দূতাবাসে হামলা

ইরাকে সাড়ে সাতশ’ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। ইরাকে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। এর জবাবে দেশটিতে নতুন করে সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন কওে উত্তেজনার আশঙ্কা আরও বাড়ল বলে অভিমত বিশেষজ্ঞদের। এএফপি, এপি।

এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এএফপি জানায়, গত মঙ্গলবার বাগদাদে কাতায়েব হিজবুল্লাহ হামলা চালায় মার্কিন দূতাবাসে। এর পরদিন বুধবার পাল্টা জবাবে ইরাক ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আরও ৭৫০ জন সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। ঘটনার সূত্রপাত গত রোববার। যুক্তরাষ্ট্রের দাবি ইরাকে তাদের এক ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরানের মদতপুষ্ট ওই জঙ্গিগোষ্ঠী। যার জেরে এক মার্কিন প্রতিরক্ষা দফতরের ঠিকাদার নিহত হন। জবাবে ওই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় । প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে এর জোরালো জবাব দেয় ওই জঙ্গিরাও। । এরপরেই মঙ্গলবার বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালায় তারা। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক শ’ ব্যক্তি ওই দিন মার্কিন দূতাবাসের সামনে সমবেত হন । যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দিতে তারা দূতাবাসের মূল দরজার দিকে এগিয়ে যান । তবে সেসময় দূতাবাস ঘিরে রেখেছিল নিরাপত্তা বাহিনী। কিন্তু তাদের উপেক্ষা করেই দূতাবাসের একেবারে সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। এসময় দূতাবাস লক্ষ করে ঢিল ছোড়া হয় । আগুন ধরানোরও চেষ্টা চালানো হয়। এর জবাবে কাঁদানে গ্যাস এবং গ্রেনেড ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এর জেরে রণক্ষেত্রের রুপ নেয় পুরো এলাকা। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে ওই জঙ্গি গোষ্ঠাকে হুঁশিয়ার করে জানান, যারা ওই গোষ্ঠীকে মদত দিচ্ছে, তাদেরও ফল ভোগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, তিনি ইরানকে লক্ষ্য করেই এমন মন্তব্য করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রণালয় পেন্টাগন থেকে জানানো হয়, বহু দিনের মধ্যে বিশ্বের কোনও মার্কিন দূতাবাসে এত বড় হামলা হয়নি। এর পরেই উপসাগরীয় অঞ্চলে নতুন করে সৈন্য পাঠানোর কথা জানায় পেন্টাগন। দুই একদিনের মধ্যেই ৭৫০ জন সৈন্য সেখানে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। এনিয়ে বিশেষজ্ঞদের অভিমত, নতুন করে ইরাকে সৈন্য পাঠিয়ে ট্রাম্প পাল্টা আক্রমণের বার্তা দিলেন। ইরান এবং ইরানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোও যদি এভাবে জবাব দিতে থাকে, তাহলে পরিস্থিতির ক্রমশ অবনতি হবে।

আপাতত মধ্যপ্রাচ্যে ১৪ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে।

বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২০ , ১৯ পৌষ ১৪২৬, ৫ জমাদিউল আউয়াল ১৪৪১

দূতাবাসে হামলা

ইরাকে সাড়ে সাতশ’ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সংবাদ ডেস্ক |

image

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। ইরাকে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। এর জবাবে দেশটিতে নতুন করে সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন কওে উত্তেজনার আশঙ্কা আরও বাড়ল বলে অভিমত বিশেষজ্ঞদের। এএফপি, এপি।

এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এএফপি জানায়, গত মঙ্গলবার বাগদাদে কাতায়েব হিজবুল্লাহ হামলা চালায় মার্কিন দূতাবাসে। এর পরদিন বুধবার পাল্টা জবাবে ইরাক ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আরও ৭৫০ জন সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। ঘটনার সূত্রপাত গত রোববার। যুক্তরাষ্ট্রের দাবি ইরাকে তাদের এক ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরানের মদতপুষ্ট ওই জঙ্গিগোষ্ঠী। যার জেরে এক মার্কিন প্রতিরক্ষা দফতরের ঠিকাদার নিহত হন। জবাবে ওই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় । প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে এর জোরালো জবাব দেয় ওই জঙ্গিরাও। । এরপরেই মঙ্গলবার বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালায় তারা। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক শ’ ব্যক্তি ওই দিন মার্কিন দূতাবাসের সামনে সমবেত হন । যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দিতে তারা দূতাবাসের মূল দরজার দিকে এগিয়ে যান । তবে সেসময় দূতাবাস ঘিরে রেখেছিল নিরাপত্তা বাহিনী। কিন্তু তাদের উপেক্ষা করেই দূতাবাসের একেবারে সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। এসময় দূতাবাস লক্ষ করে ঢিল ছোড়া হয় । আগুন ধরানোরও চেষ্টা চালানো হয়। এর জবাবে কাঁদানে গ্যাস এবং গ্রেনেড ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। এর জেরে রণক্ষেত্রের রুপ নেয় পুরো এলাকা। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে ওই জঙ্গি গোষ্ঠাকে হুঁশিয়ার করে জানান, যারা ওই গোষ্ঠীকে মদত দিচ্ছে, তাদেরও ফল ভোগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, তিনি ইরানকে লক্ষ্য করেই এমন মন্তব্য করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রণালয় পেন্টাগন থেকে জানানো হয়, বহু দিনের মধ্যে বিশ্বের কোনও মার্কিন দূতাবাসে এত বড় হামলা হয়নি। এর পরেই উপসাগরীয় অঞ্চলে নতুন করে সৈন্য পাঠানোর কথা জানায় পেন্টাগন। দুই একদিনের মধ্যেই ৭৫০ জন সৈন্য সেখানে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। এনিয়ে বিশেষজ্ঞদের অভিমত, নতুন করে ইরাকে সৈন্য পাঠিয়ে ট্রাম্প পাল্টা আক্রমণের বার্তা দিলেন। ইরান এবং ইরানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোও যদি এভাবে জবাব দিতে থাকে, তাহলে পরিস্থিতির ক্রমশ অবনতি হবে।

আপাতত মধ্যপ্রাচ্যে ১৪ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে।