শিল্পকলায় থিয়েটারের ‘বারামখানা’ মঞ্চায়ন আজ

ফকির লালন সাঁইজির জীবন, কর্ম, চিন্তা ও দর্শন নিয়ে রচিত ‘বারামখানা’ নাটকটি আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। খ্যাতিমান নাটকের দল ‘থিয়েটার’ প্রযোজিত, পান্থ শাহরিয়ার-এর রচনায় নাটকটি নির্দেশনা দিচ্ছেন ত্রপা মজুমদার। ত্রপা বলেন-‘লালন এক বিশাল ক্ষেত্র-জানার জন্য, বোঝার জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসটি পড়ার পর লালন সাঁইকে নিয়ে মঞ্চে কাজ করার আগ্রহ তৈরি হয়। লালনের জীবনটাই যেন একটা নাটক। নানা উৎস থেকে পাওয়া তথ্যের সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় নিজস্ব কল্পনা মিশিয়ে লালনের জীবনকে এক অসাধারণ সাহিত্যরূপ দিয়েছেন। উপন্যাসটি পড়ে পান্থ শাহিরয়ার মঞ্চের জন্য নাটক লিখতে রাজি হলেন। শুরু হলো আমাদের অনুসন্ধানী যাত্রা । কিছু পড়াশোনা, লালন আখড়া ঘোরা আর কিছু মানুষের সঙ্গে কথা বলা আমাদের ভাবনাকে নিয়ে গেল মনের মানুষ উপন্যাস থেকে আরও অনেকটা সামনে। নিজেদের মনে হাজারো প্রশ্ন জেগেছে । এর মধ্য থেকে কিছুটা দর্শকের সামনে তুলে ধরার তাগিদ অনুভব করলাম। আর এই ভাবনা থেকেই তৈরি হলো বারামখানা’। ত্রপা আরও বলেন, ‘বারামখানা কোন গবেষণাপত্র নয়। কেউ যদি এ থেকে সত্য-মিথ্যা যাচাই করতে চান, তবে তাদের বিনীতভাবে বলব, আমাদের উদ্দেশ্য ডকুমেন্টেশন নয়, আমরা লালনকে তুলে ধরেছি একটি প্রতীক হিসেবে। এ দেশে কীভাবে সবকিছুকেই নিজস্ব স্বার্থে ব্যবহার করে, তা নিয়ে রাজনীতি হয়, বাণিজ্য চলে এসব তুলে ধরাই আমাদের লক্ষ্য’।

image

‘বারামখানা’ নাটকের একটি দৃশ্য -সংবাদ

আরও খবর
বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্র
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়
চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে কাজ করতে হবে শিক্ষামন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন আইন অনুমোদন
ডে কেয়ার সেন্টার স্থাপনে নিবন্ধন বাধ্যতামূলক
বিএনপি আচরণবিধি লংঘন করেছে তথ্যমন্ত্রী
একে আজাদের সম্পদের তথ্য চেয়ে নোটিশ
নোয়াখালীতে ৫ যুবলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট
পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর আহত ১৫
উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি দুদক কমিশনার
জমে উঠেছে শিশু চলচ্চিত্র উৎসব
শরীয়ত বয়াতির মুক্তি দাবি উদীচীর সমাবেশ
কলাকেন্দ্রে শিল্পী হাবীবের একক চিত্র প্রদর্শনী

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ , ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

শিল্পকলায় থিয়েটারের ‘বারামখানা’ মঞ্চায়ন আজ

সাংস্কৃতিক বার্তা পরিবেশক |

image

‘বারামখানা’ নাটকের একটি দৃশ্য -সংবাদ

ফকির লালন সাঁইজির জীবন, কর্ম, চিন্তা ও দর্শন নিয়ে রচিত ‘বারামখানা’ নাটকটি আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। খ্যাতিমান নাটকের দল ‘থিয়েটার’ প্রযোজিত, পান্থ শাহরিয়ার-এর রচনায় নাটকটি নির্দেশনা দিচ্ছেন ত্রপা মজুমদার। ত্রপা বলেন-‘লালন এক বিশাল ক্ষেত্র-জানার জন্য, বোঝার জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাসটি পড়ার পর লালন সাঁইকে নিয়ে মঞ্চে কাজ করার আগ্রহ তৈরি হয়। লালনের জীবনটাই যেন একটা নাটক। নানা উৎস থেকে পাওয়া তথ্যের সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় নিজস্ব কল্পনা মিশিয়ে লালনের জীবনকে এক অসাধারণ সাহিত্যরূপ দিয়েছেন। উপন্যাসটি পড়ে পান্থ শাহিরয়ার মঞ্চের জন্য নাটক লিখতে রাজি হলেন। শুরু হলো আমাদের অনুসন্ধানী যাত্রা । কিছু পড়াশোনা, লালন আখড়া ঘোরা আর কিছু মানুষের সঙ্গে কথা বলা আমাদের ভাবনাকে নিয়ে গেল মনের মানুষ উপন্যাস থেকে আরও অনেকটা সামনে। নিজেদের মনে হাজারো প্রশ্ন জেগেছে । এর মধ্য থেকে কিছুটা দর্শকের সামনে তুলে ধরার তাগিদ অনুভব করলাম। আর এই ভাবনা থেকেই তৈরি হলো বারামখানা’। ত্রপা আরও বলেন, ‘বারামখানা কোন গবেষণাপত্র নয়। কেউ যদি এ থেকে সত্য-মিথ্যা যাচাই করতে চান, তবে তাদের বিনীতভাবে বলব, আমাদের উদ্দেশ্য ডকুমেন্টেশন নয়, আমরা লালনকে তুলে ধরেছি একটি প্রতীক হিসেবে। এ দেশে কীভাবে সবকিছুকেই নিজস্ব স্বার্থে ব্যবহার করে, তা নিয়ে রাজনীতি হয়, বাণিজ্য চলে এসব তুলে ধরাই আমাদের লক্ষ্য’।