ফেনীতে সড়ক অবরোধ করে কাদের মির্জার বিরুদ্ধে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট রোডের সীমানা শেষে পার্শ্ববর্তী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার চাঁদপুর এলাকায় সড়ক অবরোধ করে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। গতকাল বিকেল ৩টা থেকে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে দেড় শতাধিক নেতাকর্মী বাসে বাসে করে এসে জড়ো হয়। সভায় নেতারা বলেন, মির্জর কারণে নোয়াখালী-ফেনী অঞ্চল আজ অশান্ত। এ অপরাজনীতির কারণে প্রাণ হারাতে হয়েছে তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে। এর আগে সকালে ফেনী প্রেসক্লাব নেতারা শহরে এক বিক্ষোভ সমাবেশে বসুরহাটে সরকারদলীয় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। মির্জা কাদেরের, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফেনী-২ এর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা কথা রটানোর অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলেন, মির্জা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করছে। এর কিছুদিন আগে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, ফেনীর সাংসদ নিজাম হাজারী ও ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র স্বপন মিয়াজীসহ ফেনীর সরকারদলীয় একাধিক নেতার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চোরাচালানীর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছিলেন।

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মির্জা আবদুল কাদের বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। সে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার কাছে দাবি জানান, কাদের মির্জাকে যেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। তিনি সীমালঙ্ঘন করেছেন। তাকে ফেনীর অংশে কোনভাবেই প্রবেশ করতে দেয়া হবে না।

নেতারা বলেন, কাদের মির্জা ও তার ছেলে বসুরহাটকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য বানিয়েছেন। কাদের মির্জা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকশন হাইটসের একটি হোটেলে বৈঠক করেন এবং তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন।

সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মেজবাউল চৌধুরী সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

উল্লেখ্য, সোমবার কাদের মির্জা ও স্থানীয় আওয়ামী লীগ সমাবেশ আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ , ১০ ফাল্গুন ১৪২৭ ১০ রজব ১৪৪২

ফেনীতে সড়ক অবরোধ করে কাদের মির্জার বিরুদ্ধে সমাবেশ

প্রতিনিধি, ফেনী

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট রোডের সীমানা শেষে পার্শ্ববর্তী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার চাঁদপুর এলাকায় সড়ক অবরোধ করে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। গতকাল বিকেল ৩টা থেকে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে দেড় শতাধিক নেতাকর্মী বাসে বাসে করে এসে জড়ো হয়। সভায় নেতারা বলেন, মির্জর কারণে নোয়াখালী-ফেনী অঞ্চল আজ অশান্ত। এ অপরাজনীতির কারণে প্রাণ হারাতে হয়েছে তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে। এর আগে সকালে ফেনী প্রেসক্লাব নেতারা শহরে এক বিক্ষোভ সমাবেশে বসুরহাটে সরকারদলীয় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। মির্জা কাদেরের, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফেনী-২ এর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা কথা রটানোর অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলেন, মির্জা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিরুদ্ধে অপপ্রচার করছে। এর কিছুদিন আগে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, ফেনীর সাংসদ নিজাম হাজারী ও ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র স্বপন মিয়াজীসহ ফেনীর সরকারদলীয় একাধিক নেতার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চোরাচালানীর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছিলেন।

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মির্জা আবদুল কাদের বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। সে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে। আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার কাছে দাবি জানান, কাদের মির্জাকে যেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। তিনি সীমালঙ্ঘন করেছেন। তাকে ফেনীর অংশে কোনভাবেই প্রবেশ করতে দেয়া হবে না।

নেতারা বলেন, কাদের মির্জা ও তার ছেলে বসুরহাটকে সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য বানিয়েছেন। কাদের মির্জা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকশন হাইটসের একটি হোটেলে বৈঠক করেন এবং তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছেন।

সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মেজবাউল চৌধুরী সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

উল্লেখ্য, সোমবার কাদের মির্জা ও স্থানীয় আওয়ামী লীগ সমাবেশ আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করে আইনশৃঙ্খলা বাহিনী।