গুরুতর অসুস্থ চীনা নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গুরুতর অসুস্থ চীনা নাগরিক জিয়াংচুকে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়াংচু নীলফামারীর সৈয়দপুরে উত্তরা ইপিজেডে কর্মরত। করোনা ইউনিটের মেডিকেল বোর্ডের মুখপাত্র ডা. নারায়ন চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর ইপিজেডে কর্মরত নারী চীনা নাগরিক জিয়াংচু গত ৪ ফ্রেব্রুয়ারি চীন থেকে বিমানযোগে বাংলাদেশে আসেন। সেখান থেকে সরাসরি কর্মস্থল উত্তরা ইপিজেডে যান। গত দু’দিন ধরে সর্দিজ্বর ও বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে চিকিৎসায় অবস্থার পরিবর্তন না হওয়ায় এবং গতকাল সকাল থেকে গুরতর অসুস্থ হয়ে পড়ায় তাকে দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করনা ইউনিটে ভর্তি করা হয়।

করনা ইউনিটের মুখপাত্র ডা. নারায়ন চন্দ্র জানান, তার চিকিৎসা চলছে। বিষয়টি ঢাকার আইসিডিআর এ জানানো হয়েছে। সেখান থেকে বিশেষজ্ঞ দল এসে রক্ত, কফসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোন মন্তব্য করা যাবে না।

সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ , ৪ ফল্গুন ১৪২৬, ২২ জমাদিউল সানি ১৪৪১

করোনাভাইরাস

গুরুতর অসুস্থ চীনা নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গুরুতর অসুস্থ চীনা নাগরিক জিয়াংচুকে গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়াংচু নীলফামারীর সৈয়দপুরে উত্তরা ইপিজেডে কর্মরত। করোনা ইউনিটের মেডিকেল বোর্ডের মুখপাত্র ডা. নারায়ন চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর ইপিজেডে কর্মরত নারী চীনা নাগরিক জিয়াংচু গত ৪ ফ্রেব্রুয়ারি চীন থেকে বিমানযোগে বাংলাদেশে আসেন। সেখান থেকে সরাসরি কর্মস্থল উত্তরা ইপিজেডে যান। গত দু’দিন ধরে সর্দিজ্বর ও বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে চিকিৎসায় অবস্থার পরিবর্তন না হওয়ায় এবং গতকাল সকাল থেকে গুরতর অসুস্থ হয়ে পড়ায় তাকে দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করনা ইউনিটে ভর্তি করা হয়।

করনা ইউনিটের মুখপাত্র ডা. নারায়ন চন্দ্র জানান, তার চিকিৎসা চলছে। বিষয়টি ঢাকার আইসিডিআর এ জানানো হয়েছে। সেখান থেকে বিশেষজ্ঞ দল এসে রক্ত, কফসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোন মন্তব্য করা যাবে না।