পরিবেশ সংরক্ষণে যত্নবান হলে ভাইরাস থেকে সুরক্ষা দেয়া সহজ হতো : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ সংরক্ষণে সবাই আরও যত্নবান হলে রোগ-বালাই ও ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেয়া সহজ হতো। গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে গাছের চারা রোপণকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির এ সময়ে প্রকৃতি ও পরিবেশের স্বাচ্ছন্দ্য বিকাশ এবং বন্যপ্রাণীর নির্ভয় বিচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে স্বাভাবিক অবস্থায় আমরা পরিবেশের প্রতি কতটা নির্দয় আচরণ করি। চলমান মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির দেশব্যাপী ১০০ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়ার কথাও এ সময় জানান ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন আজ :

চট্টগ্রামের বেসরকারি মা ও শিশু হাসপাতালে আজ দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে টেলি-কনফারেন্সের মাধ্যমে করোনা ইউনিট উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন টেলি-কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকার কথা রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আগামীকাল থেকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা শুরু হবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। করোনা রোগীদের চিকিৎসার জন্য এ হাসপাতালে ১০টি আইসিইউ বেডের সুবিধা ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুৎ করা হয়েছে। শীঘ্রই এখানে করোনার নমুনা পরীক্ষা শুরু করা হবে।

আরও খবর
মশক নিধন কার্যক্রম শুরু আজ থেকে
বিশিষ্ট চিকিৎসক ডা. গোলাম কিবরিয়ার মৃত্যু
আম পরিবহনে ‘ম্যাংগো’ স্পেশাল ট্রেন
মানবিক সহায়তায় ৯ হাজার টন চাল ও ৬ কোটি টাকা বরাদ্দ
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে দুদক চেয়ারম্যান
মন্দায় টিকে থাকতে কৃষিখাতের ওপর জোর দিতে হবে মির্জা ফখরুল
চেয়ারম্যান রাঢ়ী গ্রেফতার
প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা তালিকায় বিত্তশালীদের নাম
জেলেরা নেই জেলে তালিকায়
গোয়েন্দা পুলিশের ওপর হামলা, ৮ আসামি ছিনতাই
হোটেল-মোটেল খোলার প্রস্তুতি
স্নানযাত্রা উৎসব পালিত
সাত দিনেও মামলা নেয়নি পুলিশ
করোনা পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠান, তিন জনকে জরিমানা
কক্সবাজার ‘রেড জোনে’ আবারও লকডাউন

শনিবার, ০৬ জুন ২০২০ , ২৩ জৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

পরিবেশ সংরক্ষণে যত্নবান হলে ভাইরাস থেকে সুরক্ষা দেয়া সহজ হতো : তথ্যমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক |

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ সংরক্ষণে সবাই আরও যত্নবান হলে রোগ-বালাই ও ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেয়া সহজ হতো। গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে নিজের সরকারি বাসভবনে গাছের চারা রোপণকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির এ সময়ে প্রকৃতি ও পরিবেশের স্বাচ্ছন্দ্য বিকাশ এবং বন্যপ্রাণীর নির্ভয় বিচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে স্বাভাবিক অবস্থায় আমরা পরিবেশের প্রতি কতটা নির্দয় আচরণ করি। চলমান মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির দেশব্যাপী ১০০ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়ার কথাও এ সময় জানান ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধন আজ :

চট্টগ্রামের বেসরকারি মা ও শিশু হাসপাতালে আজ দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে টেলি-কনফারেন্সের মাধ্যমে করোনা ইউনিট উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন টেলি-কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকার কথা রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আগামীকাল থেকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা শুরু হবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। করোনা রোগীদের চিকিৎসার জন্য এ হাসপাতালে ১০টি আইসিইউ বেডের সুবিধা ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুৎ করা হয়েছে। শীঘ্রই এখানে করোনার নমুনা পরীক্ষা শুরু করা হবে।