সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন ২৮ জনই নতুন মুখ

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদেরও নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ৪৩টি ওয়ার্ডের মধ্যে ২৮টিতেই নতুন প্রার্থী দেয়া হয়েছে নৌকা প্রতীকে। এছাড়া তিনটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পরিবর্তনও করেছে আওয়ামী লীগ।

উত্তর সিটিতে মনোনয়ন প্রাপ্তরা হলেন- ওয়ার্ড-১, ১৭, ১৮ হাছিনা বারী চৌধুরী, ওয়ার্ড-২, ৩, ৫ সালমা কালাম, ওয়ার্ড-৪, ১৫ ও ১৬ সাহিদা আক্তার শীলা, ওয়ার্ড-৬, ৭, ৮ শিখা চক্রবর্তী, ওয়ার্ড-৯, ১০ ও ১১ রাজিয়া সুলতানা (ইতি), ওয়ার্ড-১২, ১৩ ও ১৪ সামসুন নাহার, ওয়ার্ড-১৯, ২০ ও ২১ আমেনা বেগম (রানু), ওয়ার্ড-২২, ২৩ ও ৩৬ মিতু আক্তার, ওয়ার্ড-২৪, ২৫ ও ৩৫ নাজমুন নাহার হেলেন, ওয়ার্ড-২৬, ২৭ ও ২৮ হামিদা আক্তার মিতা, ওয়ার্ড-২৯, ৩০ ও ৩২ শাহিন আক্তার সাথী, ওয়ার্ড-৩১, ৩৩ ও ৩৪ রোকসানা আলম, ওয়ার্ড-৩৮, ৩৯ ও ৪০ মাহমুদা বেগম, ওয়ার্ড-৩৭, ৪১ ও ৪২ কামরুন নাহার, ওয়ার্ড-৪৩, ৪৪ ও ৪৫ সোনিয়া সুলতানা হেনা, ওয়ার্ড-৪৬, ৪৭, ৪৮ মিনারা সুলতানা, ওয়ার্ড-৪৯, ৫০ ও ৫১ আবেদা আক্তার এবং ওয়ার্ড-৫২, ৫৩ ও ৫৪ কমলা রানী মুক্তা।

দক্ষিণ সিটি মনোনয়ন প্রাপ্তরা হলেন- ২, ৩ ও ৪ ফারজানা ইসলাম বিপ্লবী, ওয়ার্ড-৫, ৬ ও ৭ মাকসুদা শমশের, ওয়ার্ড-৮, ৯ ও ১০ মিনু রহমান, ওয়ার্ড-১, ১১ ও ১২ ফারহানা ইসলাম ডলি, ওয়ার্ড-১৩, ১৯ ও ২০ সৈয়দা রোখসানা ইসলাম চামেলী, ওয়ার্ড-১৬, ১৭ ও ২১ নারগীস মাহতাব, ওয়ার্ড-১৪, ১৫ ও ১৮ শিরিন গাফফার, ওয়ার্ড-২২, ২৩ ও ২৬ নিলুফার রহমান, ওয়ার্ড-২৪, ২৫ ও ২৯ সাবিনা পারভীন, ওয়ার্ড-২৭, ২৮ ও ৩০ মোসা. সেলিমা বেগম, ওয়ার্ড-৩১, ৩২ ও ৩৩ লুনা হুমায়ন পারভীন, ওয়ার্ড-৩৫, ৩৬ ও ৩৭ শেফালী রানী মল্লিক, ওয়ার্ড-৩৪, ৩৮ ও ৪১ শাহিনুর বেগম, ওয়ার্ড-৩৯, ৪০ ও ৪৯ লাভলী চৌধুরী, ওয়ার্ড-৪৮, ৫০ ও ৫১ নাজমা বেগম, ওয়ার্ড-৪২, ৪৩ ও ৪৪ নাসিমা আহমেদ, ওয়ার্ড-৪৫, ৪৬ ও ৪৭ সাথী আক্তার, ওয়ার্ড-৫২, ৫৩ ও ৫৪ জোহুরা (জবা), ওয়ার্ড-৫৫, ৫৬ ও ৫৭ শেফালি আক্তার, ওয়ার্ড-৫৮, ৫৯ ও ৬০ মোসা. সাহিদা বেগম, ওয়ার্ড-৬১, ৬২ ও ৬৩ ফারহানা ইয়াসমিন কুয়াশা, ওয়ার্ড-৬৪, ৬৫ ও ৬৬ মনিরা চৌধুরী, ওয়ার্ড-৬৭, ৬৮ ও ৬৯ শাহনাজ বেগম, ওয়ার্ড-৭০, ৭১ ও ৭২ সেলিনা খান এবং ওয়ার্ড-৭৩, ৭৪ ও ৭৫ নাছরিন আহমেদ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন দেয়া হয়েছে মোহাম্মদ ইকবাল হোসেন তিতুকে। তিনি মিরপুর থানা আওয়ামী লীগের একজন সদস্য। এর আগে এই ওয়ার্ডে প্রার্থী হিসেবে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুরাদ হোসেনকে সমর্থন করা হয়েছিল। ঢাকা দক্ষিণ সিটির ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন গোলাম আশরাফ তালুকদার। তিনি এই ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর। এর আগে এখানে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মম মামুন রশিদ শুভ্রকে সমর্থন দিয়েছিল দল। একই সিটিতে ৩৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর আউয়াল হোসেন। আগে প্রার্থী হিসেবে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস রশীদকে সমর্থন দেয়া হয়েছিল।

আরও খবর
আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়
প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ
আওয়ামী লীগ সমর্থিত নীল দল ১৪টি পদে জয়ী একটিতে সাদা
সাজার পরিমাণ বাড়িয়ে মৎস্য আহরণ অনুমোদন
ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন খায়রুল মজিদ মাহমুদ
আলোচিত ঘটনায় গ্যাস বিস্ফোরণ প্রধান দুই নদীর হালচাল
রোহিঙ্গা ক্যাম্পে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ
শিল্পকলায় আজ খেয়ালির মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’
ঢাবির চারুকলায় জয়নুল উৎসব ও লোকজ মেলা শেষ হচ্ছে আজ
বেরিয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’
নুরের সংগঠন ক্যাম্পাসে বাজেয়াপ্তের ঘোষণা ছাত্রলীগের
ভুয়া ভাউচার বানিয়ে কোটি কোটি টাকার অনিয়ম
প্রেমে সাড়া না পেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

শনিবার, ০৪ জানুয়ারী ২০২০ , ২১ পৌষ ১৪২৬, ৭ জমাদিউল আউয়াল ১৪৪১

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন ২৮ জনই নতুন মুখ

নিজস্ব বার্তা পরিবেশক |

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদেরও নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। ৪৩টি ওয়ার্ডের মধ্যে ২৮টিতেই নতুন প্রার্থী দেয়া হয়েছে নৌকা প্রতীকে। এছাড়া তিনটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পরিবর্তনও করেছে আওয়ামী লীগ।

উত্তর সিটিতে মনোনয়ন প্রাপ্তরা হলেন- ওয়ার্ড-১, ১৭, ১৮ হাছিনা বারী চৌধুরী, ওয়ার্ড-২, ৩, ৫ সালমা কালাম, ওয়ার্ড-৪, ১৫ ও ১৬ সাহিদা আক্তার শীলা, ওয়ার্ড-৬, ৭, ৮ শিখা চক্রবর্তী, ওয়ার্ড-৯, ১০ ও ১১ রাজিয়া সুলতানা (ইতি), ওয়ার্ড-১২, ১৩ ও ১৪ সামসুন নাহার, ওয়ার্ড-১৯, ২০ ও ২১ আমেনা বেগম (রানু), ওয়ার্ড-২২, ২৩ ও ৩৬ মিতু আক্তার, ওয়ার্ড-২৪, ২৫ ও ৩৫ নাজমুন নাহার হেলেন, ওয়ার্ড-২৬, ২৭ ও ২৮ হামিদা আক্তার মিতা, ওয়ার্ড-২৯, ৩০ ও ৩২ শাহিন আক্তার সাথী, ওয়ার্ড-৩১, ৩৩ ও ৩৪ রোকসানা আলম, ওয়ার্ড-৩৮, ৩৯ ও ৪০ মাহমুদা বেগম, ওয়ার্ড-৩৭, ৪১ ও ৪২ কামরুন নাহার, ওয়ার্ড-৪৩, ৪৪ ও ৪৫ সোনিয়া সুলতানা হেনা, ওয়ার্ড-৪৬, ৪৭, ৪৮ মিনারা সুলতানা, ওয়ার্ড-৪৯, ৫০ ও ৫১ আবেদা আক্তার এবং ওয়ার্ড-৫২, ৫৩ ও ৫৪ কমলা রানী মুক্তা।

