মঞ্চ অভিনেতা কামাল

অভিনেতা কাজী সালিমুল হক কামাল এর মঞ্চ ও টেলিভিশন অভিনয় নিয়ে আলাপচারিতা। মঞ্চ এবং টেলিভিশন মিডিয়ায় অভিনয় নিয়ে বর্তমান ব্যস্ত। বর্তমানে ঢাকা থিয়েটারে কাজ করছেন। তাছাড়া দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন কয়েকটা দলে। মঞ্চেও কাজ করছেন নিয়মিত। এর আগে মান্নান হিরা স্যারের রচনায়, নাসির উদ্দিন বাচ্চু স্যারের নির্দেশনায় পথনাটক শিকারি” তে কাজ করেছেন তিনি।

তাছাড়াও কন্ঠনালিতে সূর্য, অনৈতিহাসিক, জলকুমারী। কিন্তু মঞ্চে নিয়মিত অভিনয় করলেও তার স্বপ্ন বরাবরই সিনেমা এবং টেলিভিশনে অভিনয়। মফস্বলে বেড়ে ওঠা এই নব্য অভিনেতা ছোটবেলা থেকেই যুক্ত আছেন নাটকের সঙ্গে। মাগুরা জেলার মহম্মদপুরে তার বেড়ে ওঠা। পড়ালেখার পাশাপাশি অভিনয়ের স্বপ্ন নিয়ে চলে আসেন ঢাকায়। তারপর কাজ শুরু করেন তীরন্দাজ নাট্যদলের সঙ্গে। এরপর অনেক নির্মাতার সঙ্গেই কাজ করেছে প্রায় ৬ বছর। খন্ড নাটক, ধারাবাহিক, বিজ্ঞাপন এবং সিনেমা কাজ করছেন।

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ , ৭ ফল্গুন ১৪২৬, ২৫ জমাদিউল সানি ১৪৪১

মঞ্চ অভিনেতা কামাল

বিনোদন প্রতিবেদক |

image

অভিনেতা কাজী সালিমুল হক কামাল এর মঞ্চ ও টেলিভিশন অভিনয় নিয়ে আলাপচারিতা। মঞ্চ এবং টেলিভিশন মিডিয়ায় অভিনয় নিয়ে বর্তমান ব্যস্ত। বর্তমানে ঢাকা থিয়েটারে কাজ করছেন। তাছাড়া দীর্ঘদিন মঞ্চে কাজ করেছেন কয়েকটা দলে। মঞ্চেও কাজ করছেন নিয়মিত। এর আগে মান্নান হিরা স্যারের রচনায়, নাসির উদ্দিন বাচ্চু স্যারের নির্দেশনায় পথনাটক শিকারি” তে কাজ করেছেন তিনি।

তাছাড়াও কন্ঠনালিতে সূর্য, অনৈতিহাসিক, জলকুমারী। কিন্তু মঞ্চে নিয়মিত অভিনয় করলেও তার স্বপ্ন বরাবরই সিনেমা এবং টেলিভিশনে অভিনয়। মফস্বলে বেড়ে ওঠা এই নব্য অভিনেতা ছোটবেলা থেকেই যুক্ত আছেন নাটকের সঙ্গে। মাগুরা জেলার মহম্মদপুরে তার বেড়ে ওঠা। পড়ালেখার পাশাপাশি অভিনয়ের স্বপ্ন নিয়ে চলে আসেন ঢাকায়। তারপর কাজ শুরু করেন তীরন্দাজ নাট্যদলের সঙ্গে। এরপর অনেক নির্মাতার সঙ্গেই কাজ করেছে প্রায় ৬ বছর। খন্ড নাটক, ধারাবাহিক, বিজ্ঞাপন এবং সিনেমা কাজ করছেন।