রংপুরে

সাদ এরশাদ ও সিটি মেয়র মুখোমুখি

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিল

রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদ ও তার স্ত্রীকে লাঞ্চিত করার অভিযোগে জাতীয় পার্টি নেতা টিটোকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবিতে পল্লী নিবাস ঘেরাও ও বিক্ষোভের ঘটনায় পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন সাদ এরশাদ ও রংপুর সিটি মেয়র মোস্তফা। দু’পক্ষই পরস্পরকে দায়ী করে বিচার দাবি করেছেন।

গ্রেফতারকৃত জাপা নেতা টিটোর মুক্তির দাবিতে নগরীতে সিটি মেয়র মোস্তফার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় পার্টির নেতা কর্মীরা। তারা ২৪ ঘণ্টার এরমধ্যে টিটোর মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। গতকাল বেলা ১২ টার দিকে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহানগর জাতীয় পার্টির নেতারা। উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মহানগর যুব সংহতির সভাপতি জাকির সম্পাদক শান্তি কাদেরীসহ জেলা মহানগর জাপার নেতা কর্মীরা।

সম্মেলনে সিটি মেয়র মোস্তফা অভিযোগ করেন, সাদ এরশাদ এমপি নির্বাচিত হবার পর দলের নেতা কর্মীদের মূল্যায়ন করেন না। কাউকে পল্লী নিবাস বাসায় যেতে দেন না। কিছু সুবিধাবাদি বহিরাগত ব্যাক্তিদের নিয়ে একটি বলয় তৈরি করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মহানগর জাপার ২৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক টিপু সুলতান টিটো একটি ডিও লেটারে স্বাক্ষর নেবার জন্য সাদ এরশাদের বাড়িতে গেলে সেই ডিও লেটার ছিড়ে ফেলা হয়। শুধু তাই নয় পুলিশ ডেকে তাকে পুলিশে তুলে দেয়া হয়। সাদ এরশাদের বিভিন্ন অপকর্মে অতীষ্ঠ দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। টিপু সুলতান জাপার নিবেদিতপ্রাণ নেতা। তাকে পুলিশের হাতে তুলে দিয়ে চরম অবিচার করা হয়েছে। তারা তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। পরে লকডাউন উপেক্ষা করে জাপার নেতা-কর্মীরা সাদ এরশাদের বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ করে।

এদিকে দুপুর দেড়টায় নগরীর দর্শনা এলাকায় পল্লী নিবাস বাসভবনে সাদ এরশাদ ও তার স্ত্রী সংবাদ সম্মেলন করেন। সাদ এরশাদ অভিযোগ করেন ‘আমার বাবা এরশাদ মারা যাবার পর এখানকার কিছু নেতা চায়না এরশাদের পরিবারের লোকজন এখানে রাজনীতি করুক। কিছু নেতা আছেন তারা তাদের কথা মতো আমাকে চলতে বলেন।’ মঙ্গলবার ডিও লেটারে স্বাক্ষর করিনি বলে আমাকে ও আমার স্ত্রীকে লাঞ্চিত করা হয়েছে। এ সময় সাদ এরশাদের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন আমাকে লাঞ্চিত করা হলো, অশালীন ভাষায় গালি দেয়া হলো, এর কি বিচার নেই। তবে সাদ এরশাদের সংবাদ সম্মেলনে তার স্ত্রী ছাড়া জাপার একজনও নেতাকর্মী ছিলেন না। এর কারণ জানতে চাইলে সাদ বলেন ওরা এক পক্ষ হয়ে গেছে।

