আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ নাটক ‘ভিন্ন জনস্রোত’

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের বিশেষ নাটক ‘ভিন্ন জন¯স্রোতে’-এ অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। জামাল হোসেনের ‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’ গল্প অবলম্বনে ‘ভিন্ন জন¯স্রোতে’ নাটকটি নির্মিত হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গেলো ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী রাজধানীর বিভিন্ন লোকশেন, গাজীপুরের পূবাইল ও খতিম খামার বাড়িতে নাটকটির বিভিন্ন দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘আমি মন দিয়ে এখন অভিনয় করার চেষ্টা করি। কাজটি করে আমি যেমন আনন্দিত, ঠিক তেমনি গর্বিতও বটে। কারণ এটি একুশের নাটক। আমাদের ভাষা সংগ্রামের নাটক। নাটকটি আমার অভিনয় জীবনের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করবে। ’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, করভী মিজান, তানভীর’সহ আরো অনেকে। আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরটিভিতে প্রচারের জন্য ‘ভিন্ন জন¯স্রোতে’ নাটকটি নির্মিত হয়েছে। এরইমধ্যে পূর্ণিমা বৃষ্টি তপু খানের নির্দেশনায় সময়ের গল্প’র ‘ভুল প্রত্যাবর্তন’ নাটকের কাজও শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন কল্যাণ কোরাইয়া। এদিকে এরইমধ্যে তিনি ফরিদুল হাসানের নির্দেশনায় নতুন ধারাবাহিক নাটক ‘সুলতান ভাই’র কাজও শুরু করেছেন। চলতি বছরই মুক্তি পাবার কথা রয়েছে পূর্ণিমা বৃষ্টি অভিনীত প্রসূণ রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’ সিনেমাটি। শিগগিরই প্রচারে আসবে পূর্ণিমা বৃষ্টি অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘বিবাহ অ্যাটাক’ ধারাবাহিকটি।

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ , ৭ ফল্গুন ১৪২৬, ২৫ জমাদিউল সানি ১৪৪১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ নাটক ‘ভিন্ন জনস্রোত’

বিনোদন প্রতিবেদক |

image

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের বিশেষ নাটক ‘ভিন্ন জন¯স্রোতে’-এ অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। জামাল হোসেনের ‘একুশ ও সাদেকুজ্জামানের পরিবার’ গল্প অবলম্বনে ‘ভিন্ন জন¯স্রোতে’ নাটকটি নির্মিত হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গেলো ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী রাজধানীর বিভিন্ন লোকশেন, গাজীপুরের পূবাইল ও খতিম খামার বাড়িতে নাটকটির বিভিন্ন দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এই নাটকে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘আমি মন দিয়ে এখন অভিনয় করার চেষ্টা করি। কাজটি করে আমি যেমন আনন্দিত, ঠিক তেমনি গর্বিতও বটে। কারণ এটি একুশের নাটক। আমাদের ভাষা সংগ্রামের নাটক। নাটকটি আমার অভিনয় জীবনের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করবে। ’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, করভী মিজান, তানভীর’সহ আরো অনেকে। আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরটিভিতে প্রচারের জন্য ‘ভিন্ন জন¯স্রোতে’ নাটকটি নির্মিত হয়েছে। এরইমধ্যে পূর্ণিমা বৃষ্টি তপু খানের নির্দেশনায় সময়ের গল্প’র ‘ভুল প্রত্যাবর্তন’ নাটকের কাজও শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন কল্যাণ কোরাইয়া। এদিকে এরইমধ্যে তিনি ফরিদুল হাসানের নির্দেশনায় নতুন ধারাবাহিক নাটক ‘সুলতান ভাই’র কাজও শুরু করেছেন। চলতি বছরই মুক্তি পাবার কথা রয়েছে পূর্ণিমা বৃষ্টি অভিনীত প্রসূণ রহমান পরিচালিত ‘ঢাকা ড্রিম’ সিনেমাটি। শিগগিরই প্রচারে আসবে পূর্ণিমা বৃষ্টি অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘বিবাহ অ্যাটাক’ ধারাবাহিকটি।