৫ জেলায় নতুন শনাক্ত ১৪১

গোপালগঞ্জে ২৩

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন । মারা গেছেন ৯ জন। গত সামবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

সুনামগঞ্জে ১২

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে আরও ১২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরে ৪ জন ও জামালগঞ্জে ৮ জন। জামালগঞ্জের ৮ জনের মধ্যে ৫ জনই পুরাতন। নতুন করে নমুনা পরীক্ষা করা হলে আবারও পজিটিভ আসে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা থেকে ৮৮টি পরীক্ষা করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন। মারা গেছেন ৪ জন এর মধ্যে ৩ জন ছাতক উপজেলার ও একজন জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।

ফরিদপুরে ৮০

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে ১১ পুলিশ সদস্য, র‌্যাব ও চিকিৎসকসহ আরও ৮০ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে ৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ফরিদপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৬৯ জন। ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে। এ বিভাগের চিকিৎসকসহ অনেক স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। তারপরও আমরা আমাদের মনোবল অটুট রেখে কাজ করে যাচ্ছি।

ঝালকাঠিতে ১৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় রবিবার রাত পর্যন্ত করোনাভাইরাসে একজন দন্ত চকিৎসকসহ নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছেন এবং ১ জনের মৃত্যু ঘটেছে। জেলায় এ পর্যন্ত ১৩৮ জন আক্রান্ত এবং ৬ জনের মৃত্যু হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৫২ জন সুস্থ হয়েছে। ঝালকাঠি জেলায় রবিবার দিন পর্যন্ত ১৪০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ১১৮৩ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১৩৮ জনের রিপোর্ট পজিটিভ ও ১০৫৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১০৫ দিনে এ পর্যন্ত ১২৮৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।

কিশোরগঞ্জে ৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে এবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ জন। সুস্থ হয়েছেন ২২ জন, আর মারা গেছেন একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে সদর উপজেলার ৩টি, ভৈরবে দু’টি ও কটিয়াদীর একটি নমুনা পজিটিভ হয়েছে। এছাড়া পুরনো দু’জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে বাকি ৮৬টি নমুনা। এদিন সুস্থ হওয়া ২২ জনের মধ্যে রয়েছেন কুলিয়ারচারে ৮ জন, হোসেনপুরে ৪ জন, সদর উপজেলা, ভৈরব ও বাজিতপুরে ৩ জন করে, আর ইটনায় একজন। এদিন ভৈরবের একজনের মৃত্যুর খবরও রয়েছে। রোববার আইসোলেশনে ছিলেন ৭৭০ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১০৮ জন।

বাউফলে ৬

প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে একদিনে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. আখতারুজ্জামান বলেন, করোনা উপসর্গ দেখা দিলে বিভিন্ন সময়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে গত শনিবার রাত ১০টার দিকে ওই রিপোর্টের মধ্য থেকে ৮ জনের রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে একজন পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক, একজন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী, একজন স্টাফ নার্স ও একজন ব্যাংকার রয়েছেন। আক্রান্ত অন্য দুইজনের বাড়ি কালাইয়া ও কাছিপাড়া ইউনিয়নের পাকঢাল গ্রামে। আক্রান্তেদের বয়স ৩০ থেকে ৫৮ বছরের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তে সংখ্য ৩৭ । এদের মধ্যে মারা গেছেন ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। অন্যরা সবাই হোম আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ , ৯ আষাঢ় ১৪২৭, ১ জিলকদ ১৪৪১

৫ জেলায় নতুন শনাক্ত ১৪১

গোপালগঞ্জে ২৩

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৩৬ জন । মারা গেছেন ৯ জন। গত সামবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

সুনামগঞ্জে ১২

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে আরও ১২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদরে ৪ জন ও জামালগঞ্জে ৮ জন। জামালগঞ্জের ৮ জনের মধ্যে ৫ জনই পুরাতন। নতুন করে নমুনা পরীক্ষা করা হলে আবারও পজিটিভ আসে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো নমুনা থেকে ৮৮টি পরীক্ষা করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন। মারা গেছেন ৪ জন এর মধ্যে ৩ জন ছাতক উপজেলার ও একজন জামালগঞ্জ উপজেলার বাসিন্দা।

ফরিদপুরে ৮০

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে ১১ পুলিশ সদস্য, র‌্যাব ও চিকিৎসকসহ আরও ৮০ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সুত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে ৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ফরিদপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৬৯ জন। ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ শক্তি নিয়ে কাজ করছে। এ বিভাগের চিকিৎসকসহ অনেক স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। তারপরও আমরা আমাদের মনোবল অটুট রেখে কাজ করে যাচ্ছি।

ঝালকাঠিতে ১৪

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় রবিবার রাত পর্যন্ত করোনাভাইরাসে একজন দন্ত চকিৎসকসহ নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছেন এবং ১ জনের মৃত্যু ঘটেছে। জেলায় এ পর্যন্ত ১৩৮ জন আক্রান্ত এবং ৬ জনের মৃত্যু হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৫২ জন সুস্থ হয়েছে। ঝালকাঠি জেলায় রবিবার দিন পর্যন্ত ১৪০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং এর মধ্যে ১১৮৩ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১৩৮ জনের রিপোর্ট পজিটিভ ও ১০৫৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় ১০৫ দিনে এ পর্যন্ত ১২৮৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।

কিশোরগঞ্জে ৬

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে এবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ জন। সুস্থ হয়েছেন ২২ জন, আর মারা গেছেন একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে সদর উপজেলার ৩টি, ভৈরবে দু’টি ও কটিয়াদীর একটি নমুনা পজিটিভ হয়েছে। এছাড়া পুরনো দু’জনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে বাকি ৮৬টি নমুনা। এদিন সুস্থ হওয়া ২২ জনের মধ্যে রয়েছেন কুলিয়ারচারে ৮ জন, হোসেনপুরে ৪ জন, সদর উপজেলা, ভৈরব ও বাজিতপুরে ৩ জন করে, আর ইটনায় একজন। এদিন ভৈরবের একজনের মৃত্যুর খবরও রয়েছে। রোববার আইসোলেশনে ছিলেন ৭৭০ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১০৮ জন।

বাউফলে ৬

প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে একদিনে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. আখতারুজ্জামান বলেন, করোনা উপসর্গ দেখা দিলে বিভিন্ন সময়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে গত শনিবার রাত ১০টার দিকে ওই রিপোর্টের মধ্য থেকে ৮ জনের রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে একজন পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক, একজন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী, একজন স্টাফ নার্স ও একজন ব্যাংকার রয়েছেন। আক্রান্ত অন্য দুইজনের বাড়ি কালাইয়া ও কাছিপাড়া ইউনিয়নের পাকঢাল গ্রামে। আক্রান্তেদের বয়স ৩০ থেকে ৫৮ বছরের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তে সংখ্য ৩৭ । এদের মধ্যে মারা গেছেন ৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। অন্যরা সবাই হোম আইসোলেশনে রয়েছেন।