ঝাড়খন্ডে মুসলিম বিধায়ককে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা

ভারতে গত কয়েক মাস ধরেই জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা করা হচ্ছে। জয় শ্রীরাম বলতে অস্বীকৃতি জানানোর কারণে পিটিয়ে হত্যা বা ট্রেন থেকে নামিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে। এতদিন এসব ঘটনার শিকার স্থানীয় সাধারণ মুসলিম হলেও এবার ঝাড়খন্ডের এক মুসলিম বিধায়ককে জয় শ্রীরাম বলার জন্য চাপ দিয়েছেন একই রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির (ভারতীয় জনতা পার্টি) এক মন্ত্রী। গণমাধ্যমের সামনেই তিনি এমন সামনে। যদিও শেষ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আনন্দবাজার পত্রিকা।

বিধানসভা ভবনের বাইরের চত্বরে গত শুক্রবার সাংবাদিক পরিবেষ্টিত হয়ে কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলেন রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী সি পি সিং ও কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি। এসময় খানিকটা মজা করেই আনসারিকে সিপি বলেন, ‘একবার জোরে জয় শ্রীরাম বলুন।’ আনসারি হাসতে হাসতেই তার হাতের লাল ধাগা দেখান। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু মন্ত্রী সি পি সিং বলতে থাকেন, ‘আরে বাবর, তৈমুর লং, গজনি বা ঘোরি তো আর আপনার পূর্বপুরুষ নয়। আপনি রামেরই উত্তরসূরি।’ এর জবাবে আনসারি বলেন, ‘রামের নামের বদনাম করবেন না। রাম সবার।’ এর পরেই তিনি মন্ত্রীর উদ্দেশে বলতে থাকেন, ‘মানুষ কর্মসংস্থান চায়। রাস্তা চায়, বিদ্যুৎ চায়। তারা চায় নালা পরিষ্কার হোক। যান, অযোধ্যায় যান। দেখে আসুন রাম সেখানে কীভাবে আছেন।’ আনসারি তখন উত্তেজিত। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বুঝে মন্ত্রী উল্টো দিকে হাঁটা দেন। আর আনসারিও নিজের পথে। তবে ততক্ষণে পুরো ঘটনা গণমাধ্যমের ক্যামেরায় বন্দী হয়েছে। তবে পরে এ ঘটনা নিয়ে সিপি সিং বা ইরফান আনসারি, কেউই কোন মন্তব্য করেননি। এদিকে কংগ্রেস সূত্রের বক্তব্য, আনসারি বিজেপি নেতার মুখের উপরেই যথাযথ জবাব দিয়েছেন। এ নিয়ে আর কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক তা চাই না আমার। অপরদিকে, বিজেপি নেতৃত্বও বিষয়টি নিয়ে কথা বাড়ানোর পক্ষপাতী নয়। এ প্রসঙ্গে বিজেপি সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, উভয়েই বিধায়ক।

সোমবার, ২৯ জুলাই ২০১৯ , ১৪ শ্রাবন ১৪২৫, ২৫ জিলকদ ১৪৪০

ঝাড়খন্ডে মুসলিম বিধায়ককে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা

সংবাদ ডেস্ক

ভারতে গত কয়েক মাস ধরেই জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা করা হচ্ছে। জয় শ্রীরাম বলতে অস্বীকৃতি জানানোর কারণে পিটিয়ে হত্যা বা ট্রেন থেকে নামিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে। এতদিন এসব ঘটনার শিকার স্থানীয় সাধারণ মুসলিম হলেও এবার ঝাড়খন্ডের এক মুসলিম বিধায়ককে জয় শ্রীরাম বলার জন্য চাপ দিয়েছেন একই রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির (ভারতীয় জনতা পার্টি) এক মন্ত্রী। গণমাধ্যমের সামনেই তিনি এমন সামনে। যদিও শেষ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আনন্দবাজার পত্রিকা।

বিধানসভা ভবনের বাইরের চত্বরে গত শুক্রবার সাংবাদিক পরিবেষ্টিত হয়ে কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলেন রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী সি পি সিং ও কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি। এসময় খানিকটা মজা করেই আনসারিকে সিপি বলেন, ‘একবার জোরে জয় শ্রীরাম বলুন।’ আনসারি হাসতে হাসতেই তার হাতের লাল ধাগা দেখান। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু মন্ত্রী সি পি সিং বলতে থাকেন, ‘আরে বাবর, তৈমুর লং, গজনি বা ঘোরি তো আর আপনার পূর্বপুরুষ নয়। আপনি রামেরই উত্তরসূরি।’ এর জবাবে আনসারি বলেন, ‘রামের নামের বদনাম করবেন না। রাম সবার।’ এর পরেই তিনি মন্ত্রীর উদ্দেশে বলতে থাকেন, ‘মানুষ কর্মসংস্থান চায়। রাস্তা চায়, বিদ্যুৎ চায়। তারা চায় নালা পরিষ্কার হোক। যান, অযোধ্যায় যান। দেখে আসুন রাম সেখানে কীভাবে আছেন।’ আনসারি তখন উত্তেজিত। পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বুঝে মন্ত্রী উল্টো দিকে হাঁটা দেন। আর আনসারিও নিজের পথে। তবে ততক্ষণে পুরো ঘটনা গণমাধ্যমের ক্যামেরায় বন্দী হয়েছে। তবে পরে এ ঘটনা নিয়ে সিপি সিং বা ইরফান আনসারি, কেউই কোন মন্তব্য করেননি। এদিকে কংগ্রেস সূত্রের বক্তব্য, আনসারি বিজেপি নেতার মুখের উপরেই যথাযথ জবাব দিয়েছেন। এ নিয়ে আর কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক তা চাই না আমার। অপরদিকে, বিজেপি নেতৃত্বও বিষয়টি নিয়ে কথা বাড়ানোর পক্ষপাতী নয়। এ প্রসঙ্গে বিজেপি সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, উভয়েই বিধায়ক।