বর্জ্য ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ পৌরসভা পেল ১০ কোটি

কিশোরগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প হচ্ছে। মেয়র মাহমুদ পারভেজ জানিয়েছেন, এই প্রকল্প বাবদ এলজিআরডি মন্ত্রণালয় ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অচিরেই এর জন্য টেন্ডার আহবান করা হবে। তিনি জানান, শহরতলির নতুন জেলখানার পাশে পৌরসভার একটি ডাম্পিং গ্রাউন্ড রয়েছে।

সেখানে ১০ কোটি টাকায় পৌনে চার একর জায়গা ক্রয় করে তাকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। ৯টি ময়লাবাহী ট্রাকে করে পৌর এলাকার পচনশীল থেকে শুরু করে সকল প্রকার বর্জ্য প্রতিদিন সেখানেই ফেলা হচ্ছে। কিন্তু কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় উন্মুক্ত স্থানে ফেলা এসব বর্জ্য আশপাশে ছড়িয়ে পড়ে এবং উৎকট দুর্গন্ধ ছড়ায়। এতে অসুখবিসুকে জনস্বাস্থ্য হুমকিতে রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ডাম্পিং গ্রাউন্ডে মাটির নীচ থেকে উঁচু করে স্থাপনা নির্মাণ করা হবে। সেখানে ফেলা বর্জ্য থেকে বিভিন্ন উপদান পৃথকীকরণ করা হবে।

মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২০ , ২৪ পৌষ ১৪২৬, ১০ জমাদিউল আউয়াল ১৪৪১

বর্জ্য ব্যবস্থাপনায় কিশোরগঞ্জ পৌরসভা পেল ১০ কোটি

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প হচ্ছে। মেয়র মাহমুদ পারভেজ জানিয়েছেন, এই প্রকল্প বাবদ এলজিআরডি মন্ত্রণালয় ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অচিরেই এর জন্য টেন্ডার আহবান করা হবে। তিনি জানান, শহরতলির নতুন জেলখানার পাশে পৌরসভার একটি ডাম্পিং গ্রাউন্ড রয়েছে।

সেখানে ১০ কোটি টাকায় পৌনে চার একর জায়গা ক্রয় করে তাকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। ৯টি ময়লাবাহী ট্রাকে করে পৌর এলাকার পচনশীল থেকে শুরু করে সকল প্রকার বর্জ্য প্রতিদিন সেখানেই ফেলা হচ্ছে। কিন্তু কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় উন্মুক্ত স্থানে ফেলা এসব বর্জ্য আশপাশে ছড়িয়ে পড়ে এবং উৎকট দুর্গন্ধ ছড়ায়। এতে অসুখবিসুকে জনস্বাস্থ্য হুমকিতে রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ডাম্পিং গ্রাউন্ডে মাটির নীচ থেকে উঁচু করে স্থাপনা নির্মাণ করা হবে। সেখানে ফেলা বর্জ্য থেকে বিভিন্ন উপদান পৃথকীকরণ করা হবে।