স্বাস্থ্যবিধি অমান্যে ৩ জেলায় জরিমানা

বাগেরহাট

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি দোকান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ শহীদুল্লাহ জানান, গত শনিবার বিকেলে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ফুলতলা ও আলিপুর বাজারে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারের আদেশ অমান্য করে ১টি মুদি দোকান খোলা রাখার অপরাধে ও ৬ টি চা এর দোকানে ক্যারামবোর্ড খেলার অপরাধে মোট ৭টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এদের নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দোহার

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৩১ ব্যক্তিকে অর্থদ- প্রদান করেছে।

গত রোববার বিকেলে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার জয়পাড়া বাজার, দোহার বাজার, মেঘুলা বাজারে অভিযান চালিয়ে সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ব্যবসায়ী ও পথচারীকে ১৭ মামলায় ৩১ জনকে ৬ হাজার ৪শ’ টাকা অর্থদ- প্রদান করেন।

কিশোরগঞ্জ

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

করোনার বিস্তার রোধে মার্কেট ও শপিংমলসহ কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ১৭ জনের কাছ থেকে ৩৫ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছেন। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরে অপ্রয়োজনে ঘোরাফেরা করা, নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করা, লাইসেন্সবিহনী মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপারাধে এসব জরিমানা করেন। এ সময় মাস্কবিহীন মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণও করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ বিভাগ সহায়তা করে। প্রতিদিন এ ধরনের অভিযান পরিচালিত হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ৯ আষাঢ় ১৪২৭, ১ জিলকদ ১৪৪১

স্বাস্থ্যবিধি অমান্যে ৩ জেলায় জরিমানা

বাগেরহাট

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি দোকান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ শহীদুল্লাহ জানান, গত শনিবার বিকেলে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ফুলতলা ও আলিপুর বাজারে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারের আদেশ অমান্য করে ১টি মুদি দোকান খোলা রাখার অপরাধে ও ৬ টি চা এর দোকানে ক্যারামবোর্ড খেলার অপরাধে মোট ৭টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এদের নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দোহার

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৩১ ব্যক্তিকে অর্থদ- প্রদান করেছে।

গত রোববার বিকেলে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উপজেলার জয়পাড়া বাজার, দোহার বাজার, মেঘুলা বাজারে অভিযান চালিয়ে সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করা এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ব্যবসায়ী ও পথচারীকে ১৭ মামলায় ৩১ জনকে ৬ হাজার ৪শ’ টাকা অর্থদ- প্রদান করেন।

কিশোরগঞ্জ

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

করোনার বিস্তার রোধে মার্কেট ও শপিংমলসহ কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ১৭ জনের কাছ থেকে ৩৫ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছেন। রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও তাহমিনা সুলতানা নীলার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরে অপ্রয়োজনে ঘোরাফেরা করা, নির্ধারিত সময়ের পরও দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি অমান্য করা, লাইসেন্সবিহনী মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপারাধে এসব জরিমানা করেন। এ সময় মাস্কবিহীন মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণও করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ বিভাগ সহায়তা করে। প্রতিদিন এ ধরনের অভিযান পরিচালিত হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।