‘পুঁথিগত বিদ্যায় জীবনের মোড় ঘুরবে না’

পুঁথিগত বিদ্যায় জীবনের মোড় ঘুরবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতিতে এখন শুধুমাত্র অনার্স, মাস্টার্স, এমএ, বিএ পাশ করলেই কর্মসংস্থান অর্জন সম্ভব না। পুথিঁগত বিদ্যা দিয়ে জীবনের মোড় ঘুরবে না।’ গত রোববার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ উৎসবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উচ্চশিক্ষা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ নিতে হবে। উচ্চশিক্ষা লাইসেন্স হলেও এটি দিয়ে জীবিকা অর্জন হবে না। নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গবর্নিং বডির সভাপতি আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, বন্দর ইউএনও শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।

মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২০ , ২৪ পৌষ ১৪২৬, ১০ জমাদিউল আউয়াল ১৪৪১

‘পুঁথিগত বিদ্যায় জীবনের মোড় ঘুরবে না’

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

পুঁথিগত বিদ্যায় জীবনের মোড় ঘুরবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতিতে এখন শুধুমাত্র অনার্স, মাস্টার্স, এমএ, বিএ পাশ করলেই কর্মসংস্থান অর্জন সম্ভব না। পুথিঁগত বিদ্যা দিয়ে জীবনের মোড় ঘুরবে না।’ গত রোববার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ উৎসবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, উচ্চশিক্ষা অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ নিতে হবে। উচ্চশিক্ষা লাইসেন্স হলেও এটি দিয়ে জীবিকা অর্জন হবে না। নাজিম উদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের গবর্নিং বডির সভাপতি আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, জেলা শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, বন্দর ইউএনও শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।