সাওল হার্ট সেন্টার উদ্বোধন

বিশ্বের বৃহত্তম নন-সার্জিক্যাল চেইন হার্ট কেয়ার সাওল হার্ট সেন্টার লি.-এর সিলেট শাখা উদ্বোধন হয়েছে। গতকাল সকালে মীরবক্সটুলা, খয়রুন ভবনের দ্বিতীয় তলায় সাওল হার্ট সেন্টার লি.-এর ১০০তম ও সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর ৩য় শাখাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান- কবি মোহন রায়হান বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে হৃদরোগ মুক্ত রাখার স্বাস্থ্য আন্দোলন হিসেবেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সাওল হার্ট সেন্টার। তিনি বলেন, ৬০ বছরের প্রচলিত বাইপাস সার্জারি পদ্ধতির পরিবর্তে বিনা অপারেশনে হৃদরোগ মুক্তি কথাটা শুনে এক সময় আমার বন্ধুরাও চমকে উঠতেন! গত ১২ বছরে আমরা তাদের কাছে সেটা বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছি।

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ , ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

সিলেটে

সাওল হার্ট সেন্টার উদ্বোধন

প্রতিনিধি, সিলেট

বিশ্বের বৃহত্তম নন-সার্জিক্যাল চেইন হার্ট কেয়ার সাওল হার্ট সেন্টার লি.-এর সিলেট শাখা উদ্বোধন হয়েছে। গতকাল সকালে মীরবক্সটুলা, খয়রুন ভবনের দ্বিতীয় তলায় সাওল হার্ট সেন্টার লি.-এর ১০০তম ও সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর ৩য় শাখাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান- কবি মোহন রায়হান বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় মানুষকে হৃদরোগ মুক্ত রাখার স্বাস্থ্য আন্দোলন হিসেবেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সাওল হার্ট সেন্টার। তিনি বলেন, ৬০ বছরের প্রচলিত বাইপাস সার্জারি পদ্ধতির পরিবর্তে বিনা অপারেশনে হৃদরোগ মুক্তি কথাটা শুনে এক সময় আমার বন্ধুরাও চমকে উঠতেন! গত ১২ বছরে আমরা তাদের কাছে সেটা বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছি।