কালকিনিতে মামলা হামলার প্রতিবাদ

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে পরিবেশ বিনষ্টের পায়তারার অভিযোগে ও আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং তাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সোহেল রানা মিঠু জানান, পৌরসভা নির্বাচনে দুই দিন পূর্বে যে শান্তিমূলক পরিবেশ বজায় ছিল আজ তা হুমকির মুখে। প্রতীক বরাদ্দের পর সকল প্রার্থীর অংশগ্রহণে যেখানে উৎসাহ উদ্দীপনায় প্রচার প্রচারণার কাজ এগিয়ে চলার কথা সেখানে কতিপয় অসৎ আদর্শহীন লোকের ষড়যন্ত্রের মুখে এ মূহূর্তে একটি অশান্ত ও ভীতির পরিবেশ বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। নৌকার প্রার্থীর লোকজনেরা শান্তির পরিবেশ অশান্ত করছে। আমার ৩৭ জন নিরহ কর্মী ও আত্মীয়স্বজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে থানায় একটি মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সেখানে উল্লেখ আছে যে, ৪০-৫০টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটা সম্পূর্ণ হাস্যকর ও কাল্পনিক। আমি প্রশাসনসহ সকলকে অনুরোধ করব শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সহযোগিতা করুন। শুক্রবার বিকেলে কালকিনির রামনগর এলাকায় প্রচারকালে হামলা চালিয়ে আমার ৪ জন কর্মীকে গুরুতর আহত করা হয়েছে। এ সময়ে আমার প্রচার মাইক ও ইজিবাইক ভাংচুর করার হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম হানিফ সরদারের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। এছাড়া তিনি শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান। এ বিষয়ে নৌকার প্রার্থীর মুঠোফোনে কল দিয়ে কথা বলতে চাইলে ব্যস্ততা দেখিয়ে তার এক কর্মী জানান তিনি পরে কথা বলবেন । এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, আমরা পুলিশ প্রশাসন সবসময় নির্বাচনী মাঠে ডিউটিতে রয়েছি। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেব না।

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী ২০২১ , ১৯ মাঘ ১৪২৭, ১৯ জমাদিউস সানি ১৪৪২

বিদ্রোহী প্রার্থীর সাংবাদিক সম্মেলন

কালকিনিতে মামলা হামলার প্রতিবাদ

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে পরিবেশ বিনষ্টের পায়তারার অভিযোগে ও আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং তাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সোহেল রানা মিঠু জানান, পৌরসভা নির্বাচনে দুই দিন পূর্বে যে শান্তিমূলক পরিবেশ বজায় ছিল আজ তা হুমকির মুখে। প্রতীক বরাদ্দের পর সকল প্রার্থীর অংশগ্রহণে যেখানে উৎসাহ উদ্দীপনায় প্রচার প্রচারণার কাজ এগিয়ে চলার কথা সেখানে কতিপয় অসৎ আদর্শহীন লোকের ষড়যন্ত্রের মুখে এ মূহূর্তে একটি অশান্ত ও ভীতির পরিবেশ বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। নৌকার প্রার্থীর লোকজনেরা শান্তির পরিবেশ অশান্ত করছে। আমার ৩৭ জন নিরহ কর্মী ও আত্মীয়স্বজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে থানায় একটি মিথ্যা ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সেখানে উল্লেখ আছে যে, ৪০-৫০টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটা সম্পূর্ণ হাস্যকর ও কাল্পনিক। আমি প্রশাসনসহ সকলকে অনুরোধ করব শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সহযোগিতা করুন। শুক্রবার বিকেলে কালকিনির রামনগর এলাকায় প্রচারকালে হামলা চালিয়ে আমার ৪ জন কর্মীকে গুরুতর আহত করা হয়েছে। এ সময়ে আমার প্রচার মাইক ও ইজিবাইক ভাংচুর করার হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম হানিফ সরদারের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। এছাড়া তিনি শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান। এ বিষয়ে নৌকার প্রার্থীর মুঠোফোনে কল দিয়ে কথা বলতে চাইলে ব্যস্ততা দেখিয়ে তার এক কর্মী জানান তিনি পরে কথা বলবেন । এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, আমরা পুলিশ প্রশাসন সবসময় নির্বাচনী মাঠে ডিউটিতে রয়েছি। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেব না।