পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষের অংশ নেয়ার আহ্বান কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী অ্যাডিস মশার উৎপত্তিস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করার কর্মসূচিতে অংশগ্রহনের জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সবস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের বিশেষ জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। এর আগে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে সভায় উপস্থিত সকলের উদ্দেশে ডেঙ্গু ও গুজব প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে ভাষণ দেন।

আওয়ামী লীগের এই বিশেষ জরুরী সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল সদস্য এবং তাদের অধীন সকল থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সকল কাউন্সিলার, আওয়ামী লীগ থেকে নির্বাচিত ঢাকা মহানগরের অন্তর্গত সকল সংসদ সদস্য, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, শুধু দলীয় নেতা-কর্মী নয়, সর্বস্তরের জনগনের কাছে নিজ নিজ গৃহ, অফিস ও এলাকা যেখানে এডিস মশার উৎপত্তি হয়, সেসকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানাচ্ছি।

বিএনপি নেতাদেরই পদত্যাগ করা উচিত: সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দু’সিটি কর্পোরেশনের মেয়রদের পদত্যাগের দাবী জানিয়েছে। কিন্তু বিরোধীদল হিসেবে তাদের যে দায়িত্ব পালনের কথা সে দায়িত্বও তারা তো পালন করেননি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতা ও বন্যা মোকাবেলায় বিরোধীদলের দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য বিএনপির নেতাদের সবার আগে পদত্যাগ করা উচিত।

আরও খবর
যবিপ্রবি ভিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল
কামরান টি. রহমান এমপ্লয়ার ফেডারেশনের সভাপতি পুনর্নির্বাচিত
ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও সড়কে শিক্ষার্থীদের মৃত্যু রোধে পরিপত্র জারি
বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে উন্নয়নে আগ্রহী ভারত
অভিযোগপত্রে সাবেক এমপি ও পুলিশের নাম না থাকায় বিক্ষোভ
ছাত্রের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে রিট
ডেঙ্গু টেস্ট রিপোর্ট দিতে হিমশিমে সোহরাওয়ার্দী
সাড়ে তিন বছর পর কিলার সুবজ গ্রেফতার
গুজববিরোধী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
দলীয় আয় বাড়ছে বিএনপির
ডেঙ্গু : মিনিস্টার মনিটরিং সেল গঠন
আধিপত্য নিয়ে সংঘর্ষ নিহত ২, আহত ৩০
সন্তানের জন্য দুধ কিনতে বলায় স্ত্রীর গায়ে আগুন
বাংলাদেশ এখন উদ্বৃত্ত খাদ্যের দেশ : কৃষিমন্ত্রী
ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
মুক্তিযুদ্ধের স্বপ্ন বামপন্থিরাই বাস্তবায়ন করবে
ছেলে হত্যার বিচার চেয়ে হুমকির মুখে মা

বুধবার, ৩১ জুলাই ২০১৯ , ১৬ শ্রাবন ১৪২৫, ২৭ জিলকদ ১৪৪০

পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষের অংশ নেয়ার আহ্বান কাদেরের

নিজস্ব বার্তা পরিবেশক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী অ্যাডিস মশার উৎপত্তিস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করার কর্মসূচিতে অংশগ্রহনের জন্য দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সবস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের বিশেষ জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। এর আগে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে সভায় উপস্থিত সকলের উদ্দেশে ডেঙ্গু ও গুজব প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে ভাষণ দেন।

আওয়ামী লীগের এই বিশেষ জরুরী সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সকল সদস্য এবং তাদের অধীন সকল থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সকল কাউন্সিলার, আওয়ামী লীগ থেকে নির্বাচিত ঢাকা মহানগরের অন্তর্গত সকল সংসদ সদস্য, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু বর্তমানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু প্রতিরোধে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, শুধু দলীয় নেতা-কর্মী নয়, সর্বস্তরের জনগনের কাছে নিজ নিজ গৃহ, অফিস ও এলাকা যেখানে এডিস মশার উৎপত্তি হয়, সেসকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানাচ্ছি।

বিএনপি নেতাদেরই পদত্যাগ করা উচিত: সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দু’সিটি কর্পোরেশনের মেয়রদের পদত্যাগের দাবী জানিয়েছে। কিন্তু বিরোধীদল হিসেবে তাদের যে দায়িত্ব পালনের কথা সে দায়িত্বও তারা তো পালন করেননি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতা ও বন্যা মোকাবেলায় বিরোধীদলের দায়িত্ব পালনের ব্যর্থতার জন্য বিএনপির নেতাদের সবার আগে পদত্যাগ করা উচিত।