তিন কার্যদিবস পর পতন শেয়ারবাজারে

টানা তিন কার্যদিবস উত্থান হলেও গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিনট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯১.৩৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫.৪২ পয়েন্টে। তবে শরিয়াহসূচক ০.৯২ এবং সিডিএসইটি ৪.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৬.১২ পয়েন্টে এবং ১২০৪.০৫ পয়েন্টে। আজ ডিএসই ১ হাজার ৪৩ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩২১ কোটি ৮৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭২১ কোটি ৫১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮০টির বা ২২.২৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৭টির বা ৪৩.৮৫ শতাংশের এবং ১২১টির বা ৩৩.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৮.৫৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। জানা গেছে, কোম্পানিগুলোর ১৭ লাখ ৫৬ হাজার ৫৫৭টি শেয়ার ২২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮ কোটি ৮৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১১ লাখ ৪ হাজার টাকার জিবিবি পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৪০ হাজার টাকার, আমান ফিডের ১৪ লাখ ৫৭ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৮ লাখ ৫৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৫ লাখ ৯৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১২ লাখ ৩০ হাজার টাকার, জেনেক্সের ১৩ লাখ ৫৫ হাজার টাকার, গ্রামীণফোনের ৮৩ লাখ ৪৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৯ লাখ ২৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৮ লাখ ৪৪ হাজার টাকার, মীর আখতারের ২৯ লাখ ৮৯ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকার, রবি আজিয়াটার ২৩ লাখ ৩ হাজার টাকার, সি পার্লের ৫ লাখ ৪ হাজার টাকার, সিলকো ফার্মার ৬ লাখ ৯ হাজার টাকার, সিঙ্গার বিডির ১১ লাখ ৮১ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ১ হাজার টাকার, এসএস স্টিলের ১৯ লাখ ৭৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪০ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৮০টি বা ২২.২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের। জানা গেছে, আইপিওতে লুব-রেফের শেয়ার ২৭ টাকা করে বিক্রি করা হয়। আর লেনদেনের প্রথম দিন কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা বা ৫০ শতাংশ বেড়ে ৪০ টাকায় দাঁড়ায়। আর এ কারণে লুব-রেফ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমাা ফুডের ৯.৪৯ শতাংশ, বার্জার পেইন্টসের ৬.২৪ শতাংশ, জিকিউ বলপেনের ৬.০২ শতাংশ, পেনিনসুলার ৫.১১ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.০৭ শতাংশ, রবি আজিয়াটার ৪.৮০ শতাংশ, গোল্ডেন সনের ৪.৩৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.০৯ শতাংশ এবং পাওয়ার গ্রিডের শেয়ার দর ৩.২ শতাংশ বেড়েছে।

এদিকে ডিএসই লেনদেনে অংশ নেয়া ১৫৭টি বা ৪৩.৮৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের। সোমবার গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৪.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৭.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৩০ টাকা বা ১১.৩০ শতাংশ কমেছে। এর মাধ্যমে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৫.৯৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৭৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৬৮ শতাংশ, আইএলএফএসএলের ৪.১৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.১০ শতাংশ, ইমাম বাটনের ৪.০৫ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৬৪ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.৫৭ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ৩.৫৫ শতাংশ কমেছে।

বুধবার, ১০ মার্চ ২০২১ , ২৫ ফাল্গুন ১৪২৭ ২৫ রজব ১৪৪২

তিন কার্যদিবস পর পতন শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

টানা তিন কার্যদিবস উত্থান হলেও গতকাল পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিনট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯১.৩৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫.৪২ পয়েন্টে। তবে শরিয়াহসূচক ০.৯২ এবং সিডিএসইটি ৪.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৬.১২ পয়েন্টে এবং ১২০৪.০৫ পয়েন্টে। আজ ডিএসই ১ হাজার ৪৩ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩২১ কোটি ৮৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭২১ কোটি ৫১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮০টির বা ২২.২৫ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৭টির বা ৪৩.৮৫ শতাংশের এবং ১২১টির বা ৩৩.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৬৮.৫৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির পৌনে ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। জানা গেছে, কোম্পানিগুলোর ১৭ লাখ ৫৬ হাজার ৫৫৭টি শেয়ার ২২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮ কোটি ৮৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১১ লাখ ৪ হাজার টাকার জিবিবি পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের।

এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ লাখ ৪০ হাজার টাকার, আমান ফিডের ১৪ লাখ ৫৭ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৮ লাখ ৫৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৫ লাখ ৯৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ১২ লাখ ৩০ হাজার টাকার, জেনেক্সের ১৩ লাখ ৫৫ হাজার টাকার, গ্রামীণফোনের ৮৩ লাখ ৪৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৯ লাখ ২৫ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৮ লাখ ৪৪ হাজার টাকার, মীর আখতারের ২৯ লাখ ৮৯ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৪ হাজার টাকার, রবি আজিয়াটার ২৩ লাখ ৩ হাজার টাকার, সি পার্লের ৫ লাখ ৪ হাজার টাকার, সিলকো ফার্মার ৬ লাখ ৯ হাজার টাকার, সিঙ্গার বিডির ১১ লাখ ৮১ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ১ হাজার টাকার, এসএস স্টিলের ১৯ লাখ ৭৫ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪০ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৮০টি বা ২২.২৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের। জানা গেছে, আইপিওতে লুব-রেফের শেয়ার ২৭ টাকা করে বিক্রি করা হয়। আর লেনদেনের প্রথম দিন কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা বা ৫০ শতাংশ বেড়ে ৪০ টাকায় দাঁড়ায়। আর এ কারণে লুব-রেফ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমাা ফুডের ৯.৪৯ শতাংশ, বার্জার পেইন্টসের ৬.২৪ শতাংশ, জিকিউ বলপেনের ৬.০২ শতাংশ, পেনিনসুলার ৫.১১ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.০৭ শতাংশ, রবি আজিয়াটার ৪.৮০ শতাংশ, গোল্ডেন সনের ৪.৩৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.০৯ শতাংশ এবং পাওয়ার গ্রিডের শেয়ার দর ৩.২ শতাংশ বেড়েছে।

এদিকে ডিএসই লেনদেনে অংশ নেয়া ১৫৭টি বা ৪৩.৮৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের। সোমবার গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৪.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৭.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৩০ টাকা বা ১১.৩০ শতাংশ কমেছে। এর মাধ্যমে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৫.৯৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৭৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৬৮ শতাংশ, আইএলএফএসএলের ৪.১৬ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৪.১০ শতাংশ, ইমাম বাটনের ৪.০৫ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৬৪ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.৫৭ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ৩.৫৫ শতাংশ কমেছে।