গাছ কেটে কারাগারে ইউপি চেয়ারম্যান

ভূমি অফিসের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাইগাছা থানার ওসি মো. এজাজ শফি বলেন, পাইকগাছার লতা ইউনিয়ন ভূমি অফিসের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে বুধবার ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাদিরা সুলতানা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও শ্রমিক উত্তম কুমারকে আসামি করে পাইগাছা থানায় মামলা করেন।

গাছের মূল্য অন্তত ১৫ হাজার টাকা।

এ মামলায় বুধবার সাড়ে ৩টার দিকে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

গাছ উদ্ধার ও অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ , ০৯ অগ্রহায়ণ ১৪২৭, ০৯ রবিউস সানি ১৪৪২

খুলনায়

গাছ কেটে কারাগারে ইউপি চেয়ারম্যান

খুলনা ব্যুরো

ভূমি অফিসের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাইগাছা থানার ওসি মো. এজাজ শফি বলেন, পাইকগাছার লতা ইউনিয়ন ভূমি অফিসের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে বুধবার ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাদিরা সুলতানা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও শ্রমিক উত্তম কুমারকে আসামি করে পাইগাছা থানায় মামলা করেন।

গাছের মূল্য অন্তত ১৫ হাজার টাকা।

এ মামলায় বুধবার সাড়ে ৩টার দিকে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

গাছ উদ্ধার ও অন্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।