁদপুর প্রেসক্লাবে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়। সেখানেও একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এবং চাঁদপুর প্রেসক্লাব মিলে ভবিষ্যতে একযোগে কাজ করার এবং জেলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।