২৫৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ইতালি গেলেন

করোনার কারণে আটকেপড়া ২৫৯ জন বাংলাদেশি নাগরিককে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (চার্টার) ইতালি পাঠানো হয়েছে। তারা করোনাভাইরাস শুরু হওয়ার আগে বাংলাদেশে এসেছিলেন। গতকাল দুপুর ১২টা ৫ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ইতালির রোমের উদ্দেশে রওনা হন বলে বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে করে ঢাকা থেকে ২৮৭ বাংলাদেশি ইতালি যান। ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত শ্রমিকদের ফিরিয়ে নিতে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ।

এদিকে কোভিড-১৯ মহামারীকালীন যাত্রীদের সময় চাহিদার ভিন্নতার কারণে অভ্যন্তরীণ রুটে পরিবর্তিত সময় অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করছে। বর্তমানে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, যশোরে ৫টি, সৈয়দপুরে ৪টি এবং সিলেট রুটে ২টি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। প্রত্যেক রুটেই সবরকমের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, যেকোন পরিবহনের তুলনায় সময় বিবেচনায় এয়ারলাইন্স সেক্টরে সবধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে ইউএস-বাংলা। স্বল্প পরিসরে অভ্যন্তরীণ রুটে আকাশপথে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে চট্টগ্রামে সকাল ৭টা, বেলা ১১টা ৩০ মিনিটে, দুপুর ৩টা ১৫ মিনিট, সন্ধ্যা ৭টা এবং রাত ৮টা ৩০মিনিটে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ৮টা ২৫ মিনিট, দুপুর ১২টা ৫৫মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট, রাত ৮টা ২৫ মিনিট ও ৯টা ৫৫ মিনিটে। ঢাকা থেকে যশোরে সকাল ৯টা ১৫ মিনিটে, দুপুর ১টা ৪৫ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ১০টা ৩০ মিনিট, বেলা ৩টা, ৩টা ৪৫ মিনিট, বিকেল ৫টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ঢাকা থেকে সৈয়দপুর সকাল ৮টা ৩০ মিনিট, ১০টা, দুপুর ১টা ও বিকেল ৫টা ৩০ মিনিটে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ১০টা, বেলা ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায়। ঢাকা থেকে সিলেটে সকাল ৯টা ১৫ মিনিট ও বিকেল ৪টায় ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ১০টা ৩৫ মিনিট ও বিকেল ৫টা ২০ মিনিটে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। এরমধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। খুব শীঘ্রই ঢাকা থেকে রাজশাহী, বরিশাল ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রত্যাশা করছে ইউএস-বাংলা। এছাড়া আন্তর্জাতিক রুট ঢাকা থেকে গুয়াংজু সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলার কার্গো ও স্পেশাল ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে।

আরও খবর
ধান-চাল কেনায় অনিয়ম করলে ব্যবস্থা : খাদ্যমন্ত্রী
ভিসা অন-অ্যারাইভাল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে কৃষিমন্ত্রী
জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি অপপ্রচারে ব্যস্ত কাদের
নির্মূল কমিটির তিন চিকিৎসক করোনা আক্রান্ত
দাম কম, বিক্রি নিয়ে বিপাকে পাহাড়ের কৃষকরা
তালিকায় ইউপি চেয়ারম্যানের ৫১ আত্মীয়র নাম
রংপুরে ট্রাকসহ ব্রিজ ধসে মহাসড়কে যান চলাচল বন্ধ
৭১ শতাংশ হাসপাতালে করোনা সুরক্ষা নেই রিজভী
ইউপি চেয়ারম্যানসহ ১১ সদস্য বরখাস্ত
পাহাড় ধসের আশঙ্কা সচেতনতায় মাইকিং
আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ : পাল্টাপাল্টি মামলা
শত কোটি টাকার পাথর নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
লকডাউন ঘোষণার আগেই ব্যাংক কার্যক্রম বন্ধ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ , ৪ আষাঢ় ১৪২৭, ২৫ শাওয়াল ১৪৪১

করোনায় আটকেপড়া

২৫৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ইতালি গেলেন

নিজস্ব বার্তা পরিবেশক |

করোনার কারণে আটকেপড়া ২৫৯ জন বাংলাদেশি নাগরিককে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (চার্টার) ইতালি পাঠানো হয়েছে। তারা করোনাভাইরাস শুরু হওয়ার আগে বাংলাদেশে এসেছিলেন। গতকাল দুপুর ১২টা ৫ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ইতালির রোমের উদ্দেশে রওনা হন বলে বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে করে ঢাকা থেকে ২৮৭ বাংলাদেশি ইতালি যান। ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত শ্রমিকদের ফিরিয়ে নিতে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ।

এদিকে কোভিড-১৯ মহামারীকালীন যাত্রীদের সময় চাহিদার ভিন্নতার কারণে অভ্যন্তরীণ রুটে পরিবর্তিত সময় অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করছে। বর্তমানে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, যশোরে ৫টি, সৈয়দপুরে ৪টি এবং সিলেট রুটে ২টি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। প্রত্যেক রুটেই সবরকমের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে ২,৫০০ টাকা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, যেকোন পরিবহনের তুলনায় সময় বিবেচনায় এয়ারলাইন্স সেক্টরে সবধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে ইউএস-বাংলা। স্বল্প পরিসরে অভ্যন্তরীণ রুটে আকাশপথে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে চট্টগ্রামে সকাল ৭টা, বেলা ১১টা ৩০ মিনিটে, দুপুর ৩টা ১৫ মিনিট, সন্ধ্যা ৭টা এবং রাত ৮টা ৩০মিনিটে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ৮টা ২৫ মিনিট, দুপুর ১২টা ৫৫মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট, রাত ৮টা ২৫ মিনিট ও ৯টা ৫৫ মিনিটে। ঢাকা থেকে যশোরে সকাল ৯টা ১৫ মিনিটে, দুপুর ১টা ৪৫ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ১০টা ৩০ মিনিট, বেলা ৩টা, ৩টা ৪৫ মিনিট, বিকেল ৫টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ঢাকা থেকে সৈয়দপুর সকাল ৮টা ৩০ মিনিট, ১০টা, দুপুর ১টা ও বিকেল ৫টা ৩০ মিনিটে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ১০টা, বেলা ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায়। ঢাকা থেকে সিলেটে সকাল ৯টা ১৫ মিনিট ও বিকেল ৪টায় ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। আবার সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে সকাল ১০টা ৩৫ মিনিট ও বিকেল ৫টা ২০ মিনিটে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। এরমধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। খুব শীঘ্রই ঢাকা থেকে রাজশাহী, বরিশাল ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রত্যাশা করছে ইউএস-বাংলা। এছাড়া আন্তর্জাতিক রুট ঢাকা থেকে গুয়াংজু সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলার কার্গো ও স্পেশাল ফ্লাইট পরিচালনা অব্যাহত আছে।