বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আদালতে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রিকায় দেখলাম পুলিশকে নির্বাচনী পদক দিচ্ছে। ২০১৮, ২০১৪ ও ২০০৮ সালের জন্য। কোনদিন শুনিনি এই পৃথিবীতে যে, নির্বাচন করার জন্য পুলিশকে পদক দেয়া হয়।

আদালতেই বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। একেবারে রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়েছে।

গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পুলিশকে নির্বাচনী পদক একটাই কারণ যে, তাদের ক্ষমতায় বসিয়ে দিয়েছে। সেজন্য এসপি সাহেবরা বলেন, দেশটা আমরা চালাই। পুলিশের কনস্টেবল বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ।

খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে জামিনের জন্য আদালতে যাবেন কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আগেও বলেছি, এরকম প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। একেবারে রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়েছে।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত। তারপরে যে সমস্ত আইন করেছে তা আদালত করেছে।’

বিএনপি মহাসচিব যোগ করেন, ‘আর ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তা আদালত করেছে। কোন আইনেই কোনভাবেই তার সাজা হতে পারে না এবং তা আবার বর্ধিত করা যেতে পারে না। ওই জায়গায় আদালতের প্রতি আস্থাটা আমাদের এতো কম যে, আমাদের ধীরে-সুস্থে চিন্তাভাবনা করে আদালতে যেতে হবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অ্যাডভান্স চিকিৎসা দরকার জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়ার ফান্ডামেন্টাল প্রবলেম। তার হার্টের ও কিডনির সমস্যা। এই বিষয়টিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা মনে করি বাংলাদেশে যেসব চিকিৎসা সুবিধা আছে, তা যথেষ্ট নয়। তার অ্যাডভান্স চিকিৎসা দরকার।’

তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসার বিষয়টি চিকিৎসকদের বোর্ড দেখাশোনা করছে। তারা অত্যন্ত অভিজ্ঞ। তাদের সর্বশেষ বক্তব্য, ম্যাডামের পোস্ট কোভিড যে প্যারামিটারগুলো আছে, সেদিক থেকে ম্যাডামের অবস্থা বেটার।’

শনিবার, ১২ জুন ২০২১ , ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ ৩০ শাওয়াল ১৪৪২

বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আদালতে মির্জা ফখরুল

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রিকায় দেখলাম পুলিশকে নির্বাচনী পদক দিচ্ছে। ২০১৮, ২০১৪ ও ২০০৮ সালের জন্য। কোনদিন শুনিনি এই পৃথিবীতে যে, নির্বাচন করার জন্য পুলিশকে পদক দেয়া হয়।

আদালতেই বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। একেবারে রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়েছে।

গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পুলিশকে নির্বাচনী পদক একটাই কারণ যে, তাদের ক্ষমতায় বসিয়ে দিয়েছে। সেজন্য এসপি সাহেবরা বলেন, দেশটা আমরা চালাই। পুলিশের কনস্টেবল বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ।

খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে জামিনের জন্য আদালতে যাবেন কিনা প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আগেও বলেছি, এরকম প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। একেবারে রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়েছে।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত। তারপরে যে সমস্ত আইন করেছে তা আদালত করেছে।’

বিএনপি মহাসচিব যোগ করেন, ‘আর ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তা আদালত করেছে। কোন আইনেই কোনভাবেই তার সাজা হতে পারে না এবং তা আবার বর্ধিত করা যেতে পারে না। ওই জায়গায় আদালতের প্রতি আস্থাটা আমাদের এতো কম যে, আমাদের ধীরে-সুস্থে চিন্তাভাবনা করে আদালতে যেতে হবে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অ্যাডভান্স চিকিৎসা দরকার জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়ার ফান্ডামেন্টাল প্রবলেম। তার হার্টের ও কিডনির সমস্যা। এই বিষয়টিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা মনে করি বাংলাদেশে যেসব চিকিৎসা সুবিধা আছে, তা যথেষ্ট নয়। তার অ্যাডভান্স চিকিৎসা দরকার।’

তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসার বিষয়টি চিকিৎসকদের বোর্ড দেখাশোনা করছে। তারা অত্যন্ত অভিজ্ঞ। তাদের সর্বশেষ বক্তব্য, ম্যাডামের পোস্ট কোভিড যে প্যারামিটারগুলো আছে, সেদিক থেকে ম্যাডামের অবস্থা বেটার।’