ক্ষণগণনা : আর ৬১ দিন

‘মুজিববর্ষ’ উদযাপনে নানা আয়োজনের মধ্যে খেলাধুলায় প্রথম প্রতিযোগিতার যাত্রা শুরু হচ্ছে আজ। মুজিববর্ষে ক্রীড়ায় প্রায় ১০০টি ইভেন্টের আয়োজন করা হয়েছে। আজ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ইভেন্টগুলোর বাদ্য বাজবে। এটিই হলো- ‘মুজিববর্ষে’র আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর প্রথম আয়োজন।

গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতির শততম জন্মবার্ষিকী। এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৬১ দিন। ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এক বছরকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও নানা কর্মসূচি পালন করবে। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মুজিববর্ষে’ নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতাকে স্বরণ করবে।

১৫ থেকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৬ জাতির ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এ অংশ নিচ্ছে এশিয়া ও আফ্রিকার দল। এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা ও গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। আর আফ্রিকার তিন দেশ হচ্ছে বুরুন্ডি, মরিসাস ও সিসেলস। জাতির জনকের নামের এই টুর্নামেন্টের এটি ষষ্ঠ আয়োজন।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর টুর্নামেন্ট। আমরা অবশ্যই ভালো খেলে দেশকে ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করব।’ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।

বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ , ১ মাঘ ১৪২৬, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪১

ক্ষণগণনা : আর ৬১ দিন

নিজস্ব বার্তা পরিবেশক |

‘মুজিববর্ষ’ উদযাপনে নানা আয়োজনের মধ্যে খেলাধুলায় প্রথম প্রতিযোগিতার যাত্রা শুরু হচ্ছে আজ। মুজিববর্ষে ক্রীড়ায় প্রায় ১০০টি ইভেন্টের আয়োজন করা হয়েছে। আজ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ইভেন্টগুলোর বাদ্য বাজবে। এটিই হলো- ‘মুজিববর্ষে’র আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর প্রথম আয়োজন।

গত ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কাউন্টডাউন (ক্ষণগণনা) ঘড়ি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতির শততম জন্মবার্ষিকী। এ হিসেবে ‘মুজিববর্ষ’ শুরু হতে আর বাকি ৬১ দিন। ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এক বছরকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করবে সরকার। দলীয়ভাবে আওয়ামী লীগও নানা কর্মসূচি পালন করবে। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘মুজিববর্ষে’ নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতাকে স্বরণ করবে।

১৫ থেকে ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৬ জাতির ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এ অংশ নিচ্ছে এশিয়া ও আফ্রিকার দল। এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা ও গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। আর আফ্রিকার তিন দেশ হচ্ছে বুরুন্ডি, মরিসাস ও সিসেলস। জাতির জনকের নামের এই টুর্নামেন্টের এটি ষষ্ঠ আয়োজন।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর টুর্নামেন্ট। আমরা অবশ্যই ভালো খেলে দেশকে ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করব।’ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।