মায়ানমার জান্তা প্রধান ইন্দোনেশিয়া সফরে

আসিয়ান সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন মায়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তাকে বহনকারী বিমান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবতরণ করে। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এটিই তার প্রথম কোনও প্রকাশ্য বিদেশ সফর।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এই সম্মেলনে ১০টি দেশের নেতারা যোগ দেবেন। এতে মায়ানমার সংকট নিয়েও আলোচনার কথা রয়েছে।

২০২০ সালের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে এই বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় মায়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে মায়ানমারে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতশ’রও বেশি মানুষ নিহত হয়েছে।

জাকার্তায় অনুষ্ঠিত সম্মেলনে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনও ফোরামে মায়ানমার সংকট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে জাকার্তায় ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন অ্যাকটিভিস্টরা।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন, জাকার্তায় তারা শুধু নিজ নিজ পররাষ্ট্রমন্ত্রীদের পাঠাবেন। জোটটির অন্য সদস্য রাষ্ট্রগুলো হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, আয়োজক ইন্দোনেশিয়া এবং মায়ানমার।

আসিয়ান থেকে মায়ানমারকে বের করে দেয়ার কথা নিয়ে আলোচনা চলছে। তবে জোটটির সদস্য রাষ্ট্রগুলো ঐতিহাসিকভাবে পরস্পরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে না। মায়ানমারের সংকট নিরসন করতে আসিয়ান সম্মেলনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্মেলনের পার্শ্ববৈঠকে বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে জাকার্তায় উপস্থিত থাকবেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার।

রবিবার, ২৫ এপ্রিল ২০২১ , ১২ বৈশাখ ১৪২৮ ১২ রমজান ১৪৪২

মায়ানমার জান্তা প্রধান ইন্দোনেশিয়া সফরে

আসিয়ান সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন মায়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তাকে বহনকারী বিমান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবতরণ করে। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এটিই তার প্রথম কোনও প্রকাশ্য বিদেশ সফর।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এই সম্মেলনে ১০টি দেশের নেতারা যোগ দেবেন। এতে মায়ানমার সংকট নিয়েও আলোচনার কথা রয়েছে।

২০২০ সালের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে এই বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় মায়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে মায়ানমারে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতশ’রও বেশি মানুষ নিহত হয়েছে।

জাকার্তায় অনুষ্ঠিত সম্মেলনে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনও ফোরামে মায়ানমার সংকট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে জাকার্তায় ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন অ্যাকটিভিস্টরা।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন, জাকার্তায় তারা শুধু নিজ নিজ পররাষ্ট্রমন্ত্রীদের পাঠাবেন। জোটটির অন্য সদস্য রাষ্ট্রগুলো হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, আয়োজক ইন্দোনেশিয়া এবং মায়ানমার।

আসিয়ান থেকে মায়ানমারকে বের করে দেয়ার কথা নিয়ে আলোচনা চলছে। তবে জোটটির সদস্য রাষ্ট্রগুলো ঐতিহাসিকভাবে পরস্পরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে না। মায়ানমারের সংকট নিরসন করতে আসিয়ান সম্মেলনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্মেলনের পার্শ্ববৈঠকে বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে জাকার্তায় উপস্থিত থাকবেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার।