করোনায় একদিনে আরও ২৬ মৃত্যু শনাক্ত ১৫৪৪

করোনায় সশস্ত্র বাহিনীতে আক্রান্ত ১২ হাজার, মৃত্যু ১৫৮

দেশে গত একদিনে এ ভাইরাসে আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৩৯ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৪৪ জনের। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জনে।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমে জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৭৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন হয়েছে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯১টি। একদিনে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৩ হাজার ৮৪৬ জন (৭৭ দশমিক ৮৭ শতাংশ) ও নারী ১ হাজার ৯৩ জন (২২ দশমিক ১৩ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।

বিভাগ অনুযায়ী, গত একদিনে করোনায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন ও রংপুরে একজন র?য়ে?ছেন।

বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৯ লাখ ৫৭ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৮তম অবস্থানে।

করোনায় সশস্ত্র বাহিনীতে আক্রান্ত ১২ হাজার মৃত্যু ১৫৮ জন

করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনা নৌ ও বিমান) ও পরিবারের সদস্যদের মধ্যে প্রায় ১২ হাজার আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ১৫৮ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর সর্বমোট ১১ হাজার ৯৭৮ জন সদস্য/পরিবাররা আক্রন্ত হয়েছেন। আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে ১১ হাজার ১৯৪ জন সম্পূর্ণ সুস্থ্য হয়ে নিজ নিজ কর্মস্থলে-আবাসস্থলে ফিরে গেছেন। বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত এক সম্পাহে সপ্তাহে (১২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত) সশস্ত্র বাহিনীর ৬৪৭ জন সদস্য ও তাদের পরিবারের কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। উল্লেখিত সময়ে ০১ জন কর্মরত সেনাসদস্য, ২ জন কর্মরত অসামরিক সদস্য এবং ৬৫ বয়স্ক, ৭ জন অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আইএসপিআর জানায়, ১৯ সেপ্টম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ১৫ জন কর্মকর্তা, সদস্য ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মতর অসামরিক সদস্যসহ সর্বমোট ১৫৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

image
আরও খবর
১৩ কর্মকর্তা দিয়ে চলছে বিস্ফোরক পরিদফতর
ওয়াসার এমডি পদে বিতর্কিতদের পুনর্নিয়োগ না দেয়ার আহ্বান ক্যাবের
ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ
শীতে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই প্রস্তুতি নিন : প্রধানমন্ত্রী
করোনা সন্দেহে কেউ এগিয়ে এলো না, রাস্তায় মৃত্যু হলো মুয়াজ্জিনের
ইউএনও ওয়াহিদার উপর হামলার দায় স্বীকার রবিউলের
সাবেক ওসি প্রদীপ ও স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
এক মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে ২০ হাজার মে. টন পিয়াজ
ভারত থেকে আসা অধিকাংশ পিয়াজই পচে গেছে
সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর
অঢেল সম্পদের মালিক স্বাস্থ্যের ড্রাইভার গ্রেফতার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ , ০১ মহররম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭

করোনায় একদিনে আরও ২৬ মৃত্যু শনাক্ত ১৫৪৪

করোনায় সশস্ত্র বাহিনীতে আক্রান্ত ১২ হাজার, মৃত্যু ১৫৮

image

দেশে গত একদিনে এ ভাইরাসে আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৩৯ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৪৪ জনের। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জনে।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমে জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ১৭৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন হয়েছে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯১টি। একদিনে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৩ হাজার ৮৪৬ জন (৭৭ দশমিক ৮৭ শতাংশ) ও নারী ১ হাজার ৯৩ জন (২২ দশমিক ১৩ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১৭ জন।

বিভাগ অনুযায়ী, গত একদিনে করোনায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন ও রংপুরে একজন র?য়ে?ছেন।

বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৭৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা পেরিয়ে গেছে ৯ লাখ ৫৭ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৮তম অবস্থানে।

করোনায় সশস্ত্র বাহিনীতে আক্রান্ত ১২ হাজার মৃত্যু ১৫৮ জন

করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনা নৌ ও বিমান) ও পরিবারের সদস্যদের মধ্যে প্রায় ১২ হাজার আক্রান্ত হয়েছেন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ১৫৮ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর সর্বমোট ১১ হাজার ৯৭৮ জন সদস্য/পরিবাররা আক্রন্ত হয়েছেন। আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের মধ্যে ১১ হাজার ১৯৪ জন সম্পূর্ণ সুস্থ্য হয়ে নিজ নিজ কর্মস্থলে-আবাসস্থলে ফিরে গেছেন। বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত এক সম্পাহে সপ্তাহে (১২ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত) সশস্ত্র বাহিনীর ৬৪৭ জন সদস্য ও তাদের পরিবারের কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। উল্লেখিত সময়ে ০১ জন কর্মরত সেনাসদস্য, ২ জন কর্মরত অসামরিক সদস্য এবং ৬৫ বয়স্ক, ৭ জন অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আইএসপিআর জানায়, ১৯ সেপ্টম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মরত ১৫ জন কর্মকর্তা, সদস্য ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মতর অসামরিক সদস্যসহ সর্বমোট ১৫৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।