ক্ষমায় মিটে যায় বহু সমস্যা

চলার পথে অসাবধানতাবশত কারো গায়ে ধাক্কা লাগলে তর্কে জড়িয়ে ঝগড়া করেতে দেখা যায় অনেককে। বেখেয়ালে যে ব্যক্তি ধাক্কা দিয়েছে, তিনি দুঃখিত, খেয়াল করিনি বা সুনির্দিষ্ট কোন কারণ থাকলে, তা বললেই সমাধান হয়ে যায়। নিজের ভুল স্বীকার না করে উল্টো অন্যকে -কেন দেখে চলেনি, খেয়াল করেনিসহ উদ্ভট কথাবার্তা বলে পরিস্থিতি জটিল করে ফেলে। এসব ঘটনা পরিহার করতে ভুল করা ব্যক্তিকেই আগে এগিয়ে আসতে হবে। কারণ ক্ষমায় মিটে যায় বহু সমস্যা।

রাস্তা-ঘাট, অফিস আদালত কিংবা পারিবারিক ও সামাজিক বহু বিষয়েও ক্ষমা করে দেওযার প্রবণতা থাকা দরকার। তাহলে বহু অনাকাক্সিক্ষত ঘটনারোধ করা সম্ভব। আত্ম অহামিকা প্রকাশ করে তর্ক চালিয়ে যাওয়ার ফলাফল সবসময় ভালো হয় না। ক্রোধের বশবর্তী হয়ে ঝগড়াঝাটির জের ধরে হত্যকা-ের মতো ঘটনা ঘটছে আমাদের সমাজে। ক্ষুদ্র ঘটনাকে তাৎক্ষণিক সমাধান না করায় পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতিশোধপরায়ণ হয়ে বড় কোন ঘটনা ঘটিয়ে ফেলতেও পিছ পা হয় না।

তাই একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং দৈনন্দিন অনাকাক্সিক্ষত ঘটনারোধ করতে আমাদের সবাইকে সহনশীল এবং ক্ষমাশীল হতে হবে।

জুবায়ের আহমেদ

বুধবার, ৩০ জুন ২০২১ , ১৬ আষাঢ় ১৪২৮ ১৮ জিলক্বদ ১৪৪২

ক্ষমায় মিটে যায় বহু সমস্যা

চলার পথে অসাবধানতাবশত কারো গায়ে ধাক্কা লাগলে তর্কে জড়িয়ে ঝগড়া করেতে দেখা যায় অনেককে। বেখেয়ালে যে ব্যক্তি ধাক্কা দিয়েছে, তিনি দুঃখিত, খেয়াল করিনি বা সুনির্দিষ্ট কোন কারণ থাকলে, তা বললেই সমাধান হয়ে যায়। নিজের ভুল স্বীকার না করে উল্টো অন্যকে -কেন দেখে চলেনি, খেয়াল করেনিসহ উদ্ভট কথাবার্তা বলে পরিস্থিতি জটিল করে ফেলে। এসব ঘটনা পরিহার করতে ভুল করা ব্যক্তিকেই আগে এগিয়ে আসতে হবে। কারণ ক্ষমায় মিটে যায় বহু সমস্যা।

রাস্তা-ঘাট, অফিস আদালত কিংবা পারিবারিক ও সামাজিক বহু বিষয়েও ক্ষমা করে দেওযার প্রবণতা থাকা দরকার। তাহলে বহু অনাকাক্সিক্ষত ঘটনারোধ করা সম্ভব। আত্ম অহামিকা প্রকাশ করে তর্ক চালিয়ে যাওয়ার ফলাফল সবসময় ভালো হয় না। ক্রোধের বশবর্তী হয়ে ঝগড়াঝাটির জের ধরে হত্যকা-ের মতো ঘটনা ঘটছে আমাদের সমাজে। ক্ষুদ্র ঘটনাকে তাৎক্ষণিক সমাধান না করায় পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতিশোধপরায়ণ হয়ে বড় কোন ঘটনা ঘটিয়ে ফেলতেও পিছ পা হয় না।

তাই একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং দৈনন্দিন অনাকাক্সিক্ষত ঘটনারোধ করতে আমাদের সবাইকে সহনশীল এবং ক্ষমাশীল হতে হবে।

জুবায়ের আহমেদ