বাসি কাবাব-গ্রিল বিক্রি করায় জরিমানা

রাজধানীর রমনায় অবস্থিত নামকরা দুটি রেস্টুরেন্ট ফুড হাট ও চিটাগাং হোটেল। প্রতিষ্ঠান দুটির রান্না ঘরে প্রবেশ করেই দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। চারদিকে ময়লা খাবারের ওপর ঘুরছে তেলাপোকা। বাসি শিক কাবাব, গ্রিল চিকেন, সমুচা ও শরমা বিক্রয়ের উদ্দেশে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করে রেখেছে। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ অবস্থা দেখতে পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আবদুল জব্বার মণ্ডল জানান, আজ রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ‘ফুড হাট’ এর রান্না ঘর নোংরা অবস্থায় পাওয়া যায়। তাদের খাবারে ওপর তেলাপোকা ঘুরছে। প্রতিষ্ঠানটি রান্না করা খাবার বাসি সমুচা বিক্রয়ের উদ্দেশে খোলা অবস্থায় ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে রেখেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ , ১১ মাঘ ১৪২৬, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

ভোক্তা অধিকার কর্তৃপক্ষের অভিযান

বাসি কাবাব-গ্রিল বিক্রি করায় জরিমানা

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

রাজধানীর রমনায় অবস্থিত নামকরা দুটি রেস্টুরেন্ট ফুড হাট ও চিটাগাং হোটেল। প্রতিষ্ঠান দুটির রান্না ঘরে প্রবেশ করেই দেখা যায় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। চারদিকে ময়লা খাবারের ওপর ঘুরছে তেলাপোকা। বাসি শিক কাবাব, গ্রিল চিকেন, সমুচা ও শরমা বিক্রয়ের উদ্দেশে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করে রেখেছে। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ অবস্থা দেখতে পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আবদুল জব্বার মণ্ডল জানান, আজ রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ‘ফুড হাট’ এর রান্না ঘর নোংরা অবস্থায় পাওয়া যায়। তাদের খাবারে ওপর তেলাপোকা ঘুরছে। প্রতিষ্ঠানটি রান্না করা খাবার বাসি সমুচা বিক্রয়ের উদ্দেশে খোলা অবস্থায় ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে রেখেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।