হাঙ্গেরী সাইবার আক্রমণের কবলে

‘রুশ, চীনা এবং ভিয়েতনামিজ হ্যাকাররা হাঙ্গেরিয়ান আর্থিক সংস্থাগুলোকে লক্ষ্য করে ডিডিওএস আক্রমণ চালানোর চেষ্টা করেছে। পাশাপাশি তারা মেগার টেলিকমের নেটওয়ার্ককেও স্থবির করে দেয়ারও চেষ্টা করেছে। সঙ্গে যোগ করেছে মেগার টেলিকম এবং শক্তিশালী সাইবার আক্রমণের কবলে পড়েছিল হাঙ্গেরির আর্থিক সংস্থা ও টেলিকম কাঠামো। দেশটির মেগা টেলিকম জানিয়েছে, রাশিয়া, চীন ও ভিয়েতনামে অবস্থিত কম্পিউটার সার্ভার থেকে চালানো হয়েছিল হামলাটি। সিএনএন, রয়টার্স।

পুরো আক্রমণটি ছিল ডিস্ট্রিবিউটেড-ডিনায়াল-অফ-সার্ভিস (ডিডিওএস) ধাঁচের। এ ধরনের হামলায় প্রচুর ডেটা ট্রাফিক পাঠিয়ে কোন নেটওয়ার্ককে স্থবির করে দেয়ার চেষ্টা করে হ্যাকাররা। মেগার টেলিকম জানিয়েছে, সাম্প্রতিক আক্রমণে ডেটা পাঠানোর হার গতানুগতিক ডিডিওএস আক্রমণের চেয়ে দশগুণ বেশি ছিল। প্রতিষ্ঠানটি বলেছে, ‘সে হিসেবে, এটি হাঙ্গেরিতে হওয়া সবচেয়ে বড় সাইবার আক্রমণগুলোর একটি- আকৃতিগত দিক থেকে, জটিলতার দিক থেকেও।’

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯ মহররম ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭

হাঙ্গেরী সাইবার আক্রমণের কবলে

‘রুশ, চীনা এবং ভিয়েতনামিজ হ্যাকাররা হাঙ্গেরিয়ান আর্থিক সংস্থাগুলোকে লক্ষ্য করে ডিডিওএস আক্রমণ চালানোর চেষ্টা করেছে। পাশাপাশি তারা মেগার টেলিকমের নেটওয়ার্ককেও স্থবির করে দেয়ারও চেষ্টা করেছে। সঙ্গে যোগ করেছে মেগার টেলিকম এবং শক্তিশালী সাইবার আক্রমণের কবলে পড়েছিল হাঙ্গেরির আর্থিক সংস্থা ও টেলিকম কাঠামো। দেশটির মেগা টেলিকম জানিয়েছে, রাশিয়া, চীন ও ভিয়েতনামে অবস্থিত কম্পিউটার সার্ভার থেকে চালানো হয়েছিল হামলাটি। সিএনএন, রয়টার্স।

পুরো আক্রমণটি ছিল ডিস্ট্রিবিউটেড-ডিনায়াল-অফ-সার্ভিস (ডিডিওএস) ধাঁচের। এ ধরনের হামলায় প্রচুর ডেটা ট্রাফিক পাঠিয়ে কোন নেটওয়ার্ককে স্থবির করে দেয়ার চেষ্টা করে হ্যাকাররা। মেগার টেলিকম জানিয়েছে, সাম্প্রতিক আক্রমণে ডেটা পাঠানোর হার গতানুগতিক ডিডিওএস আক্রমণের চেয়ে দশগুণ বেশি ছিল। প্রতিষ্ঠানটি বলেছে, ‘সে হিসেবে, এটি হাঙ্গেরিতে হওয়া সবচেয়ে বড় সাইবার আক্রমণগুলোর একটি- আকৃতিগত দিক থেকে, জটিলতার দিক থেকেও।’