এদিকে মঙ্গলবার রাতে পুলিশের হাতে আটক মহানগর জাতীয় পার্টির ২৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক টিপু সুলতার টিটো বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাজহাট থানায় আটক ছিলেন। এ ব্যাপারে ওই থানার ওসি রোকনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সাদ এরশাদের পক্ষে থানায় একটি সাধারন ডায়েরি করা হলেও সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে আটক জাপা নেতা টিটোর পক্ষে মহানগর জাপার সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম একটি অভিযোগ দিয়েছেন। এটিও সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি জানান যেহেতু কোন মামলা হয়নি, সে কারণে টিটোকে দলের লোকজন জিম্মায় নিয়ে যেতে পারেন। তারপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদের নগরীর পল্লী নিবাস বাসভবনে জাপা নেতা টিটো একটি ডিও লেটারে স্বাক্ষর নেবার জন্য সেখানে অবস্থানরত রংপুর সদর ৩ আসনের এমপি সাদ এরমাদের কাছে যান। সেখানে তার এপিএস প্রিন্স ডিও লেটারটি ছিড়ে ফেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতা কর্মীরা সাদ এরশাদকে লাঞ্চিত করে বলে সাদ এরশাদের অভিযোগ। পরে পুলিশ এসে জাপা নেতা টিটোকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে রংপুর সিটি মেয়র ও মহানগর জাপা সভাপতি মোস্তফার নেতৃত্বে শত শত নেতাকর্মী পল্লী নিবাস, বাসা ঘেরাও করে মধ্য রাত পর্যন্ত বিক্ষোভ করে। পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

image

রংপুর : লকডাউন ভেঙে নগরীতে বিক্ষোভ মিছিল - সংবাদ

আরও খবর
একজনের বদলে অন্যজন হাজতে : দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের
কোর্ট পরিচালনায় স্বাস্থ্যবিধি প্রণয়নের নির্দেশ চেয়ে রিট
রাজস্ব বিভাগের কর্মকর্তার মৃত্যু
যুক্তরাষ্ট্রে আটকে পড়াদের ফেরতে বিশেষ ফ্লাইট ৬ জুন
বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ কৃষকরা আতঙ্কের মাঝে ধান কাটছে
ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কুমেকের যাত্রা শুরু
নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে আগামী শিক্ষাবর্ষে
প্রকৌশলী বদলি নিয়ে ইইডিতে তুলকালাম কাণ্ড
বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেফতার
এক কোটি তিন লাখ টাকা অতিরিক্ত বিল, সহকারী প্রকৌশলী সাসপেন্ড
ভৈরবে মানবপাচারকারী দলের ৩ দালাল গ্রেফতার
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
১৪ হতদরিদ্রের চাল চার বছর ধরে ভোগ করছে তিন ইউপি সদস্য
করোনায় আর্তমানবতার সেবায় ‘সময় ফাউন্ডেশন’

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ , ২১ জৈষ্ঠ ১৪২৭, ১১ শাওয়াল ১৪৪১

রংপুরে

সাদ এরশাদ ও সিটি মেয়র মুখোমুখি

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন বিক্ষোভ মিছিল

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

image

রংপুর : লকডাউন ভেঙে নগরীতে বিক্ষোভ মিছিল - সংবাদ

রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদ ও তার স্ত্রীকে লাঞ্চিত করার অভিযোগে জাতীয় পার্টি নেতা টিটোকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তি দাবিতে পল্লী নিবাস ঘেরাও ও বিক্ষোভের ঘটনায় পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন সাদ এরশাদ ও রংপুর সিটি মেয়র মোস্তফা। দু’পক্ষই পরস্পরকে দায়ী করে বিচার দাবি করেছেন।

গ্রেফতারকৃত জাপা নেতা টিটোর মুক্তির দাবিতে নগরীতে সিটি মেয়র মোস্তফার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় পার্টির নেতা কর্মীরা। তারা ২৪ ঘণ্টার এরমধ্যে টিটোর মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। গতকাল বেলা ১২ টার দিকে নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহানগর জাতীয় পার্টির নেতারা। উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক মহানগর যুব সংহতির সভাপতি জাকির সম্পাদক শান্তি কাদেরীসহ জেলা মহানগর জাপার নেতা কর্মীরা।

