বাউফলে লকডাউন হয়নি দুইটি ব্যাংকের শাখা

পটুয়াখালীর বাউফল উপজেলা সোনালী ব্যাংক সদর শাখার ক্যাশিয়ার জয়নাল আবেদীন করোনার উপসর্গ নিয়ে গত শুক্রবার মারা যান। আপর দিকে বাউফল সদর জনতা ব্যাংক শাখার রেজাউল করিম নামের এক কর্মকর্তার করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে কোভিট-১৯ আরটিসিসি আর পরীক্ষার জন্য পাঠানো হয়। গত শনিবার রাতে তাদের দু জানারই রিপোর্ট পজেটিভ আসে। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বিধি অনুযায়ি ওই দুইটি ব্যাংকের শাখা লকডাউন করার কথা থাকলেও তা করা হয়নি। রবিবার দুপুরে সরেজমিন সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক বাউফল শাখায় গিয়ে দেখা গেছে, স্বাভাবিক নিয়মে লেনদেন চলছে। ব্যাংকের ভিতরে বিপুল সংখ্যক লোকজন। কোন সামাজিক দূরত্ব মানা হয়নি। সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক অমল সাহা বলেন এই ঘটনার পরে কর্তৃপক্ষের নির্দেশে মোতাবেক স্বাস্থ্যবিধী মেনে সীমিত আকারে অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছি । এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আখতারুজ্জামান বলেন,‘ এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি । তিনি কি ব্যবস্থা নিয়েছেন তা আমার জানা নেই।’ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন,‘ যেহেতু ব্যাংক দুইটি আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ৯ আষাঢ় ১৪২৭, ১ জিলকদ ১৪৪১

কর্মকর্তার মৃত্যু, শনাক্ত ১

বাউফলে লকডাউন হয়নি দুইটি ব্যাংকের শাখা

প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলা সোনালী ব্যাংক সদর শাখার ক্যাশিয়ার জয়নাল আবেদীন করোনার উপসর্গ নিয়ে গত শুক্রবার মারা যান। আপর দিকে বাউফল সদর জনতা ব্যাংক শাখার রেজাউল করিম নামের এক কর্মকর্তার করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে কোভিট-১৯ আরটিসিসি আর পরীক্ষার জন্য পাঠানো হয়। গত শনিবার রাতে তাদের দু জানারই রিপোর্ট পজেটিভ আসে। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। বিধি অনুযায়ি ওই দুইটি ব্যাংকের শাখা লকডাউন করার কথা থাকলেও তা করা হয়নি। রবিবার দুপুরে সরেজমিন সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক বাউফল শাখায় গিয়ে দেখা গেছে, স্বাভাবিক নিয়মে লেনদেন চলছে। ব্যাংকের ভিতরে বিপুল সংখ্যক লোকজন। কোন সামাজিক দূরত্ব মানা হয়নি। সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক অমল সাহা বলেন এই ঘটনার পরে কর্তৃপক্ষের নির্দেশে মোতাবেক স্বাস্থ্যবিধী মেনে সীমিত আকারে অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছি । এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আখতারুজ্জামান বলেন,‘ এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি । তিনি কি ব্যবস্থা নিয়েছেন তা আমার জানা নেই।’ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন,‘ যেহেতু ব্যাংক দুইটি আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’