বরুড়ায় আ’লীগের মেয়র প্রার্থী বিজয়ী

তৃতীয় ধাপে বরুড়া পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. বকতার হোসেন (নৌকা) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। গত শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনের সব কয়টি কেন্দ্রের ভোট গণনা শেষে রাত প্রায় ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আজহারুল ইসলাম। ফলাফল বিবরণী অনুযায়ী পৌর শহরের ১৭টি কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে স্থগিত হওয়া ১টি কেন্দ্রের ভোটের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট বেশি হওয়ায় ১৬২২৮টি ভোট পেয়ে বাংলাদেশ আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. বকতার হোসেন (নৌকা) বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) মো. জসিম উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৩৭৫৩টি ভোট।

মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী ২০২১ , ১৯ মাঘ ১৪২৭, ১৯ জমাদিউস সানি ১৪৪২

বরুড়ায় আ’লীগের মেয়র প্রার্থী বিজয়ী

প্রতিনিধি বরুড়া (কুমিল্লা)

তৃতীয় ধাপে বরুড়া পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. বকতার হোসেন (নৌকা) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। গত শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনের সব কয়টি কেন্দ্রের ভোট গণনা শেষে রাত প্রায় ৮টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আজহারুল ইসলাম। ফলাফল বিবরণী অনুযায়ী পৌর শহরের ১৭টি কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে স্থগিত হওয়া ১টি কেন্দ্রের ভোটের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট বেশি হওয়ায় ১৬২২৮টি ভোট পেয়ে বাংলাদেশ আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. বকতার হোসেন (নৌকা) বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী (ধানের শীষ) মো. জসিম উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৩৭৫৩টি ভোট।