করোনায় বিপর্যস্ত

ভারতে একদিনে মৃত্যু ২৬২৪

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। দুনিয়ার যে কোনও দেশের চেয়ে ভারতে একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ৪৬ হাজার নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। দেশটির শীর্ষ হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট এরই মধ্যে মারাত্মক আকার নিয়েছে। এনডিটিভি

করোনাভাইরাসের মহামারী শুরুর পর থেকে ভারতের এক কোটি ৬৬ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের পর ভারতই এখন সবচেয়ে বেশি করোনা বিপর্যস্ত দেশ।

গত এক দিনে দিল্লি ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি করোনা কবলিত রাজ্য মহারাষ্ট্রে গত এক দিনে মৃত্যু হয়েছে ৭৭৩ জনের আর দিল্লিতে মারা গেছে ৩৪৮ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ।

এদিকে, এই পরিস্থিতিতে ভারতীয় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। হাসপাতালগুলো থেকে রোগী ও তার স্বজনদের এসএমএস করে জানানো হচ্ছে অক্সিজেন ও বেড সঙ্কটের কথা। একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় করোনায় মহারাষ্ট্রে ৭৭৩ জন এবং দিল্লিতে ৩৪৮ জন মারা গেছেন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাওয়ার সময় অক্সিজেনবাহী ট্যাংকারগুলোকে যাতে আটকানো না হয়।

সবচেয়ে বেশি করোনা কবলিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বলেছেন, অক্সিজেন পরিবহন করা ট্যাংকারগুলোর চলাচলে যেন কোনও ধরনের বিঘœ না ঘটে সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। করোনার বেশি চাপে পড়া রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের সমর্থন পাবে। এছাড়া করোনা মোকাবিলায় সব রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার, ২৫ এপ্রিল ২০২১ , ১২ বৈশাখ ১৪২৮ ১২ রমজান ১৪৪২

করোনায় বিপর্যস্ত

ভারতে একদিনে মৃত্যু ২৬২৪

সংক্রমণ ও মৃত্যুর নতুন বিশ্বরেকর্ড

image

করোনায় মৃত ব্যক্তিকে পুড়িয়ে ফেলার জন্য নেয়া হচ্ছে -এনডিটিভি

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। দুনিয়ার যে কোনও দেশের চেয়ে ভারতে একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ৪৬ হাজার নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। দেশটির শীর্ষ হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট এরই মধ্যে মারাত্মক আকার নিয়েছে। এনডিটিভি

করোনাভাইরাসের মহামারী শুরুর পর থেকে ভারতের এক কোটি ৬৬ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের পর ভারতই এখন সবচেয়ে বেশি করোনা বিপর্যস্ত দেশ।

গত এক দিনে দিল্লি ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি করোনা কবলিত রাজ্য মহারাষ্ট্রে গত এক দিনে মৃত্যু হয়েছে ৭৭৩ জনের আর দিল্লিতে মারা গেছে ৩৪৮ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ।

এদিকে, এই পরিস্থিতিতে ভারতীয় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। হাসপাতালগুলো থেকে রোগী ও তার স্বজনদের এসএমএস করে জানানো হচ্ছে অক্সিজেন ও বেড সঙ্কটের কথা। একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দিল্লি ও মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় করোনায় মহারাষ্ট্রে ৭৭৩ জন এবং দিল্লিতে ৩৪৮ জন মারা গেছেন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাওয়ার সময় অক্সিজেনবাহী ট্যাংকারগুলোকে যাতে আটকানো না হয়।

সবচেয়ে বেশি করোনা কবলিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বলেছেন, অক্সিজেন পরিবহন করা ট্যাংকারগুলোর চলাচলে যেন কোনও ধরনের বিঘœ না ঘটে সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। করোনার বেশি চাপে পড়া রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের সমর্থন পাবে। এছাড়া করোনা মোকাবিলায় সব রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।