সাঁওতাল হত্যা মামলা

অভিযোগপত্রে সাবেক এমপি ও পুলিশের নাম না থাকায় বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্রে এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সাঁওতালদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়া পুলিশকে বাদ দেয়ার প্রতিবাদে আদিবাসী সাঁওতাল ও বাঙালিরা গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচির পালন করা হয়।

গতকাল বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, পতাকা সম্বলিত একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে সমাবেশ করে।

পরে সেখানে সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাঁওতাল হত্যা মামলার বাদী থমাস হেমব্রম, আদিবাসী নেত্রী রোমেলা কিসকু, ভিজিলিয়াস, ভূমি সংগ্রাম কমিটির নেতা স্বপন শেখ, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা ময়নুল হক, মিজান প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার প্রায় তিনবছর পর চূড়ান্ত অভিযোগপত্রে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এজাহারভুক্ত আসামি গোবিন্দগঞ্জ আসনের সে সময়ের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও প্রকাশ্যে সাঁওতালদের বাড়িঘরে অগ্নি সংযোগকারী অতি উৎসাহী পুলিশের নাম বাদ দেয়ায় তারা বিক্ষুদ্ধ হয়েছেন। তারা বলেন, সারা পৃথিবীর গণমাধ্যমে প্রকাশিত আগুন লাগানোর ফুটেজ, ছবি প্রকাশ পেলেও পিআইবির তদন্তকারী কর্মকর্তার চোখে তা পড়ল না। এ থেকে বোঝা যায়, তিনি প্রভাবিত হয়ে এই প্রতিবেদন তৈরি করেছেন। তারা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছেন। বক্তারা বলেন, অবিলম্বে আদালতে তারা না-রাজির মাধ্যমে এই ঘটনার আইনগত প্রতিবাদ জানাবেন। পাশাপাশি তাদের বাপ-দাদার সম্পত্তি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবেন।

এ সময় সভাপতির বক্তব্যে ফিলিমন বাসকে বলেন, মহান মুক্তিযুদ্ধে সাঁওতাল-বাঙালিরা মিলে এ দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার ৪৮ বছর পর তারা নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়েছে। সেই ভূমি উদ্ধার করতে গিয়ে জীবন দিয়েছে শ্যামল, মঙ্গল ও রমেশ। এখন তাদের সেই হত্যাকান্ডের ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ কোন বাংলাদেশে তারা বসবাস করছে। তিনি প্রশ্ন করেন এ জন্যই কি মুক্তিযুদ্ধে তারা অংশ নিয়েছিলেন?

image

গাইবান্ধা : সাঁওতাল হত্যা মামলার অভিযোগপত্রে সাবেক এমপি ও পুলিশের নাম না থাকায় আদিবাসীরা গতকাল বিক্ষোভ করেন -সংবাদ

আরও খবর
যবিপ্রবি ভিসির বিরুদ্ধে হাইকোর্টের রুল
কামরান টি. রহমান এমপ্লয়ার ফেডারেশনের সভাপতি পুনর্নির্বাচিত
ডেঙ্গু সচেতনতা সৃষ্টি ও সড়কে শিক্ষার্থীদের মৃত্যু রোধে পরিপত্র জারি
বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগে উন্নয়নে আগ্রহী ভারত
পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষের অংশ নেয়ার আহ্বান কাদেরের
ছাত্রের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে রিট
ডেঙ্গু টেস্ট রিপোর্ট দিতে হিমশিমে সোহরাওয়ার্দী
সাড়ে তিন বছর পর কিলার সুবজ গ্রেফতার
গুজববিরোধী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি
দলীয় আয় বাড়ছে বিএনপির
ডেঙ্গু : মিনিস্টার মনিটরিং সেল গঠন
আধিপত্য নিয়ে সংঘর্ষ নিহত ২, আহত ৩০
সন্তানের জন্য দুধ কিনতে বলায় স্ত্রীর গায়ে আগুন
বাংলাদেশ এখন উদ্বৃত্ত খাদ্যের দেশ : কৃষিমন্ত্রী
ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
মুক্তিযুদ্ধের স্বপ্ন বামপন্থিরাই বাস্তবায়ন করবে
ছেলে হত্যার বিচার চেয়ে হুমকির মুখে মা

বুধবার, ৩১ জুলাই ২০১৯ , ১৬ শ্রাবন ১৪২৫, ২৭ জিলকদ ১৪৪০

সাঁওতাল হত্যা মামলা

অভিযোগপত্রে সাবেক এমপি ও পুলিশের নাম না থাকায় বিক্ষোভ

প্রতিনিধি, গাইবান্ধা

image

গাইবান্ধা : সাঁওতাল হত্যা মামলার অভিযোগপত্রে সাবেক এমপি ও পুলিশের নাম না থাকায় আদিবাসীরা গতকাল বিক্ষোভ করেন -সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্রে এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সাঁওতালদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়া পুলিশকে বাদ দেয়ার প্রতিবাদে আদিবাসী সাঁওতাল ও বাঙালিরা গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচির পালন করা হয়।

গতকাল বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, পতাকা সম্বলিত একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে সমাবেশ করে।

পরে সেখানে সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাঁওতাল হত্যা মামলার বাদী থমাস হেমব্রম, আদিবাসী নেত্রী রোমেলা কিসকু, ভিজিলিয়াস, ভূমি সংগ্রাম কমিটির নেতা স্বপন শেখ, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা ময়নুল হক, মিজান প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার প্রায় তিনবছর পর চূড়ান্ত অভিযোগপত্রে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এজাহারভুক্ত আসামি গোবিন্দগঞ্জ আসনের সে সময়ের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও প্রকাশ্যে সাঁওতালদের বাড়িঘরে অগ্নি সংযোগকারী অতি উৎসাহী পুলিশের নাম বাদ দেয়ায় তারা বিক্ষুদ্ধ হয়েছেন। তারা বলেন, সারা পৃথিবীর গণমাধ্যমে প্রকাশিত আগুন লাগানোর ফুটেজ, ছবি প্রকাশ পেলেও পিআইবির তদন্তকারী কর্মকর্তার চোখে তা পড়ল না। এ থেকে বোঝা যায়, তিনি প্রভাবিত হয়ে এই প্রতিবেদন তৈরি করেছেন। তারা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছেন। বক্তারা বলেন, অবিলম্বে আদালতে তারা না-রাজির মাধ্যমে এই ঘটনার আইনগত প্রতিবাদ জানাবেন। পাশাপাশি তাদের বাপ-দাদার সম্পত্তি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবেন।

এ সময় সভাপতির বক্তব্যে ফিলিমন বাসকে বলেন, মহান মুক্তিযুদ্ধে সাঁওতাল-বাঙালিরা মিলে এ দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার ৪৮ বছর পর তারা নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়েছে। সেই ভূমি উদ্ধার করতে গিয়ে জীবন দিয়েছে শ্যামল, মঙ্গল ও রমেশ। এখন তাদের সেই হত্যাকান্ডের ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ কোন বাংলাদেশে তারা বসবাস করছে। তিনি প্রশ্ন করেন এ জন্যই কি মুক্তিযুদ্ধে তারা অংশ নিয়েছিলেন?