আসছে খন্দকার ইসমাইলের ‘বস’

এবার ‘বস’ হয়ে আছেন খন্দকার ইসমাইল। ‘দ্য বস’ শিরোনামের একটি নাটকে তাকে এমন চরিত্রে দেখা যাবে বলে জানান। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন তিনি নিজেই। এছাড়া বিভিন্ন চরিত্রে আরো আছেন মানসী প্রকৃতি, ঝুনা চৌধুরী, বড়দা মিঠু’ ও তারেক স্বপনসহ অনেকে। নাটকটি রচনা করেছেন মানসুরা নবী। আসছে ভালোবাসা দিবসের জন্য এটি নির্মাণ করেছেন বলে জানান ইসমাইল। তিনি বলেন, আমাদের এই সময়ে যেসব নাটক নির্মাণ হচ্ছে এটি তেমন নয়। আজকাল নাটকে ভাষা বিকৃতি, অশালীন সংলাপজুড়ে দেওয়া হচ্ছে। আমি চেষ্টা করেছি এসবের বাইরে ভালো কিছু নির্মাণ করার। অনেকই আমাকে উপস্থাপক হিসেবেই চিনেন। তবে আমি উপস্থাপনা শুরু করার আগে বাংলাদেশ টেলিভিশনে কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেই ধারাবাহিকতায় এখন অভিনয়ে ফিরেছি। প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনে খন্দকার ইসমালের উপস্থাপনায় ‘বহুরুপী’ ও ‘আড্ডা’ অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয় ছিল। বর্তমানে তিনি এটিএন বাংলায় ‘স্মাইল শো’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন।

সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ , ১১ মাঘ ১৪২৭, ১১ জমাদিউস সানি ১৪৪২

আসছে খন্দকার ইসমাইলের ‘বস’

বিনোদন প্রতিবেদক |

image

এবার ‘বস’ হয়ে আছেন খন্দকার ইসমাইল। ‘দ্য বস’ শিরোনামের একটি নাটকে তাকে এমন চরিত্রে দেখা যাবে বলে জানান। সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন তিনি নিজেই। এছাড়া বিভিন্ন চরিত্রে আরো আছেন মানসী প্রকৃতি, ঝুনা চৌধুরী, বড়দা মিঠু’ ও তারেক স্বপনসহ অনেকে। নাটকটি রচনা করেছেন মানসুরা নবী। আসছে ভালোবাসা দিবসের জন্য এটি নির্মাণ করেছেন বলে জানান ইসমাইল। তিনি বলেন, আমাদের এই সময়ে যেসব নাটক নির্মাণ হচ্ছে এটি তেমন নয়। আজকাল নাটকে ভাষা বিকৃতি, অশালীন সংলাপজুড়ে দেওয়া হচ্ছে। আমি চেষ্টা করেছি এসবের বাইরে ভালো কিছু নির্মাণ করার। অনেকই আমাকে উপস্থাপক হিসেবেই চিনেন। তবে আমি উপস্থাপনা শুরু করার আগে বাংলাদেশ টেলিভিশনে কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেই ধারাবাহিকতায় এখন অভিনয়ে ফিরেছি। প্রসঙ্গত, বাংলাদেশ টেলিভিশনে খন্দকার ইসমালের উপস্থাপনায় ‘বহুরুপী’ ও ‘আড্ডা’ অনুষ্ঠানটি দারুণ জনপ্রিয় ছিল। বর্তমানে তিনি এটিএন বাংলায় ‘স্মাইল শো’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন।