শিল্পকলায় আজ খেয়ালির মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’

মুক্তিযুদ্ধের ভয়াবহতা, মানুষের দুর্ভোগ ও রুখে দাঁড়ানোর ইতিহাস নিয়ে তৈরি নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’ আজ মঞ্চস্থ হবে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই নাটকটি মঞ্চস্থ করবে খেয়ালি নাট্যগোষ্ঠী।

খেয়ালির প্রধান নাট্যজন একেএ কবীর ‘কদমতলী আর্মি ক্যাম্প’ নাটকটি সম্পর্কে জানান, এই নাটকটি মূলত মুক্তিযুদ্ধকালীন আবহে তৈরি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। মুক্তিযুদ্ধের সেই ভয়াবহতা এবং সেই সময়ের মানুষের দুর্ভোগ ও শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়াবার ইতিহাস বর্তমান প্রজন্মকে জানানোর একটি প্রয়াস দেখা যাবে এই নাটকে।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার খেয়ালি নাট্যগোষ্ঠী ‘এক কাতারে সবাই মুক্তির পথে যাত্রা করি শুরু’ স্লোগানে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই আয়োজনের অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৫টায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু ও বিজয়’ শীর্ষক আলোচনা এবং মুক্তিযুদ্ধভিক্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’ মঞ্চস্থ করা হবে।

খেয়ালি নাট্যগোষ্ঠীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধভিক্তিক নাটক প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটর সভাপতি গোলাম কুদ্দুছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) নাট্যজন তপন হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেয়ালির প্রধান নাট্যজন একেএ কবীর।

image
আরও খবর
আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়
প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড গ্রহণ
আওয়ামী লীগ সমর্থিত নীল দল ১৪টি পদে জয়ী একটিতে সাদা
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আ’লীগের মনোনয়ন ২৮ জনই নতুন মুখ
সাজার পরিমাণ বাড়িয়ে মৎস্য আহরণ অনুমোদন
ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন খায়রুল মজিদ মাহমুদ
আলোচিত ঘটনায় গ্যাস বিস্ফোরণ প্রধান দুই নদীর হালচাল
রোহিঙ্গা ক্যাম্পে ২ র‌্যাব সদস্য গুলিবিদ্ধ
ঢাবির চারুকলায় জয়নুল উৎসব ও লোকজ মেলা শেষ হচ্ছে আজ
বেরিয়েছে আকাশ চৌধুরী সম্পাদিত ‘বিজয় চিরন্তন’
নুরের সংগঠন ক্যাম্পাসে বাজেয়াপ্তের ঘোষণা ছাত্রলীগের
ভুয়া ভাউচার বানিয়ে কোটি কোটি টাকার অনিয়ম
প্রেমে সাড়া না পেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

শনিবার, ০৪ জানুয়ারী ২০২০ , ২১ পৌষ ১৪২৬, ৭ জমাদিউল আউয়াল ১৪৪১

শিল্পকলায় আজ খেয়ালির মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

image

মুক্তিযুদ্ধের ভয়াবহতা, মানুষের দুর্ভোগ ও রুখে দাঁড়ানোর ইতিহাস নিয়ে তৈরি নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’ আজ মঞ্চস্থ হবে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই নাটকটি মঞ্চস্থ করবে খেয়ালি নাট্যগোষ্ঠী।

খেয়ালির প্রধান নাট্যজন একেএ কবীর ‘কদমতলী আর্মি ক্যাম্প’ নাটকটি সম্পর্কে জানান, এই নাটকটি মূলত মুক্তিযুদ্ধকালীন আবহে তৈরি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। মুক্তিযুদ্ধের সেই ভয়াবহতা এবং সেই সময়ের মানুষের দুর্ভোগ ও শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়াবার ইতিহাস বর্তমান প্রজন্মকে জানানোর একটি প্রয়াস দেখা যাবে এই নাটকে।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার খেয়ালি নাট্যগোষ্ঠী ‘এক কাতারে সবাই মুক্তির পথে যাত্রা করি শুরু’ স্লোগানে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই আয়োজনের অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৫টায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু ও বিজয়’ শীর্ষক আলোচনা এবং মুক্তিযুদ্ধভিক্তিক নাটক ‘কদমতলী আর্মি ক্যাম্প’ মঞ্চস্থ করা হবে।

খেয়ালি নাট্যগোষ্ঠীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধভিক্তিক নাটক প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। প্রধান অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটর সভাপতি গোলাম কুদ্দুছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) নাট্যজন তপন হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেয়ালির প্রধান নাট্যজন একেএ কবীর।