নদী পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

বাংলাদেশ নদীমাতৃক দেশ। যাতায়াতের পথ হিসেবে নদী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু প্রতি বছরই লঞ্চ, স্টিমার, স্পিড বোড দুর্ঘটনায় দেশে অনেক মানুষের প্রাণহানি ঘটে।

ইঞ্জিনচালিত ছোট ট্রলারগুলো কোন সতর্কতা, নিয়মনীতি ছাড়াই সক্ষমতার অধিক যাত্রী বোঝাই করে দুর্ঘটনাকবলিত হয়। এসব দুর্ঘটনা ঘটার পর প্রচার মাধ্যম এবং সরকারসহ বিভিন্ন মহলে আলোচনার ঝড় ওঠে।

তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটি নানাবিধ সুপারিশও করে কিন্তু এর বেশিরভাগই আলোর মুখ দেখে না। অথচ চাইলেই এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব।

২০১৯ সালে সারা দেশে লঞ্চ, ট্রলার ও নৌকাডুবির ঘটনা ঘটেছে ১১৬টি। এর মধ্যে অধিকাংশ স্পষ্টতই অবহেলা। প্রাকৃতিক কারণজনিত অনেক দুর্ঘটনা আমরা হয়তো এড়াতে পারি না।

কিন্তু একটু সচেতন হলেই নৌকাডুবির মতো দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। এজন্য নৌকায় পরিবহনের সময় সবার জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা উচিত। এটা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনায় নারী-শিশুদের বড় অংশকে বাঁচানো সম্ভব।

অধিকাংশ নৌকাডুবির দুর্ঘটনার জন্য দায়ী কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা এবং মনিটরিং না থাকা। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, নদী পথে মৃত্যুর হিড়িক থামাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।

জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ম অমান্যকারীদের আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিন।

শাকিবুল হাসান

বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ , ৪ ফাল্গুন ১৪২৭ ৪ রজব ১৪৪২

নদী পথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

বাংলাদেশ নদীমাতৃক দেশ। যাতায়াতের পথ হিসেবে নদী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু প্রতি বছরই লঞ্চ, স্টিমার, স্পিড বোড দুর্ঘটনায় দেশে অনেক মানুষের প্রাণহানি ঘটে।

ইঞ্জিনচালিত ছোট ট্রলারগুলো কোন সতর্কতা, নিয়মনীতি ছাড়াই সক্ষমতার অধিক যাত্রী বোঝাই করে দুর্ঘটনাকবলিত হয়। এসব দুর্ঘটনা ঘটার পর প্রচার মাধ্যম এবং সরকারসহ বিভিন্ন মহলে আলোচনার ঝড় ওঠে।

তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটি নানাবিধ সুপারিশও করে কিন্তু এর বেশিরভাগই আলোর মুখ দেখে না। অথচ চাইলেই এসব দুর্ঘটনা এড়ানো সম্ভব।

২০১৯ সালে সারা দেশে লঞ্চ, ট্রলার ও নৌকাডুবির ঘটনা ঘটেছে ১১৬টি। এর মধ্যে অধিকাংশ স্পষ্টতই অবহেলা। প্রাকৃতিক কারণজনিত অনেক দুর্ঘটনা আমরা হয়তো এড়াতে পারি না।

কিন্তু একটু সচেতন হলেই নৌকাডুবির মতো দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব। এজন্য নৌকায় পরিবহনের সময় সবার জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করা উচিত। এটা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনায় নারী-শিশুদের বড় অংশকে বাঁচানো সম্ভব।

অধিকাংশ নৌকাডুবির দুর্ঘটনার জন্য দায়ী কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতা এবং মনিটরিং না থাকা। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, নদী পথে মৃত্যুর হিড়িক থামাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন।

জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ম অমান্যকারীদের আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিন।

শাকিবুল হাসান