গফরগাঁওয়ে ভাটার ড্রাম চিমনি ভাঙার ৫ ঘণ্টা পরেই ফের চালু!

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চামুরথা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেঙ্গে ফেলা ড্রাম চিমনির অবৈধ, অনুমোদনহীন ‘এমবিবি’ নামক ইটভাটা ৫ ঘণ্টা পরেই নতুন করে ইট পোড়ানো শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লোকালয় এবং তিন ফসলি জমিতে ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে স্থাপিত অবৈধ ও অনুমোদনহীন এই ইটভাটায় গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। পরে মালিক পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং ইটভাটাটি ‘ভেঙে’ ফেলার অংশ হিসেবে ইটভাটার ড্রামচিমনি ভাটা থেকে ফেলে দেয়। পাগলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই অভিযানে অংশ নেয়। ঘটনার দিন বিকেলেই ওই ইটভাটার মালিক চিমনীটি পুনরায় স্থাপন করে এবং মঙ্গলবার সকাল থেকেই ইটভাটাটি চালু করে দেয়। পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহের বিভাগীয় পরিচালক ফরিদ আহমদে ও উপ-পরিচালক মিহির লাল সরকারের নেতৃত্বে একটি টিম চলতি মৌসুমে কমপক্ষে দুইবার এই ইটভাটায় অভিযান চালিয়েছে। ভাটাটি বন্ধ করতে পারেনি। ইটভাটার মালিকপক্ষের দাবি প্রশাসনের লোকজনের সাথে কথা বলেই তারা ইটভাটাটি চালু রেখেছে। প্রশাসনের লোকজন বলছে অবৈধ, অনুমোদনহীন ইটভাটা কোন অবস্থাতেই চলতে দেয়া হবে না। পরিবেশ অধিদফতর, ময়মনসিংহের উপ-পরিচালক মিহির লাল সরকার বলেন, বার বার অভিযানের পর এই ইটভাটা চালু করা হয়েছে। এখন মামলা করতে হবে।

image
আরও খবর
জন্মসনদের শর্তজুড়ে দেয়ায় উপবৃত্তি উত্তোলনে বিড়ম্বনা
মৃত্যুর আগে স্কুলের নামটি পরিবর্তন হবে তো?
শেরপুরে স্বামী পরিত্যক্তাকে শ্লীলতাহানির চেষ্টা গ্রেফতার ১
৫৬০টি মডেল মসজিদ নির্মাণ বিশে^র ইতিহাসে বিরল-ধর্ম প্রতিমন্ত্রী
হরিরামপুরে স্পিরিট বিক্রি : দণ্ডিত দুই
বরিশালে যৌবন ফিরে পেয়েছে মরা খাল
মানবতার ফেরিওয়ালা মান্দার ওসি শাহিনুর
চট্টগ্রাম ক্যান্সার হাসপাতালে ৫ কোটি অনুদান ভূমিমন্ত্রীর
নবীনগরের কাইতলা উত্তর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি
গাজীপুরে অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
মাগুরায় কর্তৃপক্ষের অবহেলায় নষ্ট হচ্ছে মোগল আমলের মসজিদ
নবীনগরে ড্রেজারের কৃষিজমি খনন জরিমানা আড়াই লাখ টাকা
দশমিনায় আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু ডিজিটাল গ্রন্থাগার ভবন
তাহিরপুরে সংবাদ প্রতিনিধির ওপর হামলায় ২ জেলায় প্রতিবাদ
কেশবপুরে ১৬ ভাটার ১০টি অবৈধ : হুমকিতে পরিবেশ

শনিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২১ , ২৩ মাঘ ১৪২৭, ২৩ জমাদিউস সানি ১৪৪২

গফরগাঁওয়ে ভাটার ড্রাম চিমনি ভাঙার ৫ ঘণ্টা পরেই ফের চালু!

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চামুরথা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেঙ্গে ফেলা ড্রাম চিমনির অবৈধ, অনুমোদনহীন ‘এমবিবি’ নামক ইটভাটা ৫ ঘণ্টা পরেই নতুন করে ইট পোড়ানো শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লোকালয় এবং তিন ফসলি জমিতে ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে স্থাপিত অবৈধ ও অনুমোদনহীন এই ইটভাটায় গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। পরে মালিক পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং ইটভাটাটি ‘ভেঙে’ ফেলার অংশ হিসেবে ইটভাটার ড্রামচিমনি ভাটা থেকে ফেলে দেয়। পাগলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই অভিযানে অংশ নেয়। ঘটনার দিন বিকেলেই ওই ইটভাটার মালিক চিমনীটি পুনরায় স্থাপন করে এবং মঙ্গলবার সকাল থেকেই ইটভাটাটি চালু করে দেয়। পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহের বিভাগীয় পরিচালক ফরিদ আহমদে ও উপ-পরিচালক মিহির লাল সরকারের নেতৃত্বে একটি টিম চলতি মৌসুমে কমপক্ষে দুইবার এই ইটভাটায় অভিযান চালিয়েছে। ভাটাটি বন্ধ করতে পারেনি। ইটভাটার মালিকপক্ষের দাবি প্রশাসনের লোকজনের সাথে কথা বলেই তারা ইটভাটাটি চালু রেখেছে। প্রশাসনের লোকজন বলছে অবৈধ, অনুমোদনহীন ইটভাটা কোন অবস্থাতেই চলতে দেয়া হবে না। পরিবেশ অধিদফতর, ময়মনসিংহের উপ-পরিচালক মিহির লাল সরকার বলেন, বার বার অভিযানের পর এই ইটভাটা চালু করা হয়েছে। এখন মামলা করতে হবে।