এনটিভিতে আজ ধারাবাহিক নাটক ‘রূপ’

এনটিভিতে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে আমেরিকা ও থাইল্যান্ডে চিত্রায়িত ৫২ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রূপ’ এর তৃতীয় পর্ব। নাটকটি প্রতি সপ্তাহের রোববার ও সোমবার প্রচার হচ্ছে। শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরী’র যৌথ রচনায় নাটকটির চিত্রনাট্য করেছেন হৃদি হক এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। অভিনয়ে- তৌকির আহমেদ, সাজু খাদেম, জাকিয়া বারি মম, হৃদি হক, লিটু আনাম, সানজিদা প্রীতি, এফ এস নাঈম, আসিব চৌধুরী, তানজিকা আমিন, আইরিন পারভিন লোপা প্রমূখ। ‘অনেকেরই ধারণা আমেরিকা মানেই স্বপ্নের দেশ। কোনভাবে একবার যেতে পারলেই হয়, সব সমস্যার সমাধান। নীরাও জানত না তার গন্তব্য কি হতে চলেছে। মনের গভীরে তৃষ্ণা ছিল, আমেরিকা প্রবাসী ফিরোজকে বিয়ে করে জীবনের অপূর্ণতাগুলো পূরণ করবে।

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

এনটিভিতে আজ ধারাবাহিক নাটক ‘রূপ’

বিনোদন প্রতিবেদক |

image

এনটিভিতে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে আমেরিকা ও থাইল্যান্ডে চিত্রায়িত ৫২ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রূপ’ এর তৃতীয় পর্ব। নাটকটি প্রতি সপ্তাহের রোববার ও সোমবার প্রচার হচ্ছে। শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরী’র যৌথ রচনায় নাটকটির চিত্রনাট্য করেছেন হৃদি হক এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। অভিনয়ে- তৌকির আহমেদ, সাজু খাদেম, জাকিয়া বারি মম, হৃদি হক, লিটু আনাম, সানজিদা প্রীতি, এফ এস নাঈম, আসিব চৌধুরী, তানজিকা আমিন, আইরিন পারভিন লোপা প্রমূখ। ‘অনেকেরই ধারণা আমেরিকা মানেই স্বপ্নের দেশ। কোনভাবে একবার যেতে পারলেই হয়, সব সমস্যার সমাধান। নীরাও জানত না তার গন্তব্য কি হতে চলেছে। মনের গভীরে তৃষ্ণা ছিল, আমেরিকা প্রবাসী ফিরোজকে বিয়ে করে জীবনের অপূর্ণতাগুলো পূরণ করবে।