‘স্মৃতির আল্পনা আঁকি’র আল্পনা চরিত্রে হিমি

মাসের পুরোটা সময়ই পড়াশনো নিয়ে ব্যস্ত থাকেন হিমি। তাই নাটকে অভিনয়ের ক্ষেত্রে গল্পটা যেমন তার মন মতো হওয়া চাই তেমনি চরিত্রটিও হতে হয় মনেরই মতোন। ঠিক তেমনি একটি চরিত্র পেয়েছেন তিনি শুরু হওয়া

নতুন ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’তে অভনয় করছেন হিমি। রাজধানীর অদূরে মানিকগঞ্জে এর শুটিং চলছে। মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির শীর্ষ পরিচালক মুরাদ পারভেজ। নাট্যরূপ ও সংলাপ রচনা করেছেন ওপেক্স ও সিনহা গ্রুপের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মাসুদুল হাসান শাওন। এই নাটকে আল্পনা চরিত্রে অভিনয় করছেন হিমি। হিমি বলেন, ‘স্মৃতির আল্পনা আঁকি ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মুরাদ ভাইয়ের নির্দেশনায় আমার কাজ করা শুরু। অনেক কেয়ারিং একটি ইউনিট। ধারাবাহিকটিতে আমি শিক্ষিত পরিবারের শিক্ষিত এক মেয়ে আল্পনা চরিত্রে অভিনয় করছি। আমার সঙ্গে প্রেম থাকে মুসলমান পরিবারের ছেলে আরমানের। কিন্তু বিয়ে হয় অন্য একটি ছেলের সঙ্গে। এখন পর্যন্ত ধারাবাহিকটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার। আমি আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ এই ধারাবাহিকে হিমির বিপরীতে অভিনয় করছেন নিলয় আলমগীর ও শিপনমিত্র। শিগগরিই ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার শুরু হবে বলে জানান হিমি। এদিকে গেলো ঈদে দুটি নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। নাটক দুটো হচ্ছে শামস করিমের ‘ওগো বধূ সুন্দরী’ এবং সাখাওয়াত মানিকের ‘বিয়ের প্রস্তুতি’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্যাম বানেগালের বায়োপিকে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন হিমি। গেলো ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বায়োপিক’র কাজ শুরু হবার কথা ছিলো। কিন্তু করোনা’র কারণে সারাদেশে লকডাউন শুরু হয়ে যাওয়ায় বায়োপিক’র কাজ শুরুর সময় অনিশ্চিত হয়ে যায়। তবে হিমি’র অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এই বায়োপিক’এ অভিনয় করার সুযোগ পাওয়া বলে জানালেন। এদিকে হিমি তাহের শিপনের নির্দেশনায় একটি সচেতনতামূলক তথ্যচিত্রে অভিনয় করেছেন। ২০১৪ সালে একটি রিয়েলিটি শো’তে প্রতিযোগিতার মধ্যদিয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছিলেন হিমি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা রেশমী মিত্রের ‘হঠাৎ দেখা’। ৪ অক্টোবর জন্মনেয়া হিমি এই মুহূর্তে পারিবারিকভাবেও দারুণ সময় কাটাচ্ছেন কারণ, দীর্ঘ আট বছর পর তার বাবা দেশের বাইরে থেকে ফিরেছেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২০ , ২৮ জিলহজ ১৪৪১, ০৪ ভাদ্র ১৪২৭

‘স্মৃতির আল্পনা আঁকি’র আল্পনা চরিত্রে হিমি

বিনোদন প্রতিবেদক |

image

মাসের পুরোটা সময়ই পড়াশনো নিয়ে ব্যস্ত থাকেন হিমি। তাই নাটকে অভিনয়ের ক্ষেত্রে গল্পটা যেমন তার মন মতো হওয়া চাই তেমনি চরিত্রটিও হতে হয় মনেরই মতোন। ঠিক তেমনি একটি চরিত্র পেয়েছেন তিনি শুরু হওয়া

নতুন ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’তে অভনয় করছেন হিমি। রাজধানীর অদূরে মানিকগঞ্জে এর শুটিং চলছে। মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির শীর্ষ পরিচালক মুরাদ পারভেজ। নাট্যরূপ ও সংলাপ রচনা করেছেন ওপেক্স ও সিনহা গ্রুপের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মাসুদুল হাসান শাওন। এই নাটকে আল্পনা চরিত্রে অভিনয় করছেন হিমি। হিমি বলেন, ‘স্মৃতির আল্পনা আঁকি ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে মুরাদ ভাইয়ের নির্দেশনায় আমার কাজ করা শুরু। অনেক কেয়ারিং একটি ইউনিট। ধারাবাহিকটিতে আমি শিক্ষিত পরিবারের শিক্ষিত এক মেয়ে আল্পনা চরিত্রে অভিনয় করছি। আমার সঙ্গে প্রেম থাকে মুসলমান পরিবারের ছেলে আরমানের। কিন্তু বিয়ে হয় অন্য একটি ছেলের সঙ্গে। এখন পর্যন্ত ধারাবাহিকটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার। আমি আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ এই ধারাবাহিকে হিমির বিপরীতে অভিনয় করছেন নিলয় আলমগীর ও শিপনমিত্র। শিগগরিই ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার শুরু হবে বলে জানান হিমি। এদিকে গেলো ঈদে দুটি নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। নাটক দুটো হচ্ছে শামস করিমের ‘ওগো বধূ সুন্দরী’ এবং সাখাওয়াত মানিকের ‘বিয়ের প্রস্তুতি’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্যাম বানেগালের বায়োপিকে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন হিমি। গেলো ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বায়োপিক’র কাজ শুরু হবার কথা ছিলো। কিন্তু করোনা’র কারণে সারাদেশে লকডাউন শুরু হয়ে যাওয়ায় বায়োপিক’র কাজ শুরুর সময় অনিশ্চিত হয়ে যায়। তবে হিমি’র অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এই বায়োপিক’এ অভিনয় করার সুযোগ পাওয়া বলে জানালেন। এদিকে হিমি তাহের শিপনের নির্দেশনায় একটি সচেতনতামূলক তথ্যচিত্রে অভিনয় করেছেন। ২০১৪ সালে একটি রিয়েলিটি শো’তে প্রতিযোগিতার মধ্যদিয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছিলেন হিমি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা রেশমী মিত্রের ‘হঠাৎ দেখা’। ৪ অক্টোবর জন্মনেয়া হিমি এই মুহূর্তে পারিবারিকভাবেও দারুণ সময় কাটাচ্ছেন কারণ, দীর্ঘ আট বছর পর তার বাবা দেশের বাইরে থেকে ফিরেছেন।