নতুন ধারাবাহিক নাটকে বাহার

নতুন একটি ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত হলেন এস এম কামরুল বাহার। চ্যানেল আইয়ের জন্য তৈরি হচ্ছে ‘ডিগবাজি’ নামের এই নাটকটি। এটি রচনা করছেন নাহিদ নিয়াজী রিপন ও সুজিত বিশ্বাস, পরিচালনা করছেন সুজিত বিশ্বাস। নাটকে বাহার বাদে আরও অভিনয় করছেন- আখম হাসান, সাজু খাদেম, কচি খন্দকার, মিলন ভট্ট, আরফান, দিলু খান, রিমি করিম, সুবর্ন মজুমদার, বাদল, হাসিমন, সুজিত বিশ্বাস, আমিত হাসান সহ অনেকে। বাহার বলেন, ‘করোনার সময় একেবারে ঘরে বসে থাকিনি, গানের রেওয়াজ করে গত ঈদে ‘ও আমার জান’ শিরোনামে একটি গান ইউটিউবে রিলিজ করেছি, গানটি শ্রোতারা শুনছে, আমিও আশাবাদি, আমার অভিনীত সুপার ডুপার হিট ধারাবাহিক নাটক চাপাবাজ ইতিমধ্যে ৫৩৩পর্ব প্রচারিত হয়েছে, বর্তমানে বাংলাদেশের নাটকের মধ্যে সব চ্যানেল টিআর পি তবে একনম্বরে আছে, আরো বেশ কয়েকটি নতুন ধারাবাহিক কাজ করছি, ভালো কাজ করে ভালো মানুষ হয়ে পৃথিবীরতে বেঁচে থাকতে চাই। চাপাবাজ বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে, রচনা, পরিচালনা হাসান জাহাঙ্গীর।

বুধবার, ১৯ আগস্ট ২০২০ , ২৮ জিলহজ ১৪৪১, ০৪ ভাদ্র ১৪২৭

নতুন ধারাবাহিক নাটকে বাহার

বিনোদন প্রতিবেদক |

image

নতুন একটি ধারাবাহিক নাটকের সঙ্গে যুক্ত হলেন এস এম কামরুল বাহার। চ্যানেল আইয়ের জন্য তৈরি হচ্ছে ‘ডিগবাজি’ নামের এই নাটকটি। এটি রচনা করছেন নাহিদ নিয়াজী রিপন ও সুজিত বিশ্বাস, পরিচালনা করছেন সুজিত বিশ্বাস। নাটকে বাহার বাদে আরও অভিনয় করছেন- আখম হাসান, সাজু খাদেম, কচি খন্দকার, মিলন ভট্ট, আরফান, দিলু খান, রিমি করিম, সুবর্ন মজুমদার, বাদল, হাসিমন, সুজিত বিশ্বাস, আমিত হাসান সহ অনেকে। বাহার বলেন, ‘করোনার সময় একেবারে ঘরে বসে থাকিনি, গানের রেওয়াজ করে গত ঈদে ‘ও আমার জান’ শিরোনামে একটি গান ইউটিউবে রিলিজ করেছি, গানটি শ্রোতারা শুনছে, আমিও আশাবাদি, আমার অভিনীত সুপার ডুপার হিট ধারাবাহিক নাটক চাপাবাজ ইতিমধ্যে ৫৩৩পর্ব প্রচারিত হয়েছে, বর্তমানে বাংলাদেশের নাটকের মধ্যে সব চ্যানেল টিআর পি তবে একনম্বরে আছে, আরো বেশ কয়েকটি নতুন ধারাবাহিক কাজ করছি, ভালো কাজ করে ভালো মানুষ হয়ে পৃথিবীরতে বেঁচে থাকতে চাই। চাপাবাজ বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে, রচনা, পরিচালনা হাসান জাহাঙ্গীর।