দক্ষিণ সিটি মনোনয়ন প্রাপ্তরা হলেন- ২, ৩ ও ৪ ফারজানা ইসলাম বিপ্লবী, ওয়ার্ড-৫, ৬ ও ৭ মাকসুদা শমশের, ওয়ার্ড-৮, ৯ ও ১০ মিনু রহমান, ওয়ার্ড-১, ১১ ও ১২ ফারহানা ইসলাম ডলি, ওয়ার্ড-১৩, ১৯ ও ২০ সৈয়দা রোখসানা ইসলাম চামেলী, ওয়ার্ড-১৬, ১৭ ও ২১ নারগীস মাহতাব, ওয়ার্ড-১৪, ১৫ ও ১৮ শিরিন গাফফার, ওয়ার্ড-২২, ২৩ ও ২৬ নিলুফার রহমান, ওয়ার্ড-২৪, ২৫ ও ২৯ সাবিনা পারভীন, ওয়ার্ড-২৭, ২৮ ও ৩০ মোসা. সেলিমা বেগম, ওয়ার্ড-৩১, ৩২ ও ৩৩ লুনা হুমায়ন পারভীন, ওয়ার্ড-৩৫, ৩৬ ও ৩৭ শেফালী রানী মল্লিক, ওয়ার্ড-৩৪, ৩৮ ও ৪১ শাহিনুর বেগম, ওয়ার্ড-৩৯, ৪০ ও ৪৯ লাভলী চৌধুরী, ওয়ার্ড-৪৮, ৫০ ও ৫১ নাজমা বেগম, ওয়ার্ড-৪২, ৪৩ ও ৪৪ নাসিমা আহমেদ, ওয়ার্ড-৪৫, ৪৬ ও ৪৭ সাথী আক্তার, ওয়ার্ড-৫২, ৫৩ ও ৫৪ জোহুরা (জবা), ওয়ার্ড-৫৫, ৫৬ ও ৫৭ শেফালি আক্তার, ওয়ার্ড-৫৮, ৫৯ ও ৬০ মোসা. সাহিদা বেগম, ওয়ার্ড-৬১, ৬২ ও ৬৩ ফারহানা ইয়াসমিন কুয়াশা, ওয়ার্ড-৬৪, ৬৫ ও ৬৬ মনিরা চৌধুরী, ওয়ার্ড-৬৭, ৬৮ ও ৬৯ শাহনাজ বেগম, ওয়ার্ড-৭০, ৭১ ও ৭২ সেলিনা খান এবং ওয়ার্ড-৭৩, ৭৪ ও ৭৫ নাছরিন আহমেদ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন দেয়া হয়েছে মোহাম্মদ ইকবাল হোসেন তিতুকে। তিনি মিরপুর থানা আওয়ামী লীগের একজন সদস্য। এর আগে এই ওয়ার্ডে প্রার্থী হিসেবে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুরাদ হোসেনকে সমর্থন করা হয়েছিল। ঢাকা দক্ষিণ সিটির ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন গোলাম আশরাফ তালুকদার। তিনি এই ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর। এর আগে এখানে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মম মামুন রশিদ শুভ্রকে সমর্থন দিয়েছিল দল। একই সিটিতে ৩৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর আউয়াল হোসেন। আগে প্রার্থী হিসেবে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস রশীদকে সমর্থন দেয়া হয়েছিল।