ভালোবাসা দিবসে আসছে কাজী সোমা’র গান

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পেশাগতভাবে সঙ্গীত পরিবেশন করে আসছেন বি. বাড়িয়ার বাঞ্ছারামপুরের মেয়ে কাজী সোমা। ওস্তাব সঞ্জীব দে’র কাছে টানা পাঁচ বছর গানে নিজেকে গড়ে তুলেই পেশাগতভাবে সঙ্গীতকে বেছে নিয়েছেন তিনি।

২০০৬ সাল থেকে দেশের নানা অঞ্চলে স্টেজ শো করেছেন সোমা। তবে স্টেজ শো’তে গান করলেও এবারের ভালোবাসা দিবসে তার একটি গান প্রকাশ পাবে বলে জানিয়েছেন কাজী সোমা। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর সঙ্গীত করছেন নাজির মাহমুদ। শীঘ্রই গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণ করে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

কাজী সোমা জানান গানের কথা হচ্ছে ‘চিঠি দিলাম পত্র দিলাম দিলাম টেলিফোন, তবুও আমি পাইলামনারে নিঠুর বন্ধুর মন’। সোমা বলেন, ‘শীঘ্রই গানটির জন্য ভয়েস দিবো। আশা করছি ছোট বড় সব বয়সী শ্রোতা দর্শকের গানটি ভীষণ ভালোলাগবে।’ কাজী সোমার বাবা মরহুম কাজী আতাউর রহমান ও মা হাসনা বেগম। তার একমাত্র সন্তান ফারহান রেজা স্বপ্ন। এদিকে আজ কাজী সোমার জন্মদিন। জন্মদিনে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাবেন তিনি।

সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ , ২৯ পৌষ ১৪২৬, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪১

ভালোবাসা দিবসে আসছে কাজী সোমা’র গান

বিনোদন প্রতিবেদক |

image

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পেশাগতভাবে সঙ্গীত পরিবেশন করে আসছেন বি. বাড়িয়ার বাঞ্ছারামপুরের মেয়ে কাজী সোমা। ওস্তাব সঞ্জীব দে’র কাছে টানা পাঁচ বছর গানে নিজেকে গড়ে তুলেই পেশাগতভাবে সঙ্গীতকে বেছে নিয়েছেন তিনি।

২০০৬ সাল থেকে দেশের নানা অঞ্চলে স্টেজ শো করেছেন সোমা। তবে স্টেজ শো’তে গান করলেও এবারের ভালোবাসা দিবসে তার একটি গান প্রকাশ পাবে বলে জানিয়েছেন কাজী সোমা। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর সঙ্গীত করছেন নাজির মাহমুদ। শীঘ্রই গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণ করে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

কাজী সোমা জানান গানের কথা হচ্ছে ‘চিঠি দিলাম পত্র দিলাম দিলাম টেলিফোন, তবুও আমি পাইলামনারে নিঠুর বন্ধুর মন’। সোমা বলেন, ‘শীঘ্রই গানটির জন্য ভয়েস দিবো। আশা করছি ছোট বড় সব বয়সী শ্রোতা দর্শকের গানটি ভীষণ ভালোলাগবে।’ কাজী সোমার বাবা মরহুম কাজী আতাউর রহমান ও মা হাসনা বেগম। তার একমাত্র সন্তান ফারহান রেজা স্বপ্ন। এদিকে আজ কাজী সোমার জন্মদিন। জন্মদিনে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাবেন তিনি।