চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় হকার নেতা নিহত

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মো.রিপন নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার ছায়া আবাসিক এলাকার আমিন উল্ল্যাহর ছেলে। সে বাংলাবাজার হকার সমবায় সমিতির সাধারণ সম্পাদক। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। নগরের বাংলাবাজার এলাকায় থাকতেন তিনি। আহত আল আমিন একই এলাকার সিকদার ফকিরের ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, নিহত রিপনসহ আরও কয়েকজন গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর বাসায় যান। সেখান থেকে ফেরার পথে শেরশাহ মিনার মোড়ের এমদাদ গলিতে আসলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় গুরুতর আহত হন রিপন। তাকে হাসপাতালে নিয়ে আসতে চাইলে হামলাকারীরা পথরোধ করে। এক পর্যায়ে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান রিপন। এদিকে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে রিপনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, মেজবানের দাওয়াত খাওয়ার জন্য ওরা শেরশাহ গিয়েছিল। আসার পথে বাংলাবাজার এলাকার কিছু ছেলে তাদের ওপর হামলা করে। এতে রিপন মারা যায় এবং আরেকজন হাসপাতালে ভর্তি আছে। যুবলীগ নেতা দিদার ও মহিউদ্দিনের বিরুদ্ধে হামলার অভিযোগ আছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু বলেন, আমি ১০-১৫ দিন দেশের বইরে ছিলাম। গত সোমবার আসছি। রিপনসহ আরও ৮-১০ জন আমার সঙ্গে দেখা করতে আসে। আমার বাসা থেকে ফেরার পথে তাদের ওপর হামলা করে। একজন প্রত্যক্ষদর্শী আমাকে জানিয়েছে, দিদার ও মহিউদ্দিন সেখানে উপস্থিত ছিল

আরও খবর
দশমিনায় ২ গ্রামের মানুষের ভরসা ভাঙা বাঁশের সাঁকো
সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
ফটিকছড়িতে সর্তার ভাঙনে গৃহহীন ১৩০ পরিবার বর্ষার আগে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
কালীগঞ্জে নির্মাণাধীন ছালাভরা সেতুর দুই পাশে তীব্র যানজট
জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ স্থানে বেড়িবাঁধ নির্মাণে পিআইসির অপারগতা
ফটিকছড়িতে চা বাগানের ব্যবস্থাপকের বাধায় সরকারি বাগান সৃজন কাজ বন্ধ
রাজিবপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ভোলা-ঢাকা নৌ-পথে দিনের বেলা চালু হলো এ্যাডভেঞ্চার-৫
কাহালুতে কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার
সৈয়দপুরে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সরাইলে আ’লীগ নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

শনিবার, ০৪ জানুয়ারী ২০২০ , ২১ পৌষ ১৪২৬, ৭ জমাদিউল আউয়াল ১৪৪১

চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় হকার নেতা নিহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মো.রিপন নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার ছায়া আবাসিক এলাকার আমিন উল্ল্যাহর ছেলে। সে বাংলাবাজার হকার সমবায় সমিতির সাধারণ সম্পাদক। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। নগরের বাংলাবাজার এলাকায় থাকতেন তিনি। আহত আল আমিন একই এলাকার সিকদার ফকিরের ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, নিহত রিপনসহ আরও কয়েকজন গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর বাসায় যান। সেখান থেকে ফেরার পথে শেরশাহ মিনার মোড়ের এমদাদ গলিতে আসলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় গুরুতর আহত হন রিপন। তাকে হাসপাতালে নিয়ে আসতে চাইলে হামলাকারীরা পথরোধ করে। এক পর্যায়ে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান রিপন। এদিকে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে রিপনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার বলেন, মেজবানের দাওয়াত খাওয়ার জন্য ওরা শেরশাহ গিয়েছিল। আসার পথে বাংলাবাজার এলাকার কিছু ছেলে তাদের ওপর হামলা করে। এতে রিপন মারা যায় এবং আরেকজন হাসপাতালে ভর্তি আছে। যুবলীগ নেতা দিদার ও মহিউদ্দিনের বিরুদ্ধে হামলার অভিযোগ আছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু বলেন, আমি ১০-১৫ দিন দেশের বইরে ছিলাম। গত সোমবার আসছি। রিপনসহ আরও ৮-১০ জন আমার সঙ্গে দেখা করতে আসে। আমার বাসা থেকে ফেরার পথে তাদের ওপর হামলা করে। একজন প্রত্যক্ষদর্শী আমাকে জানিয়েছে, দিদার ও মহিউদ্দিন সেখানে উপস্থিত ছিল