সম্মেলনে সিটি মেয়র মোস্তফা অভিযোগ করেন, সাদ এরশাদ এমপি নির্বাচিত হবার পর দলের নেতা কর্মীদের মূল্যায়ন করেন না। কাউকে পল্লী নিবাস বাসায় যেতে দেন না। কিছু সুবিধাবাদি বহিরাগত ব্যাক্তিদের নিয়ে একটি বলয় তৈরি করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় মহানগর জাপার ২৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক টিপু সুলতান টিটো একটি ডিও লেটারে স্বাক্ষর নেবার জন্য সাদ এরশাদের বাড়িতে গেলে সেই ডিও লেটার ছিড়ে ফেলা হয়। শুধু তাই নয় পুলিশ ডেকে তাকে পুলিশে তুলে দেয়া হয়। সাদ এরশাদের বিভিন্ন অপকর্মে অতীষ্ঠ দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। টিপু সুলতান জাপার নিবেদিতপ্রাণ নেতা। তাকে পুলিশের হাতে তুলে দিয়ে চরম অবিচার করা হয়েছে। তারা তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। পরে লকডাউন উপেক্ষা করে জাপার নেতা-কর্মীরা সাদ এরশাদের বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ করে।

এদিকে দুপুর দেড়টায় নগরীর দর্শনা এলাকায় পল্লী নিবাস বাসভবনে সাদ এরশাদ ও তার স্ত্রী সংবাদ সম্মেলন করেন। সাদ এরশাদ অভিযোগ করেন ‘আমার বাবা এরশাদ মারা যাবার পর এখানকার কিছু নেতা চায়না এরশাদের পরিবারের লোকজন এখানে রাজনীতি করুক। কিছু নেতা আছেন তারা তাদের কথা মতো আমাকে চলতে বলেন।’ মঙ্গলবার ডিও লেটারে স্বাক্ষর করিনি বলে আমাকে ও আমার স্ত্রীকে লাঞ্চিত করা হয়েছে। এ সময় সাদ এরশাদের স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন আমাকে লাঞ্চিত করা হলো, অশালীন ভাষায় গালি দেয়া হলো, এর কি বিচার নেই। তবে সাদ এরশাদের সংবাদ সম্মেলনে তার স্ত্রী ছাড়া জাপার একজনও নেতাকর্মী ছিলেন না। এর কারণ জানতে চাইলে সাদ বলেন ওরা এক পক্ষ হয়ে গেছে।

এদিকে মঙ্গলবার রাতে পুলিশের হাতে আটক মহানগর জাতীয় পার্টির ২৭ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক টিপু সুলতার টিটো বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাজহাট থানায় আটক ছিলেন। এ ব্যাপারে ওই থানার ওসি রোকনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সাদ এরশাদের পক্ষে থানায় একটি সাধারন ডায়েরি করা হলেও সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে আটক জাপা নেতা টিটোর পক্ষে মহানগর জাপার সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম একটি অভিযোগ দিয়েছেন। এটিও সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়েছে। তিনি জানান যেহেতু কোন মামলা হয়নি, সে কারণে টিটোকে দলের লোকজন জিম্মায় নিয়ে যেতে পারেন। তারপরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত জাপা চেয়ারম্যান এরশাদের নগরীর পল্লী নিবাস বাসভবনে জাপা নেতা টিটো একটি ডিও লেটারে স্বাক্ষর নেবার জন্য সেখানে অবস্থানরত রংপুর সদর ৩ আসনের এমপি সাদ এরমাদের কাছে যান। সেখানে তার এপিএস প্রিন্স ডিও লেটারটি ছিড়ে ফেলে। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতা কর্মীরা সাদ এরশাদকে লাঞ্চিত করে বলে সাদ এরশাদের অভিযোগ। পরে পুলিশ এসে জাপা নেতা টিটোকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে রংপুর সিটি মেয়র ও মহানগর জাপা সভাপতি মোস্তফার নেতৃত্বে শত শত নেতাকর্মী পল্লী নিবাস, বাসা ঘেরাও করে মধ্য রাত পর্যন্ত বিক্ষোভ করে। পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।